নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ থেকে এবারই সর্বোচ্চ তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলে। তাঁরা হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস।
বিসিবির টেস্ট খেলার কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে হয়নি মোস্তাফিজের, যার ফলে ইতিমধ্যে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগ দিয়েছেন বাঁহাতি এই পেসার। তবে পারিবারিক কারণে আইপিএল ২০২৩ সংস্করণ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) সুযোগ পাওয়া সাকিব।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট থাকার কারণে আইপিএলের শুরুতেই যেতে পারেননি লিটন। তবে গতকাল টেস্ট শেষ হওয়ায় ফ্র্যাঞ্চাইজি লিগটি মাতাতে আগামীকাল বিমানযোগে ভারতের উদ্দেশে রওনা হবেন এই উইকেটরক্ষক ব্যাটার। এবারই প্রথম আইপিএলে দল পেয়েছেন লিটন। কেকেআরের হয়ে মাতাবেন তিনি।
গুঞ্জন আছে, আইপিএল খেলতে আজই নাকি ভারতে যাবেন লিটন। তিনি অবশ্য সেটি উড়িয়ে দিয়ে আজকের পত্রিকাকে বললেন, ‘আজকে যাচ্ছি না এটা সত্য। তবে আমি জানিয়েই যাব।’
অবশ্য লিটনের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আজ না হলেও আগামীকাল আইপিএল খেলতে ঠিকই রওনা হবেন তিনি। সূত্র বলেছে, ‘আগামীকাল বিমানের সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে একটি ফ্লাইটে আইপিএল খেলতে রওনা দেবেন লিটন।’
আগামীকাল বিকেল ৪টায় গুজরাট টাইটান্সের বিপক্ষে লড়বে কেকেআর। লিটন যাওয়ার পর ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে দলটি।
বাংলাদেশ থেকে এবারই সর্বোচ্চ তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলে। তাঁরা হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস।
বিসিবির টেস্ট খেলার কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে হয়নি মোস্তাফিজের, যার ফলে ইতিমধ্যে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগ দিয়েছেন বাঁহাতি এই পেসার। তবে পারিবারিক কারণে আইপিএল ২০২৩ সংস্করণ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) সুযোগ পাওয়া সাকিব।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট থাকার কারণে আইপিএলের শুরুতেই যেতে পারেননি লিটন। তবে গতকাল টেস্ট শেষ হওয়ায় ফ্র্যাঞ্চাইজি লিগটি মাতাতে আগামীকাল বিমানযোগে ভারতের উদ্দেশে রওনা হবেন এই উইকেটরক্ষক ব্যাটার। এবারই প্রথম আইপিএলে দল পেয়েছেন লিটন। কেকেআরের হয়ে মাতাবেন তিনি।
গুঞ্জন আছে, আইপিএল খেলতে আজই নাকি ভারতে যাবেন লিটন। তিনি অবশ্য সেটি উড়িয়ে দিয়ে আজকের পত্রিকাকে বললেন, ‘আজকে যাচ্ছি না এটা সত্য। তবে আমি জানিয়েই যাব।’
অবশ্য লিটনের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আজ না হলেও আগামীকাল আইপিএল খেলতে ঠিকই রওনা হবেন তিনি। সূত্র বলেছে, ‘আগামীকাল বিমানের সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে একটি ফ্লাইটে আইপিএল খেলতে রওনা দেবেন লিটন।’
আগামীকাল বিকেল ৪টায় গুজরাট টাইটান্সের বিপক্ষে লড়বে কেকেআর। লিটন যাওয়ার পর ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে দলটি।
সিরিজ শেষ হয়ে গেছে, কিন্তু ‘কনকাশন বদলি’ বিতর্ক এখনো শেষ হয়নি! এ নিয়ে এবার মুখ খুলেছেন সুনীল গাভাস্কার। ভারতের এই সাবেক অধিনায়ক ধুয়ে দিয়েছেন ভারতের টিম ম্যানেজমেন্টকে। ব্যাটিং অলরাউন্ডার শিবম দুবের বদলি হিসেবে পেসার হর্ষিত রানাকে নেওয়াটা অন্যায় বলেও মনে করেন গাভাস্কার।
১ ঘণ্টা আগেটানা আট ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর। তবে চট্টগ্রাম পর্বে রাজশাহীর কাছে হার দিয়ে শুরু করে টানা পাঁচ ম্যাচ হেরে বিপিএল থেকে বিদায় নিতে হলো তাদের। এলিমিনেটর ম্যাচে আজ খুলনা টাইগার্সের বিপক্ষে আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সের মতো তারকা ক্রিকেটারদের খেলিয়েও জয়ের দেখা পায়নি..
১ ঘণ্টা আগেএক দিনে দুই ম্যাচ খেললেন, নজরকাড়া পারফরম্যান্সও করেছেন অসাধারণ। ঠিক যেন রোবটের মতো করে দেখালেন সবকিছু! সকালে কলম্বোয় সেঞ্চুরি করে ফ্লাইটে আবার দুবাইয়ে গিয়ে সন্ধ্যায় আইএল টি-টোয়েন্টি খেলা বেশ কঠিনই হওয়ার কথা। শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা সে কাজটি করেছেন বেশ অনায়াসে।
১ ঘণ্টা আগেলা লিগায় রেফারিং বিতর্ক নতুন কিছু নয়। কদিন আগেও রেফারিং নিয়ে সমালোচনা করেছিলেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। এবার সমালোচনায় যোগ দিলেন রাফিনিয়াও। বার্সার এই ফরোয়ার্ড ম্যাচ চলাকালীনই রেফারিকে কাপুরুষ বলে ওঠেন।
২ ঘণ্টা আগে