কিশোরগঞ্জ প্রতিনিধি
২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন আরিফুল ইসলাম। বাংলাদেশের এই যুবা আজ তাঁর নিজ জেলা কিশোরগঞ্জে পেয়েছেন নাগরিক সংবর্ধনা। কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ এর পক্ষ থেকে দেওয়া হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান।
সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা স্মারক হিসাবে আরিফুল পেয়েছেন ২০ হাজার টাকার একটি চেক। পাশাপাশি ফুলের তোড়া ও ক্রেস্ট দেওয়া হয়। আরিফুলকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবা আফজাল হোসেন ও মা ফারজানা পারভীন। অনুষ্ঠানে ক্রিকেটার হওয়ার পেছনে তাঁর মা-বাবার অবদানের কথা বলেছেন আরিফুল। বাংলাদেশের এই যুবা বলেন, ‘আজকে আমার এই জায়গায় আসার পিছনে যিনি সবচেয়ে বেশি সাহস জুগিয়েছেন, তিনি আমার আম্মু। আম্মু আমাকে সবসময় সমর্থন দিয়েছেন। আমার জন্য তিনি অনেক কিছু করেছেন। একটা বিষয় মনে আছে, যখন আমি দিনাজপুর বিকেএসপিতে পড়ি, তখন আমার ডিভিশনের কল আসে। পরে আম্মু কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ যান। ময়মনসিংহ থেকে দিনাজপুর, দিনাজপুর থেকে ময়মনসিংহ এভাবেই আমাকে নিয়ে যেতেন। কারণ আমি একা কোথাও যেতে পারতাম না। আজকে এখানে আসার পিছনে আব্বা আম্মা সমর্থন দিয়েছেন। আপনারা যদি আপনাদের সন্তানদের সমর্থন দেন, তাহলে তারাও এগিয়ে যাবে।’
যুব বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান করা আরিফুলের লক্ষ্যটা এখন জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতার। একই সঙ্গে কিশোরগঞ্জের ক্রিকেটারদের উন্নতির জন্যও দাবি জানিয়েছেন। আরিফুল বলেন, ‘আমি তৃপ্ত নই। সেদিনই তৃপ্ত হব যেদিন দেশের হয়ে বিশ্বকাপ জিততে পারব। আমার লক্ষ্য ওইটাই আছে। বিশ্বকাপজয়ী খেলোয়াড় হতে পারি। আমার লক্ষ্য একদিন বিশ্বমানের হবো। বাংলাদেশ ক্রিকেট এখন অনেক উন্নত। এখন অনেক খেলা হয়। ছোট থেকে শুরু করে সবাই এখন ম্যাচ পায়। এখন ক্রিকেটের যে সুবিধা আছে, আলহামদুলিল্লাহ ভালো। আমি তাদের অনুরোধ করব তারা যেন আরও সুযোগ সুবিধা পায়। কিশোরগঞ্জে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। তারা যেন হারিয়ে না যায়, আমার এতটুকুই দাবি থাকবে।’
আরিফুল আরও বলেন, ‘কিশোরগঞ্জের মেয়র পারভেজ আংকেল আমাকে অনেক সাপোর্ট করেছেন। আমি যখন বিকেএসপি থেকে ছুটিতে পাকুন্দিয়া আসতাম তখন গ্রামে অনুশীলন করার সুযোগ থাকতো না। আর কিশোরগঞ্জ শহর বাসা থেকে অনেক দূরে। প্রায় ১০-১২ কিলোমিটার। তাই পারভেজ আংকেল ও সিয়ামের আব্বু পরামর্শ দেন তাদের বাসায় থেকে কিশোরগঞ্জে অনুশীলন করতে। পারভেজ আংকেল আর সিয়ামের আব্বুর প্রতি আমি কৃতজ্ঞ।’
অনুষ্ঠানে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ বলেন, ‘আমাদের কিশোরগঞ্জের গর্ব, কৃতি ক্রিকেটার আরিফুলকে সংবর্ধনা দিতে পেরে অনেক ভালো লাগছে। ক্রিকেটারদেরকে ভালো প্রশিক্ষণের আওতায় আনতে আমি একটি টি-টোয়েন্ট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে চাই।’
২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন আরিফুল ইসলাম। বাংলাদেশের এই যুবা আজ তাঁর নিজ জেলা কিশোরগঞ্জে পেয়েছেন নাগরিক সংবর্ধনা। কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ এর পক্ষ থেকে দেওয়া হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান।
সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা স্মারক হিসাবে আরিফুল পেয়েছেন ২০ হাজার টাকার একটি চেক। পাশাপাশি ফুলের তোড়া ও ক্রেস্ট দেওয়া হয়। আরিফুলকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবা আফজাল হোসেন ও মা ফারজানা পারভীন। অনুষ্ঠানে ক্রিকেটার হওয়ার পেছনে তাঁর মা-বাবার অবদানের কথা বলেছেন আরিফুল। বাংলাদেশের এই যুবা বলেন, ‘আজকে আমার এই জায়গায় আসার পিছনে যিনি সবচেয়ে বেশি সাহস জুগিয়েছেন, তিনি আমার আম্মু। আম্মু আমাকে সবসময় সমর্থন দিয়েছেন। আমার জন্য তিনি অনেক কিছু করেছেন। একটা বিষয় মনে আছে, যখন আমি দিনাজপুর বিকেএসপিতে পড়ি, তখন আমার ডিভিশনের কল আসে। পরে আম্মু কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ যান। ময়মনসিংহ থেকে দিনাজপুর, দিনাজপুর থেকে ময়মনসিংহ এভাবেই আমাকে নিয়ে যেতেন। কারণ আমি একা কোথাও যেতে পারতাম না। আজকে এখানে আসার পিছনে আব্বা আম্মা সমর্থন দিয়েছেন। আপনারা যদি আপনাদের সন্তানদের সমর্থন দেন, তাহলে তারাও এগিয়ে যাবে।’
যুব বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান করা আরিফুলের লক্ষ্যটা এখন জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতার। একই সঙ্গে কিশোরগঞ্জের ক্রিকেটারদের উন্নতির জন্যও দাবি জানিয়েছেন। আরিফুল বলেন, ‘আমি তৃপ্ত নই। সেদিনই তৃপ্ত হব যেদিন দেশের হয়ে বিশ্বকাপ জিততে পারব। আমার লক্ষ্য ওইটাই আছে। বিশ্বকাপজয়ী খেলোয়াড় হতে পারি। আমার লক্ষ্য একদিন বিশ্বমানের হবো। বাংলাদেশ ক্রিকেট এখন অনেক উন্নত। এখন অনেক খেলা হয়। ছোট থেকে শুরু করে সবাই এখন ম্যাচ পায়। এখন ক্রিকেটের যে সুবিধা আছে, আলহামদুলিল্লাহ ভালো। আমি তাদের অনুরোধ করব তারা যেন আরও সুযোগ সুবিধা পায়। কিশোরগঞ্জে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। তারা যেন হারিয়ে না যায়, আমার এতটুকুই দাবি থাকবে।’
আরিফুল আরও বলেন, ‘কিশোরগঞ্জের মেয়র পারভেজ আংকেল আমাকে অনেক সাপোর্ট করেছেন। আমি যখন বিকেএসপি থেকে ছুটিতে পাকুন্দিয়া আসতাম তখন গ্রামে অনুশীলন করার সুযোগ থাকতো না। আর কিশোরগঞ্জ শহর বাসা থেকে অনেক দূরে। প্রায় ১০-১২ কিলোমিটার। তাই পারভেজ আংকেল ও সিয়ামের আব্বু পরামর্শ দেন তাদের বাসায় থেকে কিশোরগঞ্জে অনুশীলন করতে। পারভেজ আংকেল আর সিয়ামের আব্বুর প্রতি আমি কৃতজ্ঞ।’
অনুষ্ঠানে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ বলেন, ‘আমাদের কিশোরগঞ্জের গর্ব, কৃতি ক্রিকেটার আরিফুলকে সংবর্ধনা দিতে পেরে অনেক ভালো লাগছে। ক্রিকেটারদেরকে ভালো প্রশিক্ষণের আওতায় আনতে আমি একটি টি-টোয়েন্ট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে চাই।’
এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
২ ঘণ্টা আগেছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মতপার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
৩ ঘণ্টা আগেপ্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
৫ ঘণ্টা আগে