নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দীর্ঘদিনের বিরতি শেষে মাঠে নামছেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। চার দিনের ম্যাচ দিয়ে আজ চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘এ’ দল ও এইচপি দলের মধ্যে সিরিজ। পারিবারিক কারণে সিরিজের প্রথম চার দিনের ম্যাচটি অধিনায়ক মুমিনুল হক খেলবেন না আগেই জানা ছিল। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন।
মিঠুনকে অধিনায়কত্বের বিষয়টি নিশ্চিত করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। বিসিবির প্রধান নির্বাচক আজকের পত্রিকাকে বলেছেন, ‘মুমিনুল প্রথম চার দিনের ম্যাচটি খেলবে না। সে দ্বিতীয় চার দিনের ম্যাচ দিয়ে ফিরবে। প্রথম ম্যাচে মিঠুন অধিনায়কত্ব করবে।’ মা করোনা আক্রান্ত হওয়ায় মেহেদী হাসান মিরাজও চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। প্রথম ম্যাচে এই অলরাউন্ডার খেলবেন না, পরের ম্যাচগুলো খেলবেন কিনা সেটিও অনিশ্চিত।
সূচি অনুযায়ী সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচটি মাঠে গড়াবে ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর। মুশফিকুর রহিম এ দলের হয়ে খেলতে চাওয়ায় অবশ্য একদিনের ম্যাচের প্রথম দুটির সূচি বদল করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর হবে এই দুটি ম্যাচ। শেষ ম্যাচটি হওয়ার কথা ৪ অক্টোবর।
দীর্ঘদিনের বিরতি শেষে মাঠে নামছেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। চার দিনের ম্যাচ দিয়ে আজ চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘এ’ দল ও এইচপি দলের মধ্যে সিরিজ। পারিবারিক কারণে সিরিজের প্রথম চার দিনের ম্যাচটি অধিনায়ক মুমিনুল হক খেলবেন না আগেই জানা ছিল। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন।
মিঠুনকে অধিনায়কত্বের বিষয়টি নিশ্চিত করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। বিসিবির প্রধান নির্বাচক আজকের পত্রিকাকে বলেছেন, ‘মুমিনুল প্রথম চার দিনের ম্যাচটি খেলবে না। সে দ্বিতীয় চার দিনের ম্যাচ দিয়ে ফিরবে। প্রথম ম্যাচে মিঠুন অধিনায়কত্ব করবে।’ মা করোনা আক্রান্ত হওয়ায় মেহেদী হাসান মিরাজও চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। প্রথম ম্যাচে এই অলরাউন্ডার খেলবেন না, পরের ম্যাচগুলো খেলবেন কিনা সেটিও অনিশ্চিত।
সূচি অনুযায়ী সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচটি মাঠে গড়াবে ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর। মুশফিকুর রহিম এ দলের হয়ে খেলতে চাওয়ায় অবশ্য একদিনের ম্যাচের প্রথম দুটির সূচি বদল করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর হবে এই দুটি ম্যাচ। শেষ ম্যাচটি হওয়ার কথা ৪ অক্টোবর।
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
২ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
৩ ঘণ্টা আগে