প্রথম টেস্টের মতো অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টেস্টেও পাত্তা পেল না দক্ষিণ আফ্রিকা। গ্যাবায় ৬ উইকেটে হারলেও এবার আরও বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। এক ইনিংস ও ১৮২ রানে হেরেছে তারা। এ জয়ে তিন টেস্টের সিরিজে এক টেস্ট হাতে রেখেই ২-০ সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া।
মেলবোর্ন টেস্টে দক্ষিণ আফ্রিকা বড় ব্যবধানে হারতে যাচ্ছে সেই আভাস পাওয়া গিয়েছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ঘোষণার সময়ই। চতুর্থ দিনে এসে তার প্রমাণ পাওয়া গেল।
টস হেরে ব্যাটিং করতে নেমে প্রথম দিনেই দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৮৯ রানে গুটিয়ে যায়। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৫৭৫ রানে।
শততম টেস্ট খেলতে নেমে রেকর্ড গড়ছেন ডেভিড ওয়ার্নার। টেস্টটিকে স্মরণীয় করেছেন ডাবল সেঞ্চুরি করে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে জো রুটের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। আর শততম টেস্টে সেঞ্চুরি করা দশম খেলোয়াড় তিনি। ২৫৫ বলে কাটায় কাটায় ২০০ রান করে এনরিখ নরকিয়ার বলে বোল্ড হয়েছেন তিনি। এমন অসাধারণ ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন বাঁ হাতি ব্যাটার। এ ছাড়া আরও চার অস্ট্রেলিয়া ব্যাটার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন। এর মধ্যে উইকেটরক্ষক আলেক্স ক্যারি ১১১ রানের ইনিংস খেলেছেন।
৩৮৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ১৫ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। আজ ব্যাটিংয়ে নেমেই প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে বসে তারা। সারেল এরউইয়িকে আউট করে শুরুটা করেন মিচেল স্টার্ক। পরে দ্রুত আরও দুই উইকেট হারিয়ে বসে সফরকারীরা।
পঞ্চম উইকেটে কাইল ভেরেইনকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন টেম্বা বাভুমা। ভেরেইনকে এলবিডব্লিউ করে তাঁদের ৬৩ রানের জুটি ভাঙেন স্কট বোলান্ড। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অলআউট হয় প্রোটিয়ারা। এতে ইনিংস ও ১৮২ রানে পরাজিত হয় দক্ষিণ আফ্রিকা। এ ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেছেন বাভুমা।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৪ জানুয়ারি। টেস্টটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।
প্রথম টেস্টের মতো অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টেস্টেও পাত্তা পেল না দক্ষিণ আফ্রিকা। গ্যাবায় ৬ উইকেটে হারলেও এবার আরও বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। এক ইনিংস ও ১৮২ রানে হেরেছে তারা। এ জয়ে তিন টেস্টের সিরিজে এক টেস্ট হাতে রেখেই ২-০ সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া।
মেলবোর্ন টেস্টে দক্ষিণ আফ্রিকা বড় ব্যবধানে হারতে যাচ্ছে সেই আভাস পাওয়া গিয়েছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ঘোষণার সময়ই। চতুর্থ দিনে এসে তার প্রমাণ পাওয়া গেল।
টস হেরে ব্যাটিং করতে নেমে প্রথম দিনেই দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৮৯ রানে গুটিয়ে যায়। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৫৭৫ রানে।
শততম টেস্ট খেলতে নেমে রেকর্ড গড়ছেন ডেভিড ওয়ার্নার। টেস্টটিকে স্মরণীয় করেছেন ডাবল সেঞ্চুরি করে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে জো রুটের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। আর শততম টেস্টে সেঞ্চুরি করা দশম খেলোয়াড় তিনি। ২৫৫ বলে কাটায় কাটায় ২০০ রান করে এনরিখ নরকিয়ার বলে বোল্ড হয়েছেন তিনি। এমন অসাধারণ ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন বাঁ হাতি ব্যাটার। এ ছাড়া আরও চার অস্ট্রেলিয়া ব্যাটার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন। এর মধ্যে উইকেটরক্ষক আলেক্স ক্যারি ১১১ রানের ইনিংস খেলেছেন।
৩৮৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ১৫ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। আজ ব্যাটিংয়ে নেমেই প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে বসে তারা। সারেল এরউইয়িকে আউট করে শুরুটা করেন মিচেল স্টার্ক। পরে দ্রুত আরও দুই উইকেট হারিয়ে বসে সফরকারীরা।
পঞ্চম উইকেটে কাইল ভেরেইনকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন টেম্বা বাভুমা। ভেরেইনকে এলবিডব্লিউ করে তাঁদের ৬৩ রানের জুটি ভাঙেন স্কট বোলান্ড। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অলআউট হয় প্রোটিয়ারা। এতে ইনিংস ও ১৮২ রানে পরাজিত হয় দক্ষিণ আফ্রিকা। এ ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেছেন বাভুমা।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৪ জানুয়ারি। টেস্টটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।
নারী কাবাডি বিশ্বকাপের জন্য আজ দুপুর দেড়টায় সংবাদ সম্মেলেনে দল ঘোষণা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কিন্তু বিকেল তিনটার পর শুনল বিশ্বকাপ স্থগিতের খবর। এনিয়ে দ্বিতীয়বার পেছাল বিশ্বকাপের সূচি।
২৩ মিনিট আগেফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
৪২ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
২ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগে