Ajker Patrika

খরুচে বোলিংয়ের পরও ‘পার্পল ক্যাপ’ ফিজেরই কাছে

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১২: ৩৪
Thumbnail image

চেন্নাই সুপার কিংসের হয়ে ২০২৪ আইপিএলে দুর্দান্ত শুরু করেন মোস্তাফিজুর রহমান। নিয়মিত উইকেট তো রয়েছেই, পাশাপাশি ইকোনমিটাও দারুণ। সেই ফিজ হঠাৎ করেই খেই হারিয়েছেন। ব্যাটারদের কাছে বেধড়ক পিটুনি খেয়ে বোলিংয়ে প্রায় ‘ফিফটি’ পূর্ণ করে ফেলেছেন। 

এবারের আইপিএলে ফিজ প্রথম দুই ম্যাচে পেয়েছেন ৬ উইকেট। দুটি ম্যাচই খেলেছেন চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে। যার মধ্যে ২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৯ রানে নেন ৪ উইকেট। আইপিএল ক্যারিয়ারের সেরা বোলিংয়ে উইকেটের ফিফটি পূর্ণ করেন। গুজরাট টাইটানসের বিপক্ষে শেষের দিকে বোলিংয়ে নেন ২ উইকেট। সেই ফিজ কাল ভেন্যু বদলাতেই বদলে গেলেন নিজেও। বিশাখাপত্তনমে তাঁর সাবেক ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খরুচে বোলিং করেছেন। ৪ ওভারে ৪৭ রান খরচ করে নেন ১ উইকেট। ইকোনমি ৭.৩৭ থেকে সেটা ৯-এর কাছাকাছি চলে গেছে। তবু সর্বোচ্চ উইকেটশিকারীর ‘পার্পল ক্যাপ’ বাংলাদেশের বাঁহাতি পেসার ধরে রেখেছেন। 

দিনের প্রথম ম্যাচে গতকাল ফিজকে ছুঁয়ে ফেলেন মোহিত শর্মা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২৫ রানে ৩ উইকেট নেন মোহিত। তাঁর নামের পাশে যোগ হয় ৬ উইকেট। একই দিন দিল্লির বিপক্ষে রাতে প্রথম পাওয়ারপ্লেতেই বোলিংয়ে আসেন ফিজ। পঞ্চম ওভারে খরচ করেন ১৮ রান। ৪টি বাউন্ডারি হজম করেছেন, যার মধ্যে ডেভিড ওয়ার্নার একাই মেরেছেন ৩ চার। বেধড়ক পিটুনি খাওয়া ফিজের জন্য গত রাতটা ‘রোলার কোস্টারে’ চড়ার মতোই ছিল। দশম ওভারে বোলিংয়ে এসে তুলে নেন ওয়ার্নারের উইকেট। যেখানে এবারের আইপিএলে তাঁর (প্রতিদ্বন্দ্বী) মাথিসা পাতিরানার কৃতিত্বই বেশি। ওভারের তৃতীয় বলে ওয়ার্নার রিভার্স স্কুপ করতে গেলে বাজপাখির মতো ছো মেরে ক্যাচ ধরেন পাতিরানা। এই উইকেট নিয়ে সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের মাইলফলকে পৌঁছান ফিজ। ওভারে ফিজ খরচ করেন মাত্র ৪ রান। 

অন্যান্য ম্যাচে বাজে বোলিংয়ের পর ঘুরে দাড়ালেও ফিজ গতকাল সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। ১৮ ও ২০ তম ওভার—শেষের দিকে ২ ওভারে খরচ করেন ২৫ রান। তাঁর (ফিজ) প্রতিদ্বন্দ্বী পাতিরানাও গতকাল ১৭তম ওভারে ১৭ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন। তবে অন্যান্য ওভারগুলো নিয়ন্ত্রিত বোলিং করেন লঙ্কান এই পেসার। ৪ ওভারে ৩১ রানে নেন ৩ উইকেট। 
 
২০২৪ আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারী পাঁচ বোলার
                              উইকেট         ইকোনমি                 দল
মোস্তাফিজুর রহমান          ৭               ৮.৮৩           চেন্নাই সুপার কিংস 
 মোহিত শর্মা                 ৬                ৭.৭৫           গুজরাট টাইটানস 
খলিল আহমেদ              ৫                ৭.৩৩           দিল্লি ক্যাপিটালস
হারশিত রানা               ৫                 ৯.০০            কলকাতা নাইট রাইডার্স 
মাথিসা পাতিরানা          ৩                ৭.৫০             চেন্নাই সুপার কিংস

*৩১ মার্চ চেন্নাই সুপার কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ পর্যন্ত

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত