মাস্ট উইন ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয়েছে পাকিস্তান দলের। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে বোলিং আক্রমণের দুই সেরা অস্ত্র–হারিস রউফ ও নাসিম শাহকে পায়নি তারা। তাঁদের অভাবও হাড়ে হাড়ে টের পেয়েছে পাকিস্তান।
এতটুকুতে শেষ নয়, রউফ ও নাসিম আরও বড় দুঃসংবাদ দিয়েছে পাকিস্তানকে। বাবর আজম জানিয়েছেন, আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ম্যাচও মিস করবেন এ দুই পেসার। এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে চোট পেয়েছিলেন নাসিম ও রউফ।
পাঁজরের চোটে ভুগছেন স্পিড স্টার রউফ। ভারতের বিপক্ষে প্রথম দিনে বোলিং করলেও রিজার্ভ ডেতে করেননি তিনি। নাসিম বোলিং করলেও ৪৯ তম ওভারে চোটে পড়েন। বোলিংয়ের সময় কাঁধে চোট পেয়েছিলেন তিনি। ওই ওভারে ২ বল করে মাঠ ছাড়েন। পরে দুজনে ব্যাটিং করতেও নামেননি।
ম্যাচ শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছিল, বিশ্বকাপ বিবেচনায় নাসিম ও রউফকে নিয়ে ঝুঁকি নিতে চায় না তারা। যার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে দুই পেসারকে বিশ্রাম দিয়েছে। তখন মেডিকেল রিপোর্টের অপেক্ষায় ছিল পিসিবি।
তবে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে হারের পাশাপাশি উদ্বেগের খবরও শোনালেন পাকিস্তানের অধিনায়ক বাবর। ইঙ্গিত দিলেন, বিশ্বকাপের শুরুর দিকে না-ও পাওয়া যেতে পারে নাসিমকে। যা পাকিস্তানের পেস বোলিং আক্রমণের জন্য বড় ধাক্কা হতে পারে। পিসিবি অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এখনো। তবে বাবর জানালেন, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে নাসিম পুরোপুরি ফিট না-ও হয়ে উঠতে পারেন। অন্যদিকে রউফ সেরে উঠবেন বলে আশাবাদী বাবর।
নাসিম ও রউফকে পাওয়া না গেলে পাকিস্তানের পরিকল্পনা কী হবে? শ্রীলঙ্কার কাছে হারের পর বাবর বললেন, ‘এটা পরে বলব। এখনই আমাদের প্ল্যান ‘বি’ বলছি না। তবে রউফের অবস্থা খুব একটা খারাপ নয়। ওর সাইড স্ট্রেইন রয়েছে। তবে বিশ্বকাপের আগে সেরে উঠবে। নাসিম শাহ...ওরা কয়েকটা ম্যাচ মিস করতে পারে। আমি জানি না, কত দিনে সেরে উঠবে। তবে মনে হয় ও (নাসিম) বিশ্বকাপের পরের দিকে সেরে উঠবে। দেখা যাক।’
চলতি এশিয়া কাপে ৪ ম্যাচে ৪.৮০ ইকোনমি রেটে ৯ উইকেট নিয়েছেন রউফ। অন্যদিকে ৪.৮৫ ইকোনমিতে ৭ উইকেট নাসিমের।
মাস্ট উইন ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয়েছে পাকিস্তান দলের। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে বোলিং আক্রমণের দুই সেরা অস্ত্র–হারিস রউফ ও নাসিম শাহকে পায়নি তারা। তাঁদের অভাবও হাড়ে হাড়ে টের পেয়েছে পাকিস্তান।
এতটুকুতে শেষ নয়, রউফ ও নাসিম আরও বড় দুঃসংবাদ দিয়েছে পাকিস্তানকে। বাবর আজম জানিয়েছেন, আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ম্যাচও মিস করবেন এ দুই পেসার। এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে চোট পেয়েছিলেন নাসিম ও রউফ।
পাঁজরের চোটে ভুগছেন স্পিড স্টার রউফ। ভারতের বিপক্ষে প্রথম দিনে বোলিং করলেও রিজার্ভ ডেতে করেননি তিনি। নাসিম বোলিং করলেও ৪৯ তম ওভারে চোটে পড়েন। বোলিংয়ের সময় কাঁধে চোট পেয়েছিলেন তিনি। ওই ওভারে ২ বল করে মাঠ ছাড়েন। পরে দুজনে ব্যাটিং করতেও নামেননি।
ম্যাচ শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছিল, বিশ্বকাপ বিবেচনায় নাসিম ও রউফকে নিয়ে ঝুঁকি নিতে চায় না তারা। যার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে দুই পেসারকে বিশ্রাম দিয়েছে। তখন মেডিকেল রিপোর্টের অপেক্ষায় ছিল পিসিবি।
তবে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে হারের পাশাপাশি উদ্বেগের খবরও শোনালেন পাকিস্তানের অধিনায়ক বাবর। ইঙ্গিত দিলেন, বিশ্বকাপের শুরুর দিকে না-ও পাওয়া যেতে পারে নাসিমকে। যা পাকিস্তানের পেস বোলিং আক্রমণের জন্য বড় ধাক্কা হতে পারে। পিসিবি অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এখনো। তবে বাবর জানালেন, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে নাসিম পুরোপুরি ফিট না-ও হয়ে উঠতে পারেন। অন্যদিকে রউফ সেরে উঠবেন বলে আশাবাদী বাবর।
নাসিম ও রউফকে পাওয়া না গেলে পাকিস্তানের পরিকল্পনা কী হবে? শ্রীলঙ্কার কাছে হারের পর বাবর বললেন, ‘এটা পরে বলব। এখনই আমাদের প্ল্যান ‘বি’ বলছি না। তবে রউফের অবস্থা খুব একটা খারাপ নয়। ওর সাইড স্ট্রেইন রয়েছে। তবে বিশ্বকাপের আগে সেরে উঠবে। নাসিম শাহ...ওরা কয়েকটা ম্যাচ মিস করতে পারে। আমি জানি না, কত দিনে সেরে উঠবে। তবে মনে হয় ও (নাসিম) বিশ্বকাপের পরের দিকে সেরে উঠবে। দেখা যাক।’
চলতি এশিয়া কাপে ৪ ম্যাচে ৪.৮০ ইকোনমি রেটে ৯ উইকেট নিয়েছেন রউফ। অন্যদিকে ৪.৮৫ ইকোনমিতে ৭ উইকেট নাসিমের।
ব্যাপক চেষ্টার পর এডনাল্ডো রদ্রিগেজের গুরুত্বপূর্ণ ভূমিকাই কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়েছে ব্রাজিল। সেই সুখবরের সপ্তাহ না পেরোতেই দুঃসংবাদ। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনাল্ডোসহ বর্তমান বোর্ডকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও দে জেনেইরোর একটি আদালত।
১৯ মিনিট আগেচোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
২ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৩ ঘণ্টা আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৩ ঘণ্টা আগে