Ajker Patrika

১১ বছর পর মিরপুরে মেয়েদের সিরিজ

আপডেট : ১৬ জুন ২০২৩, ২২: ১৮
১১ বছর পর মিরপুরে মেয়েদের সিরিজ

আগেই জানা গিয়েছিল দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় নারী দল। জুলাই মাসে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। আজ আসন্ন সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এতে করে ১১ বছর পর মিরপুরে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী দল। সর্বশেষ এক যুগ আগে এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন জাহানারা আলম-নিগার সুলতানা জ্যোতিরা। সেই দীর্ঘ খরা এবার তাঁদের কাটছে হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানাদের বিপক্ষে। 

সিরিজটি খেলতে ৬ জুলাই বাংলাদেশে আসবে ভারত। সিরিজের সব ম্যাচ মিরপুরেই হবে। ৯ জুলাই মিরপুরে টি-টোয়েন্টি দিয়ে সফর শুরু করবে সফরকারীরা। বাকি দুটি হবে ১১ ও ১৩ জুলাই। সংক্ষিপ্ত সংস্করণের সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ২টায়। অন্যদিকে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ জুলাই। শেষ হবে ২২ জুলাই। মাঝে দ্বিতীয় ওয়ানডেটি হবে ১৯ জুলাই। ওয়ানডে ম্যাচগুলো হবে সকাল সাড়ে ৯টায়। 

ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। এই চক্রের মাধ্যমেই ১০ দল ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এই সিরিজের মাধ্যমেই এফটিপি চক্রের প্রথম সিরিজ হচ্ছে বাংলাদেশে।

ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজের সূচি

তারিখ            ম্যাচ                  সময়                      ভেন্যু
৯  জুলাই     প্রথম টি-টোয়েন্টি   বেলা ২টা                   মিরপুর
১১ জুলাই     দ্বিতীয় টি-টোয়েন্টি বেলা ২টা                   মিরপুর
১৩ জুলাই    তৃতীয় টি-টোয়েন্টি  বেলা ২টা                   মিরপুর
১৬ জুলাই    প্রথম ওয়ানডে       সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর
১৯ জুলাই    দ্বিতীয় ওয়ানডে      সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর
২২ জুলাই    তৃতীয় ওয়ানডে      সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত