Ajker Patrika

দ্বিতীয় টেস্টে দলে পরিবর্তনের ইঙ্গিত হাথুরুর

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

উইকেট বিবেচনায় রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে কোনো বিশেষজ্ঞ স্পিনারকেই খেলায়নি পাকিস্তান। বাংলাদেশ অবশ্য সেই কৌশলে যায়নি। তিন পেসারের সঙ্গে ছিলেন দুই অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। চন্ডিকা হাথুরুসিংহে তাঁদের দলে রেখেছিলেন স্পিনের অভাবটা পূরণ করতে। লঙ্কান কোচের কৌশল বৃথা যায়নি। 

সিরিজের ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ে মুশফিকুর রহিমের ১৯১ রানের অনবদ্য ইনিংসটি যেমন ভূমিকা রেখেছিল তেমনি সাকিব-মিরাজের ঘূর্ণিও রাখে গুরুত্বপূর্ণ অবদান। সাকিব ৩ এবং মিরাজ ৪ উইকেট নিয়ে অল্প রানেই থামান পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। 

এবার একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ টেস্টে কেমন কৌশল হবে বাংলাদেশের? আজ সংবাদ সম্মেলনে এ নিয়ে হেসে হাথুরু বলেন, ‘আসলে আমরা সব সময় অফেন্সিভ স্ট্র্যাটেজিতেই (আক্রমণাত্মক কৌশল) যাব।’ অবশ্য কন্ডিশনের ওপর নির্ভর করছে তাঁর কৌশল, ‘কন্ডিশনের ওপর নির্ভর করে অনেক সময় স্ট্র্যাটেজিতে পরিবর্তন আসে। প্রথম ম্যাচ থেকে আমাদের প্রস্তুতিতে তেমন কোনো পরিবর্তন আসেনি। আমরা নিজেদের শক্তির জায়গাগুলো জানি, সীমাবদ্ধতাগুলোও জানি। প্রতিপক্ষের শক্তি এবং সীমাবদ্ধতার জায়গাগুলোও জানা আছে আমাদের। পিচ, কন্ডিশন সবকিছু বিবেচনা নিয়েই আমরা আমাদের স্ট্র্যাটেজি সাজিয়ে থাকি।’ 

পিন্ডি টেস্টে প্রথম ইনিংসে ভালো শুরু পায় বাংলাদেশ। তবে সফরকারীরা পাঁচশোর্ধ্ব সংগ্রহ পায় মিডলঅর্ডারে কয়েকটি জুটিতেই। আগের টেস্টের কথা টেনে হাথুরু চান, এবারও ভালো জুটি হোক। লঙ্কান কোচ বলেছেন, ‘আমার মনে হয়, গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শুরুতে ভালো জুটি গড়া। প্রথম ১২ ওভারে আমাদের ওপেনাররা অল্প সময় হলেও ভালো ব্যাট করতে পেরেছিল, যা তৃতীয় দিন সকালে আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। এরপর মুমিনুলের সঙ্গে আমার মনে হয় সাদমান ভালো একটি জুটি গড়ল ৯০ রানের। এরপর মুশফিকের সঙ্গে মিলে লিটন-মিরাজ সেসব কাজে লাগানো।’ 

পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে যেকোনো সংস্করণে প্রথম জয়—এ তো ঐতিহাসিক হবেই বাংলাদেশের জন্য। তবে কাজটি যে মোটেও সহজ নয় সেটি তো জানা কথায়। হাথুরুর এর কৃতিত্ব দিচ্ছেন দলের উঁচু নীতির ওপর। তিনি বলেন, ‘মোরাল (নীতি) অনেক উঁচুতে আছে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দেওয়া সহজ কোনো কাজ নয়। তারা অনেক অনেক ভালো দল। এখনো আমরা দ্বিতীয় ম্যাচে অনেক লড়াই আশা করছি তাদের থেকে।’ 

দ্বিতীয় টেস্টের জন্য দলে পরিবর্তন এনেছে পাকিস্তান। বাদ পড়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। বাংলাদেশ কি অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে নাকি পরিবর্তন—এ নিয়ে হাথুরু বলেন, ‘কাল কন্ডিশনের ওপর নির্ভর করে পিচ দেখে আমরা দলে পরিবর্তন আনতেও পারি। কারণ আমরা এখনো পিচ দেখতে পারিনি। কন্ডিশনে কিছুটা তফাত আছে আগের ম্যাচ থেকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত