Ajker Patrika

কাল আইপিএল খেলতে যাচ্ছেন লিটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৬: ১৭
Thumbnail image

বাংলাদেশ থেকে এবারই সর্বোচ্চ তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলে। তাঁরা হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস।

বিসিবির টেস্ট খেলার কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে হয়নি মোস্তাফিজের, যার ফলে ইতিমধ্যে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগ দিয়েছেন বাঁহাতি এই পেসার। তবে পারিবারিক কারণে আইপিএল ২০২৩ সংস্করণ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) সুযোগ পাওয়া সাকিব।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট থাকার কারণে আইপিএলের শুরুতেই যেতে পারেননি লিটন। তবে গতকাল টেস্ট শেষ হওয়ায় ফ্র্যাঞ্চাইজি লিগটি মাতাতে আগামীকাল বিমানযোগে ভারতের উদ্দেশে রওনা হবেন এই উইকেটরক্ষক ব্যাটার। এবারই প্রথম আইপিএলে দল পেয়েছেন লিটন। কেকেআরের হয়ে মাতাবেন তিনি।

গুঞ্জন আছে, আইপিএল খেলতে আজই নাকি ভারতে যাবেন লিটন। তিনি অবশ্য সেটি উড়িয়ে দিয়ে আজকের পত্রিকাকে বললেন, ‘আজকে যাচ্ছি না এটা সত্য। তবে আমি জানিয়েই যাব।’

অবশ্য লিটনের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আজ না হলেও আগামীকাল আইপিএল খেলতে ঠিকই রওনা হবেন তিনি। সূত্র বলেছে, ‘আগামীকাল বিমানের সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে একটি ফ্লাইটে আইপিএল খেলতে রওনা দেবেন লিটন।’

আগামীকাল বিকেল ৪টায় গুজরাট টাইটান্সের বিপক্ষে লড়বে কেকেআর। লিটন যাওয়ার পর ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে দলটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত