অধিনায়কত্ব পাওয়ার পর দলকে নেতৃত্ব দিতে দীর্ঘ ৯ মাস অপেক্ষা করতে হয়েছিল তামিম ইকবালকে। পূর্ণ মেয়াদে তামিম অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম সিরিজেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। এরপর টানা চারটি সিরিজে নেতৃত্ব দিয়েছেন তামিম। সব মিলিয়ে গত দুই বছরে পাঁচ সিরিজে নেতৃত্ব দিয়ে চারটিতেই জিতিয়েছেন দলকে। দক্ষিণ আফ্রিকা সফরের আগে সংবাদমাধ্যমকে তামিম অবশ্য বলেছেন, তিনি এখনো অধিনায়কত্ব শিখছেন।
অধিনায়কত্বের দ্বিতীয় সিরিজেই মুদ্রার উল্টো পিঠ দেখেছিলেন তামিম। নিউজিল্যান্ডে গিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ হেরে এসেছিল বাংলাদেশ। ওই সফরের পর এই দক্ষিণ আফ্রিকা সিরিজ তামিমের জন্য আরেকটি বড় পরীক্ষার মঞ্চ। নিজের অধিনায়কত্ব নিয়ে তামিম বললেন, ‘হয়তো ১৩-১৪টা ম্যাচে অধিনায়কত্ব করেছি। আমার কাছে মনে হয় প্রতিটি ম্যাচেই কিছু না কিছু শেখার বিষয় থাকে। কারণ প্রতিটি ম্যাচেই ভিন্ন ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। আর এখান থেকেই আমি শিখি।’
তামিমের অধীনে ওয়ানডে সুপার লিগে পয়েন্ট টেবিলের ১ নম্বরে আছে বাংলাদেশ। এর পরও নিজেকে মূল্যায়নের ভার অন্যদেরই দিলেন ওয়ানডে অধিনায়ক, ‘যদি অনেক দিন ধরে কিংবা বয়সভিত্তিক দল থেকে অধিনায়কত্ব করা হয়, তাহলে অভিজ্ঞতা আসবে। কিন্তু আমার জন্য প্রতিটি ম্যাচই কিছু না কিছু শেখার। আমি কেমন অধিনায়ক কিংবা দলে কতটুকু অবদান রাখছি সেটা আমি মূল্যায়ন করতে পারব না। অন্যরা আমাকে মূল্যায়ন করবে।’
অধিনায়কত্ব পাওয়ার পর দলকে নেতৃত্ব দিতে দীর্ঘ ৯ মাস অপেক্ষা করতে হয়েছিল তামিম ইকবালকে। পূর্ণ মেয়াদে তামিম অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম সিরিজেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। এরপর টানা চারটি সিরিজে নেতৃত্ব দিয়েছেন তামিম। সব মিলিয়ে গত দুই বছরে পাঁচ সিরিজে নেতৃত্ব দিয়ে চারটিতেই জিতিয়েছেন দলকে। দক্ষিণ আফ্রিকা সফরের আগে সংবাদমাধ্যমকে তামিম অবশ্য বলেছেন, তিনি এখনো অধিনায়কত্ব শিখছেন।
অধিনায়কত্বের দ্বিতীয় সিরিজেই মুদ্রার উল্টো পিঠ দেখেছিলেন তামিম। নিউজিল্যান্ডে গিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ হেরে এসেছিল বাংলাদেশ। ওই সফরের পর এই দক্ষিণ আফ্রিকা সিরিজ তামিমের জন্য আরেকটি বড় পরীক্ষার মঞ্চ। নিজের অধিনায়কত্ব নিয়ে তামিম বললেন, ‘হয়তো ১৩-১৪টা ম্যাচে অধিনায়কত্ব করেছি। আমার কাছে মনে হয় প্রতিটি ম্যাচেই কিছু না কিছু শেখার বিষয় থাকে। কারণ প্রতিটি ম্যাচেই ভিন্ন ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। আর এখান থেকেই আমি শিখি।’
তামিমের অধীনে ওয়ানডে সুপার লিগে পয়েন্ট টেবিলের ১ নম্বরে আছে বাংলাদেশ। এর পরও নিজেকে মূল্যায়নের ভার অন্যদেরই দিলেন ওয়ানডে অধিনায়ক, ‘যদি অনেক দিন ধরে কিংবা বয়সভিত্তিক দল থেকে অধিনায়কত্ব করা হয়, তাহলে অভিজ্ঞতা আসবে। কিন্তু আমার জন্য প্রতিটি ম্যাচই কিছু না কিছু শেখার। আমি কেমন অধিনায়ক কিংবা দলে কতটুকু অবদান রাখছি সেটা আমি মূল্যায়ন করতে পারব না। অন্যরা আমাকে মূল্যায়ন করবে।’
মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার-প্লেতে পাকিস্তানকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ। ৬ ওভার শেষে ৪ উইকেটে ৪১ রান পাকিস্তানের। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, শেখ মেহেদী, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
৩৭ মিনিট আগেশূন্যে কয়েন ছুড়লেন স্বাগতিক অধিনায়ক লিটন দাস। সফরকারী দল পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ‘কল’ দিলেন। এবার ভাগ্য লিটনের পক্ষে কথা বলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে টসে জিতেছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টানা ৯ ম্যাচে টস হারের পর অবশেষে এবার জিতলেন লিটন। দলের একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলেছিলেন তিনি। সিরিজ জয়ের পরের দুই ম্যাচে ছিলেন না একাদশে।
২ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে ভারত। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে পরশু শুবমান গিলের নেতৃত্বে ভারত নামবে সমতায় ফেরাতে। সিরিজের চতুর্থ টেস্ট যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভারত বেশ দুশ্চিন্তায় পড়েছে।
২ ঘণ্টা আগে