Ajker Patrika

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই হতে পারে ইংল্যান্ড, পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ব্রিসবেন টেস্টে ৯ উইকেটের জয়ে অ্যাশেজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং মনে করেন প্রথম টেস্টে ইংল্যান্ডের সুযোগ ছিল এগিয়ে যাওয়ার। যেহেতু তারা সেটি পারেনি তাই পরের চার টেস্টেও তাদের জন্য হার অপেক্ষা করছে। পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী ঘরের মাঠে ইংল্যান্ডকে ধবলধোলাই করবে অস্ট্রেলিয়া। 

পন্টিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ড সর্বশেষ ধবলধোলাই হয়েছিল ২০০৬-০৭ মৌসুমে। ৪৬ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি মনে করেন অ্যাডিলেডে দিবারাত্রির দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড যদি হারে তাহলে ১৪ বছর আগের পুনরাবৃত্তি হতে পারে। তিনি বলেছেন, ‘অ্যাডিলেড টেস্টেও ইংল্যান্ড জয় তুলে নিতে না পারলে সিরিজে তাদের ঘুরে দাঁড়ানো আর সম্ভব হবে না। কন্ডিশন অস্ট্রেলিয়ার জন্য আরও ভালো হচ্ছে। ব্রিসবেনের কন্ডিশন কিছুটা ইংল্যান্ডের মতো ছিল। তারা যদি অ্যাডিলেডে না জিততে পারে তাহলে ২০০৬-০৭ এর ফলাফল ফিরে আসতে পারে।’ 

এদিকে ব্রিসবেন টেস্টে পাঁজরের চোটে পড়েছেন পেসার জস হ্যাজলেউড। তাঁর জায়গায় খেলার কথা জাই রিচার্ডসনের। পন্টিংও একাদশে রিচার্ডসনকে চান। এই প্রসঙ্গে পন্টিং বলেছেন, স্টার্ক নয় বরং রিচার্ডসন এই ম্যাচটি (ব্রিসবেন টেস্ট) খেলার দ্বারপ্রান্তে ছিল। সে দারুণ ছন্দে আছে। অ্যাডিলেড টেস্টেও তাঁকেই এগিয়ে রাখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত