Ajker Patrika

ভারতকে ‘শত্রু রাষ্ট্র’ বলে তোপের মুখে পাকিস্তান বোর্ড সভাপতি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ২৪
ভারতকে ‘শত্রু রাষ্ট্র’ বলে তোপের মুখে পাকিস্তান বোর্ড সভাপতি

ভারত-পাকিস্তান নিয়ে পরিস্থিতি উত্তপ্ত থাকে প্রায়ই। মাঠের ক্রিকেট ও মাঠের বাইরে তাদের ঘটনা নিয়ে হয় তুমুল আলাপ-আলোচনা। চিরপরিচিত এ ঘটনাই যেন মনে করিয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ। তাতে তোপের মুখে পড়ে গেছেন তিনি। 
 
২০২৩ বিশ্বকাপ খেলতে গত পরশু হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। যা সাত বছর পর পাকিস্তান দলের ভারত সফর। সেই দিন বিমানবন্দরে নামা মাত্রই উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানরা। সেদিনই গণমাধ্যমের সঙ্গে খেলোয়াড়দের ম্যাচ ফি, বেতন বাড়ানোসহ বিভিন্ন ব্যাপারে কথা বলেছেন পিসিবি সভাপতি আশরাফ। পিসিবি সভাপতি বলেন, ‘শত্রু দেশে খেলতে গেলে খেলোয়াড়দের মানসিকভাবে চাঙা থাকা উচিত। তারা যেন ভালো খেলে, সে জন্য জাতির পূর্ণ সমর্থন পাবে।’ 

আশরাফের এমন বক্তব্য ভাইরাল হয়ে যায় দ্রুতই। সামাজিক যোগাযোগমাধ্যমে পিসিবি সভাপতিকে নিয়ে শুরু হয়ে যায় বিদ্রূপ। সৌরভ মালহোত্রা নামের একজন টুইটারে লিখেছেন, ‘শত্রু রাষ্ট্র।’ কেউ একজন আকার-ইঙ্গিতে ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির কথা উল্লেখ করেছেন। যার আয়োজক হচ্ছে পাকিস্তান। যতীন শর্মা নামের একজন টুইট করেছেন, ‘তারা চায় ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ব্যাপারও তাদের (পাকিস্তান) চাওয়া একই।’ 

২০২৩ এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। তবে পাকিস্তানে যেতে ভারতীয় দলের আপত্তি থাকায় ‘হাইব্রিড মডেলে’ শ্রীলঙ্কা ও পাকিস্তান দুই দেশে হয়েছে এশিয়া কাপ। ভারতের সব ম্যাচ হয়েছে শ্রীলঙ্কায়। এই কথাও মনে করিয়ে দিয়ে একজন টুইট করেছেন, ‘শত্রু রাষ্ট্রে কেন পাঠিয়েছেন তাহলে? আমাদের দেখে শিখুন। শত্রু রাষ্ট্রে আমরা আমাদের খেলোয়াড়দের পাঠাইনি। একদম ভেন্যুই তো বদলে ফেলেছি। ক্ষমতা দেখেছেন আমাদের?’ 

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে পাকিস্তান। একই মাঠে ৩ অক্টোবরের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এরপর ৬ অক্টোবর হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত