Ajker Patrika

বাবর-হ্যাজলউডের ঘাড়ে নিশ্বাস ফেলছেন গিল-বোল্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ২০: ০৮
বাবর-হ্যাজলউডের ঘাড়ে নিশ্বাস ফেলছেন গিল-বোল্ট

বিশ্বকাপে একই সময়ে খেলছে বড় দলগুলো। তাই আইসিসির র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদেও এসেছে বেশ ওলট-পালট। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর সুস্থ হতে কদিন সময় লেগেছে শুবমান গিলের। ফিট না থাকায় বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেও খেলা হয়নি তাঁর। পাকিস্তান ম্যাচ দিয়ে ফিরেছেন, সেই ম্যাচে অবশ্য ভালো করতে পারেননি গিল। 

তবে দুর্দান্ত ফর্মে থাকা গিল ব্যাটারদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটার বাবর আজমের মসনদ কেড়ে নিতে হুমকি হয়ে উঠেছেন আগেই। এবার আরও রেটিং পয়েন্টে পাকিস্তান অধিনায়কের আরও কাছাকাছি পৌঁছে গেছেন এই ভারতীয় ওপেনার। গিল এমনিতেই র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর ব্যাটার। এখন বাবরের রেটিং পয়েন্ট ৮৩৬ আর গিলের ৮১৮। 

বোলারদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার জশ জশ হ্যাজলউডের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ট্রেন্ট বোল্ট। এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন নিউজিল্যান্ডের এই পেসার। অস্ট্রেলিয়ান পেসারের রেটিং পয়েন্ট ৬৬০, দুইয়ে থাকা বোল্টের ৬৫৯। 

ব্যাটারদের মধ্যে বড় লাফ দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন এই ওপেনার। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠেছেন রোহিত। তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে আছেন কুইন্টন ডি কক। ১৯ ধাপ এগিয়ে ১৮ তম স্থানে উঠেছেন আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। 

বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে চারে উঠেছেন আফগান লেগ স্পিনার রাশিদ খান। বড় লাফে সাত ধাপ এগিয়েছেন কেশভ মহারাজ। এই দক্ষিণ আফ্রিকার স্পিনার যৌথভাবে পাঁচে আছেন আফগান স্পিনার মুজিব উর রহমানের সঙ্গে। 

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়কের রেটিং পয়েন্ট ৩৪৩। দুইয়ে থাকা আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবির পয়েন্ট ৩০০।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত