Ajker Patrika

১৭ হাজার টাকার মেসির জার্সি পাওয়া যাবে কবে 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১১: ৩৫
Thumbnail image

দুর্দান্ত শুরু করা মেসির জার্সি কিনতে ধুম পড়ে গেছে। মেসি ১০ জার্সির আসলটার দাম ১৬০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ১৭ হাজার ৩৫৭ টাকা। রেপ্লিকার দাম ১২৫ ডলার (১৩ হাজার ৫৬০ টাকা) ও জার্সির ইয়ং ভার্সনের দাম ১০৪ ডলার (১১ হাজার ২৮২ টাকা)। এমএলএস স্টোরে অর্ডার করলেই এই জার্সি পাওয়া যাবে। তবে আর্জেন্টাইন তারকা ফুটবলারের জার্সির চাহিদা এতই বেশি যে, তা দ্রুত শেষ হয়ে গেছে। এই জার্সি পেতে অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত। এমএলএস স্টোর ছাড়াও অ্যাডিডাস অনলাইন স্টোরে মেসির জার্সি প্রি-অর্ডার করা যাবে। অ্যাডিডাসের সেলস পেজ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই আইটেমটা (মেসির জার্সি) আগে থেকে অর্ডার করতে হয়। মঙ্গলবার ১৭ অক্টোবর ২০২৩ এর পরে এটা পাঠানো হবে।’ অ্যাডিডাসের এক মুখপাত্র এ ব্যাপারে বলেন, ‘যেসব ভক্ত সমর্থকেরা জার্সি চাইছেন, তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব জার্সি দেওয়ার চেষ্টা করছি। যেন তাঁরা অনলাইনে অথবা আমাদের স্টোর থেকে নিতে পারেন।’

২১ জুলাই ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ইন্টার মিয়ামি-ক্রুজ আজুল ম্যাচ দিয়ে অভিষেক হয় মেসির। অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক ফ্রিকিকে মিয়ামির হয়ে প্রথম গোল করেন মেসি। আর্জেন্টাইন তারকা ফুটবলারের গোলে ২-১-এ জয় পায় মিয়ামি। এরপর একই মাঠে গত পরশু আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে মিয়ামি। এই ম্যাচে জোড়া গোল করেছেন মেসি এবং একটি গোলে অ্যাসিস্ট করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত