Ajker Patrika

ভারতের ১০ উইকেটে জয়ের পরও রোহিতের দুশ্চিন্তা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১০: ১৯
Thumbnail image

বাঁচা-মরার ম্যাচে সহজ জয় পেয়েছে ভারত। পাল্লেকেলেতে গতকাল নেপালকে বৃষ্টি আইনে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে ভারত। তবু এই বিশাল জয়ের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার রয়েছে দুশ্চিন্তা। 

টস হেরে গতকাল প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে নেপাল। ভারতীয় ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুযোগ নিয়ে রানের চাকা সচল রাখে নেপাল। প্রথম ১০ ওভারেই ৩টা ক্যাচ মিস করেছে রোহিতের ভারত। ইনিংসের প্রথম ওভারেই মোহাম্মদ শামির বলে প্রথম স্লিপে ক্যাচ ছেড়েছেন শ্রেয়াস আয়ার। সে যাত্রায় বেঁচে যান নেপালের ওপেনার কুশল ভুর্টেল। এর পরের ওভারেই সহজ ক্যাচ ছেড়েছেন বিরাট কোহলি। দ্বিতীয় ওভারের প্রথম বলে মোহাম্মদ সিরাজকে তুলে মারতে যান আসিফ শেখ। কয়েকবারের চেষ্টায়ও শর্ট কাভারে ক্যাচ ধরতে পারেননি কোহলি। এরপর পঞ্চম ওভারে ক্যাচ ছেড়েছেন উইকেটরক্ষক ইশান কিষান। ক্যাচ মিসের সুযোগগুলো কাজে লাগিয়ে প্রথম ১০ ওভারে নেপাল করে ১ উইকেটে ৬৫ রান। 

প্রথম পাওয়ারপ্লে তো রয়েছেই, এরপর ৪১তম ওভারে ক্যাচ ছেড়েছেন ইশান। এ ছাড়া ভারতের কিছু মিস ফিল্ডিংয়ের কারণে রান বাড়ানোর সুযোগ পেয়েছে নেপাল। ভারতের ফিল্ডিং নিয়ে তাই আক্ষেপ ঝরেছে রোহিতের কণ্ঠে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘বোলিং ভালো হয়েছে আজ (গতকাল)। তবে ফিল্ডিং বাজে হয়েছে। আমাদের এ জায়গায় উন্নতি করতে হবে।’ 

প্রথমে ব্যাট করে নেপালের ইনিংসে হানা দিয়েছে বৃষ্টি। তার পরও নেপাল ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে পুরো ৫০ ওভার। যদিও তারা ৪৮.২ ওভারে ২৩০ রানে অলআউট হয়ে যায়। এরপর ২৩১-এর লক্ষ্যে ২.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত ১৭ রান করার পর খেলা বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হলে ২৩ ওভারে ১৪৫ রানের লক্ষ্য দাঁড়ায় ভারতের সামনে। ১৭ বল হাতে রেখে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে ভারত। ৫৯ বলে ৭৪ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন রোহিত। নিজের ইনিংস নিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আসলে তা নয় (ইনিংস নিয়ে খুশি কি না)। শুরুতে কিছুটা চাপে ছিলাম। তবে একবার যখন থিতু হয়ে গেলাম, দলের জয় নিশ্চিত করতে চেয়েছিলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত