Ajker Patrika

জন্মদিনের কেক খেয়েই মুমিনুলের সেঞ্চুরি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৭: ০৬
জন্মদিনের কেক খেয়েই মুমিনুলের সেঞ্চুরি

টিম হোটেলে সতীর্থ আর কোচিং স্টাফদের নিয়ে গতকাল কেক কেটে নিজের ৩০তম জন্মদিন উদযাপন করেছেন মুমিনুল হক। ম্যাচ না থাকায় মাঠে জন্মদিন রাঙানোর সুযোগ পাননি। তবে আজ মাঠে নেমেই আর দেরি করলেন না। চট্টগ্রামে ‘এ’ দলের হয়ে এইচপি দলের বিপক্ষে তুলে নেন সেঞ্চুরি। 

মুমিনুলের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ‘এ’ দলের সংগ্রহ ৩২০ রান। 

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই বেশ সাবলীল ছিলেন মুমিনুল হক। উদ্বোধনী জুটিতে নাজমুল হোসেন শান্তকে নিয়ে গড়েন ১৫৪ রানের জুটি। ৮৫ বলে ৬৭ রান করে শান্ত বিদায় নিলেও রানের চাকা সচল রাখেন মুমিনুল। তবে এর আগে ২৭ রানের সময় এইচপির দলের ভুলে জীবন পান একবার। এরপর আর ভুল করেননি। দেখেশুনে খেলেই সেঞ্চুরি পূর্ণ করেছেন। 

সেঞ্চুরির পর যেন খোলস থেকে বের হয়ে আসেন মুমিনুল। দ্রুতই ব্যক্তিগত রানের খাতায় যোগ করেন আরও ২৮ রান। শেষ পর্যন্ত ১২৮ রানে মাঠ ছাড়েন বাংলাদেশ টেস্ট অধিনায়ক।

ব্যাটিংয়ে রান খরায় ভোগা মুশফিকুর রহিমও পরে ফিফটি তুলে নিয়েছেন। ৬২ রান করে মাঠ ছাড়েন মুশফিক। মুশফিকের আউটের পর দ্রুতই চার উইকেট হারায় ‘এ’ দল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত