শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে নিবিড় অনুশীলনের তিনটি সেশন করার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু দুটি সেশন করেই এক দিন আগেই কলকাতায় ফিরে যাচ্ছেন তিনি। আর যাওয়ার আগে আজ মিরপুর ইনডোরে অনুশীলন করতে এসে দর্শকদের ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনিও শুনে গেলেন বাংলাদেশের দলনায়ক।
সুদূর মম্বাই থেকে ঢাকায় উড়ে এসেছিলেন সাকিব। ফর্মে নেই, ব্যাটে রান পাচ্ছেন না। এই বাজে ফর্ম কাটাতে ফাহিমের শরণ নিতেই জরুরি ভিত্তিতে তাঁর ঢাকায় ফেরা। কিন্তু তাঁর এই ফেরার খবরটি ভারতে অবস্থানরত দলের পক্ষে থেকে জানানো হয়নি। উল্টো ঢাকা থেকে খবরটি পৌঁছে ভারতে। এ নিয়ে প্রশ্ন উঠাতেই কি না, আজ সন্ধ্যাতেই কলকাতার উদ্দেশে বিমানে চাপার কাথা ছিল তাঁর। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের পরের ম্যাচ। আগামী শনিবারের ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
হঠাৎ সাকিবের ঢাকায় ফেরাটা আরও একটা প্রশ্নের জন্ম দিয়েছে। হেড কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচের বাইরেও টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে আছেন শ্রীধরন শ্রীরাম। নিজের ব্যাটিংয়ের খুঁত সারাতে যদি সাকিবকে ঢাকায় ফিরতে হয়, তাহলে এত টাকা খরচ করে এত সব কোচ রাখার দরকার আছে কি!
আর নিবিড় অনুশীলনের দুটি সেশন করেই সাকিবই-বা কতটা ছন্দে ফিরতে পারবেন! সাকিবের শৈশব কোচ ও বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম অবশ্য আশাবাদী। যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বললেন, ‘আমার বিশ্বাস, পরের ম্যাচগুলোয় সাকিব ভালো করবে।’
শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে নিবিড় অনুশীলনের তিনটি সেশন করার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু দুটি সেশন করেই এক দিন আগেই কলকাতায় ফিরে যাচ্ছেন তিনি। আর যাওয়ার আগে আজ মিরপুর ইনডোরে অনুশীলন করতে এসে দর্শকদের ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনিও শুনে গেলেন বাংলাদেশের দলনায়ক।
সুদূর মম্বাই থেকে ঢাকায় উড়ে এসেছিলেন সাকিব। ফর্মে নেই, ব্যাটে রান পাচ্ছেন না। এই বাজে ফর্ম কাটাতে ফাহিমের শরণ নিতেই জরুরি ভিত্তিতে তাঁর ঢাকায় ফেরা। কিন্তু তাঁর এই ফেরার খবরটি ভারতে অবস্থানরত দলের পক্ষে থেকে জানানো হয়নি। উল্টো ঢাকা থেকে খবরটি পৌঁছে ভারতে। এ নিয়ে প্রশ্ন উঠাতেই কি না, আজ সন্ধ্যাতেই কলকাতার উদ্দেশে বিমানে চাপার কাথা ছিল তাঁর। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের পরের ম্যাচ। আগামী শনিবারের ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
হঠাৎ সাকিবের ঢাকায় ফেরাটা আরও একটা প্রশ্নের জন্ম দিয়েছে। হেড কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচের বাইরেও টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে আছেন শ্রীধরন শ্রীরাম। নিজের ব্যাটিংয়ের খুঁত সারাতে যদি সাকিবকে ঢাকায় ফিরতে হয়, তাহলে এত টাকা খরচ করে এত সব কোচ রাখার দরকার আছে কি!
আর নিবিড় অনুশীলনের দুটি সেশন করেই সাকিবই-বা কতটা ছন্দে ফিরতে পারবেন! সাকিবের শৈশব কোচ ও বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম অবশ্য আশাবাদী। যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বললেন, ‘আমার বিশ্বাস, পরের ম্যাচগুলোয় সাকিব ভালো করবে।’
আম্পায়ারদের সঙ্গে ক্রিকেটারদের বাজে আচরণের ঘটনা নতুন কিছু না। প্রায়ই কোনো না কোনো ঘটনায় ক্রিকেটাররা অসন্তোষ প্রকাশ করেন আম্পায়ারের সিদ্ধান্তে। বাজে আচরণে ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে শাস্তিও পেয়ে থাকেন।
৯ মিনিট আগেঅ্যাডভেঞ্চার, থ্রিলার—সদ্য শেষ হওয়া ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে কী ছিল না! পাঁচ ম্যাচের সিরিজে রান হয়েছে ৭১৮৭। ভেঙেচূড়ে গেছে অনেক রেকর্ড। মাঠের ক্রিকেটের বাইরেও তাক লাগানো ঘটনা ঘটেছে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে। যার মধ্যে পুরস্কার বণ্টন নিয়ে আসল ঘটনা ফাঁস করেছেন দিনেশ কার্তিক।
১ ঘণ্টা আগেলন্ডনের ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট শেষ মুহূর্তে অনেক রোমাঞ্চ ছড়িয়েছে। গতকাল পঞ্চম দিনে ৬ রানের নাটকীয় জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতায় শেষ করল ভারত।
২ ঘণ্টা আগেএশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ হয়ে গেছে কদিন আগেই। ৩৫ দিন পর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপের আগে এই সময় যথেষ্ট মনে হলেও এখনই বড় দুশ্চিন্তায় পড়ে গেছে পাকিস্তান ক্রিকেট দল।
২ ঘণ্টা আগে