Ajker Patrika

মোস্তাফিজকে চ্যালেঞ্জ জানাতে চেন্নাইয়ে চলে এলেন পাতিরানা

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

মাতিশা পাতিরানা থাকলে হয়তো আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামা হতো না মোস্তাফিজুর রহমানের। তবে পাওয়া সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন বাংলাদেশি পেসার। 

গতকাল চিপুকে বিরাট কোহলিদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটের জয় এনে দেওয়া ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ফিজ। আগামী বুধবার সেই চিপুকেই গুজরাট টাইটানসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে চেন্নাই। 

প্রথম ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সে মোস্তাফিজ এই ম্যাচেও একাদশে জায়গা পাবেন, সেটিই স্বাভাবিক। তবে ফিজকে চ্যালেঞ্জ জানাতে চলে এলেন সেই পাতিরানা। আজ চেন্নাইয়ের ক্যাম্পে যোগ দিয়েছেন লঙ্কান পেসার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়া হ্যামস্ট্রিং চোট কাটিয়ে মোস্তাফিজদের সঙ্গী হলেন পাতিরানা, এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। 

২০২২ সালে আন্তর্জাতি ক্রিকেট অভিষেক পাতিরানার। সে বছরই চেন্নাইয়ের হয়ে আইপিএলে অভিষেক হয় তাঁর। টি-টোয়েন্টি ইতিহাসের সফলতম পেসার লাসিথ মালিঙ্গার মতো ‘স্লিঙ্গি অ্যাকশন’ দিয়ে সবার নজর কাড়েন ২১ বছর বয়সী তারকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত