Ajker Patrika

সাকিব দলে ফিরতেই জিতল গায়ানা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১২: ১৬
সাকিব দলে ফিরতেই জিতল গায়ানা

জাতীয় দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সিপিএলে তাঁর শুরুটাও হয়েছে দুর্দান্ত। এবারের টুর্নামেন্টে গায়ান অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই জয় পেয়েছেন সাকিব। জ্যামাইকা তালাওয়াশকে ১২ রানে হারিয়েছে তাঁর দল।

১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি জ্যামাইকার। দলীয় ১০ ওভার ১ বলে মাত্র ৫৮ রানেই ৩ উইকেট হারায় দলটি। তবে চতুর্থ উইকেটে রেমোন রেইফারকে নিয়ে রানের চাকা সচল রাখেন ওপেনার ব্র্যান্ডন কিং। মাত্র ১৭ বলে ৫৪ রান যোগ করেন দুজনে। রেইফার আউট হওয়ার পর নিয়মিতভাবে উইকেট হারায় জ্যামাইকা। কিং অন্য প্রান্ত আগলে রেখে দুর্দান্ত এক সেঞ্চুরি করলেও দলকে জেতাতে পারেননি তিনি। ৬৬ বলে ১০৪ রান করেন তিনি। জেতার জন্য শেষ ওভারে ২০ রান লাগত জ্যামাইকার। ওডেন স্মিথের ওই ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৭ রান নিতে পারে দলটি। শেষ পর্যন্ত ১৬৬ রানে অলআউট হয় দলটি।

১৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে গায়ানার সেরা বোলার দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির হলেও ১২ রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সাকিবের। এর আগের তিন ওভারে ২৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তবে নিজের শেষ ওভারটি করতে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। দলীয় ১৬তম ওভারে মাত্র ২ রান দিয়ে ফ্যাবিয়ান অ্যালেনকে আউট করেন তিনি।

এর আগে প্রিভিডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে শেষ দিকে স্মিথের ১৬ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংসে ১৭৮ রান করে গায়ানা। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন শাই হোপ। সাকিব বোলিংয়ে ভালো করলেও ব্যাটিংটা করেছেন হতাশার। ৪ নম্বরে নেমে গোল্ডেন ডাক মেরেছেন তিনি।

এবারের টুর্নামেন্টে গায়ানার পারফরম্যান্স একদম ভালো না। দলের হয়ে সাকিব খেলতে নামার আগে গায়ানা ৬ ম্যাচে জয় পেয়েছে মাত্র একটিতে। তবে বাংলাদেশি অলরাউন্ডার প্রথম খেলতে নেমেই জয় পেল তাঁর দল। সাত ম্যাচে দুই জয় নিয়ে তালিকার সপ্তম স্থানে আছে তাঁর দল গায়ানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত