এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচের ৬টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে এক পা দিয়ে রাখলেও এই মুহূর্তে প্রোটিয়াদের বাদ পড়াটা অসম্ভব নয়। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের আগে প্রোটিয়ারা পেল দুঃসংবাদ।
আইসিসি থেকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার পেয়েছেন ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটার আইসিসির আচরণবিধির প্রথম ধারা ভাঙার কারণেই এমন শাস্তি পেয়েছেন। পাশাপাশি এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে, যা গত ২৪ মাসে তাঁর প্রথম অপরাধ। আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ অনুসারে, আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার কারণে দোষী সাব্যস্ত করা হয়েছে। আইসিসির এলিট প্যানেল ম্যাচ জেফ ক্রো এমন শাস্তি দিয়েছেন মিলারকে। দোষ স্বীকার করে নেওয়ায় মিলারের জন্য শুনানির প্রয়োজন হয়নি।
সেন্ট লুসিয়ায় পরশু সুপার এইটের ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ১৯তম ওভারের দ্বিতীয় বলে স্যাম কারানের ফুল টস ডিপ স্কয়ার লেগে পাঠিয়ে দুই রান নেন মিলার। উচ্চতার কারণে মিলার সেটা নো বলের আশা করেন। এমনকি রিভিউ নেওয়ার সংকেত দিয়ে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন প্রোটিয়া ব্যাটার। মিলারের বিরুদ্ধে তাই অভিযোগ এনেছেন মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও ক্রিস ব্রাউন, তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন, চতুর্থ আম্পায়ার ক্রিস গাফানি। এবারের বিশ্বকাপে মিলার ৬ ম্যাচে করেছেন ১৪৪ রান। গড় ৩৬ ও স্ট্রাইকরেট ১০৭.৪৬।
গ্রুপ ‘টু’তে সুপার এইটে নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তাতে ৪ পয়েন্টের পাশাপাশি নেট রানরেট + ০.৬২৫ নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫৫ বল হাতে রেখে ৯ উইকেটের জয়ে গ্রুপে এখন দুইয়ে ওয়েস্ট ইন্ডিজ। ২ পয়েন্টের সঙ্গে উইন্ডিজের নেট রানরেট + ১.৮১৪। তিনে থাকা ইংল্যান্ডেরও পয়েন্ট ২। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের নেট রানরেট + ০.৪১২।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচের ৬টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে এক পা দিয়ে রাখলেও এই মুহূর্তে প্রোটিয়াদের বাদ পড়াটা অসম্ভব নয়। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের আগে প্রোটিয়ারা পেল দুঃসংবাদ।
আইসিসি থেকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার পেয়েছেন ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটার আইসিসির আচরণবিধির প্রথম ধারা ভাঙার কারণেই এমন শাস্তি পেয়েছেন। পাশাপাশি এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে, যা গত ২৪ মাসে তাঁর প্রথম অপরাধ। আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ অনুসারে, আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার কারণে দোষী সাব্যস্ত করা হয়েছে। আইসিসির এলিট প্যানেল ম্যাচ জেফ ক্রো এমন শাস্তি দিয়েছেন মিলারকে। দোষ স্বীকার করে নেওয়ায় মিলারের জন্য শুনানির প্রয়োজন হয়নি।
সেন্ট লুসিয়ায় পরশু সুপার এইটের ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ১৯তম ওভারের দ্বিতীয় বলে স্যাম কারানের ফুল টস ডিপ স্কয়ার লেগে পাঠিয়ে দুই রান নেন মিলার। উচ্চতার কারণে মিলার সেটা নো বলের আশা করেন। এমনকি রিভিউ নেওয়ার সংকেত দিয়ে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন প্রোটিয়া ব্যাটার। মিলারের বিরুদ্ধে তাই অভিযোগ এনেছেন মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও ক্রিস ব্রাউন, তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন, চতুর্থ আম্পায়ার ক্রিস গাফানি। এবারের বিশ্বকাপে মিলার ৬ ম্যাচে করেছেন ১৪৪ রান। গড় ৩৬ ও স্ট্রাইকরেট ১০৭.৪৬।
গ্রুপ ‘টু’তে সুপার এইটে নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তাতে ৪ পয়েন্টের পাশাপাশি নেট রানরেট + ০.৬২৫ নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫৫ বল হাতে রেখে ৯ উইকেটের জয়ে গ্রুপে এখন দুইয়ে ওয়েস্ট ইন্ডিজ। ২ পয়েন্টের সঙ্গে উইন্ডিজের নেট রানরেট + ১.৮১৪। তিনে থাকা ইংল্যান্ডেরও পয়েন্ট ২। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের নেট রানরেট + ০.৪১২।
২০০ মিটার মিডলের সেমিফাইনালেই রেকর্ড গড়েছিলেন লিঁও মারশাঁ। ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছিলেন রায়ান লোকটির ১৪ বছরের পুরোনো রেকর্ড। গতকাল ফাইনালে নিজের সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে না পারলেও ফ্রান্সের এই তারকা সাঁতারু এই ইভেন্টে দ্বিতীয় সেরা টাইমিং গড়েছেন। রেকর্ড গড়া সেমিফাইনালের ২৪ ঘণ্টার
১ ঘণ্টা আগেনানান রেকর্ডের হাতছানি ছিল শুবমান গিলের সামনে। সেসব রেকর্ড ছুঁতে কিংবা ছাড়িয়ে যেতে ভারতের টেস্ট অধিনায়ককে বড় একটি ইনিংসই খেলতে হতো। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের শেষ টেস্টে ওভালে আজ বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৩৫ বলে ২১ রান করে আউট হয়ে গেছেন। তাতেই তিনি ভেঙে দিয়েছেন সুনীল গাভা
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
৪ ঘণ্টা আগে