অনলাইন ডেস্ক
রানপ্রসবা উইকেট হলেও শেষ ওভারে ২৩ রান তোলা সহজসাধ্য নয়। বোলিংয়ে আবার অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান। কিন্তু দেয়ালে পিঠ ঠেকলে সামনে কী আছে, সেটি তো দেখার সুযোগ থাকে না। দলকে বাঁচাতে বুড়ো সামিউল্লাহ সিনওয়ারি প্রথম বল উড়িয়ে ফেললেন বাউন্ডারির বাইরে। পরের বল ওয়াইড, দ্বিতীয় বলে আফগান অলরাউন্ডার মারলেন চার। ২ বলে ১১ রান তুলে জয়ের আশা দারুণভাবে জাগিয়ে রাখে সিলেট স্ট্রাইকার্স। কিন্তু চতুর্থ ও পঞ্চম বলে টানা দুই উইকেট নিয়ে মোস্তাফিজ দেখালেন ব্যাটিং-সহায়ক উইকেটে অভিজ্ঞতার ঝলক। শেষ বলে আরেকটি চার হজম করলেও ঢাকা ক্যাপিটালকে এনে দিয়েছেন ৬ রানের জয়।
শুরু থেকে রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল-চিটাগং কিংসের মতো দলগুলো লড়াই করছে পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকতে। ঠিক বিপরীত মেরুতে ছিল ঢাকা ও সিলেট—টেবিলের একদম নিচের দুটি জায়গা নিয়ে ইঁদুর-বিড়াল দৌড় চলছিল তাদের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলে নিজেদের প্রথম দেখায় ঢাকা ক্যাপিটালকে ৩ উইকেটে হারিয়েছিল সিলেট। ভেন্যু বদলাতেই এবার পাল্টে গেল ম্যাচের ফল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল শোধ নিয়ে নিল ঢাকা। লিটন দাসের মনোমুগ্ধ ফিফটির সৌজন্যে টস জিতে আগে ব্যাটিং করে ঢাকা তোলে ৬ উইকেটে ১৯৬ রান। জয়ের জন্য ১৯৭ রান তাড়ায় নেমে ৭ উইকেটে ১৯০ রানে থামে সিলেটের ইনিংস।
প্লে-অফের আশা প্রায় নিভু নিভু ঢাকা ক্যাপিটালের। কিন্তু পথ হারানো দলটিতে থেকেই ছন্দ ফিরে পেলেন লিটন। ফর্ম হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে সুযোগ হয়নি তাঁর। সেই লিটনেরই বিপিএলের শেষ চার ইনিংস—৭৩, ১২৫ *, ১৩ ও ৭০। গতকাল ঢাকার বিপক্ষে খেলেছেন ৪টি করে ছক্কা ও চারে ৪৮ বলে ৭০ রানের অসাধারণ ইনিংসটি। এ লিটনই আবার আগের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে দর্শকদের কাছ থেকে ‘ভুয়া’ ধ্বনি শুনতে হয়েছে। ১৭ বলে ১৩ রানে হওয়া লিটন ফিল্ডিংয়ের সময় অসহায়ের মতো সেই দর্শকদের দিকে কিছুক্ষণ তাকিয়েও ছিলেন। পরের ম্যাচেই তো জবাবটা দিলেন।
রানপ্রসবা উইকেট হলেও শেষ ওভারে ২৩ রান তোলা সহজসাধ্য নয়। বোলিংয়ে আবার অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান। কিন্তু দেয়ালে পিঠ ঠেকলে সামনে কী আছে, সেটি তো দেখার সুযোগ থাকে না। দলকে বাঁচাতে বুড়ো সামিউল্লাহ সিনওয়ারি প্রথম বল উড়িয়ে ফেললেন বাউন্ডারির বাইরে। পরের বল ওয়াইড, দ্বিতীয় বলে আফগান অলরাউন্ডার মারলেন চার। ২ বলে ১১ রান তুলে জয়ের আশা দারুণভাবে জাগিয়ে রাখে সিলেট স্ট্রাইকার্স। কিন্তু চতুর্থ ও পঞ্চম বলে টানা দুই উইকেট নিয়ে মোস্তাফিজ দেখালেন ব্যাটিং-সহায়ক উইকেটে অভিজ্ঞতার ঝলক। শেষ বলে আরেকটি চার হজম করলেও ঢাকা ক্যাপিটালকে এনে দিয়েছেন ৬ রানের জয়।
শুরু থেকে রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল-চিটাগং কিংসের মতো দলগুলো লড়াই করছে পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকতে। ঠিক বিপরীত মেরুতে ছিল ঢাকা ও সিলেট—টেবিলের একদম নিচের দুটি জায়গা নিয়ে ইঁদুর-বিড়াল দৌড় চলছিল তাদের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলে নিজেদের প্রথম দেখায় ঢাকা ক্যাপিটালকে ৩ উইকেটে হারিয়েছিল সিলেট। ভেন্যু বদলাতেই এবার পাল্টে গেল ম্যাচের ফল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল শোধ নিয়ে নিল ঢাকা। লিটন দাসের মনোমুগ্ধ ফিফটির সৌজন্যে টস জিতে আগে ব্যাটিং করে ঢাকা তোলে ৬ উইকেটে ১৯৬ রান। জয়ের জন্য ১৯৭ রান তাড়ায় নেমে ৭ উইকেটে ১৯০ রানে থামে সিলেটের ইনিংস।
প্লে-অফের আশা প্রায় নিভু নিভু ঢাকা ক্যাপিটালের। কিন্তু পথ হারানো দলটিতে থেকেই ছন্দ ফিরে পেলেন লিটন। ফর্ম হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে সুযোগ হয়নি তাঁর। সেই লিটনেরই বিপিএলের শেষ চার ইনিংস—৭৩, ১২৫ *, ১৩ ও ৭০। গতকাল ঢাকার বিপক্ষে খেলেছেন ৪টি করে ছক্কা ও চারে ৪৮ বলে ৭০ রানের অসাধারণ ইনিংসটি। এ লিটনই আবার আগের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে দর্শকদের কাছ থেকে ‘ভুয়া’ ধ্বনি শুনতে হয়েছে। ১৭ বলে ১৩ রানে হওয়া লিটন ফিল্ডিংয়ের সময় অসহায়ের মতো সেই দর্শকদের দিকে কিছুক্ষণ তাকিয়েও ছিলেন। পরের ম্যাচেই তো জবাবটা দিলেন।
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৩ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৯ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১১ ঘণ্টা আগে