দুর্দান্ত শুরু করা মেসির জার্সি কিনতে ধুম পড়ে গেছে। মেসি ১০ জার্সির আসলটার দাম ১৬০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ১৭ হাজার ৩৫৭ টাকা। রেপ্লিকার দাম ১২৫ ডলার (১৩ হাজার ৫৬০ টাকা) ও জার্সির ইয়ং ভার্সনের দাম ১০৪ ডলার (১১ হাজার ২৮২ টাকা)। এমএলএস স্টোরে অর্ডার করলেই এই জার্সি পাওয়া যাবে। তবে আর্জেন্টাইন তারকা ফুটবলারের জার্সির চাহিদা এতই বেশি যে, তা দ্রুত শেষ হয়ে গেছে। এই জার্সি পেতে অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত। এমএলএস স্টোর ছাড়াও অ্যাডিডাস অনলাইন স্টোরে মেসির জার্সি প্রি-অর্ডার করা যাবে। অ্যাডিডাসের সেলস পেজ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই আইটেমটা (মেসির জার্সি) আগে থেকে অর্ডার করতে হয়। মঙ্গলবার ১৭ অক্টোবর ২০২৩ এর পরে এটা পাঠানো হবে।’ অ্যাডিডাসের এক মুখপাত্র এ ব্যাপারে বলেন, ‘যেসব ভক্ত সমর্থকেরা জার্সি চাইছেন, তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব জার্সি দেওয়ার চেষ্টা করছি। যেন তাঁরা অনলাইনে অথবা আমাদের স্টোর থেকে নিতে পারেন।’
২১ জুলাই ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ইন্টার মিয়ামি-ক্রুজ আজুল ম্যাচ দিয়ে অভিষেক হয় মেসির। অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক ফ্রিকিকে মিয়ামির হয়ে প্রথম গোল করেন মেসি। আর্জেন্টাইন তারকা ফুটবলারের গোলে ২-১-এ জয় পায় মিয়ামি। এরপর একই মাঠে গত পরশু আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে মিয়ামি। এই ম্যাচে জোড়া গোল করেছেন মেসি এবং একটি গোলে অ্যাসিস্ট করেছেন।
দুর্দান্ত শুরু করা মেসির জার্সি কিনতে ধুম পড়ে গেছে। মেসি ১০ জার্সির আসলটার দাম ১৬০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ১৭ হাজার ৩৫৭ টাকা। রেপ্লিকার দাম ১২৫ ডলার (১৩ হাজার ৫৬০ টাকা) ও জার্সির ইয়ং ভার্সনের দাম ১০৪ ডলার (১১ হাজার ২৮২ টাকা)। এমএলএস স্টোরে অর্ডার করলেই এই জার্সি পাওয়া যাবে। তবে আর্জেন্টাইন তারকা ফুটবলারের জার্সির চাহিদা এতই বেশি যে, তা দ্রুত শেষ হয়ে গেছে। এই জার্সি পেতে অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত। এমএলএস স্টোর ছাড়াও অ্যাডিডাস অনলাইন স্টোরে মেসির জার্সি প্রি-অর্ডার করা যাবে। অ্যাডিডাসের সেলস পেজ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই আইটেমটা (মেসির জার্সি) আগে থেকে অর্ডার করতে হয়। মঙ্গলবার ১৭ অক্টোবর ২০২৩ এর পরে এটা পাঠানো হবে।’ অ্যাডিডাসের এক মুখপাত্র এ ব্যাপারে বলেন, ‘যেসব ভক্ত সমর্থকেরা জার্সি চাইছেন, তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব জার্সি দেওয়ার চেষ্টা করছি। যেন তাঁরা অনলাইনে অথবা আমাদের স্টোর থেকে নিতে পারেন।’
২১ জুলাই ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ইন্টার মিয়ামি-ক্রুজ আজুল ম্যাচ দিয়ে অভিষেক হয় মেসির। অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক ফ্রিকিকে মিয়ামির হয়ে প্রথম গোল করেন মেসি। আর্জেন্টাইন তারকা ফুটবলারের গোলে ২-১-এ জয় পায় মিয়ামি। এরপর একই মাঠে গত পরশু আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে মিয়ামি। এই ম্যাচে জোড়া গোল করেছেন মেসি এবং একটি গোলে অ্যাসিস্ট করেছেন।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৬ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৯ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
১০ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১১ ঘণ্টা আগে