Ajker Patrika

রাওয়ালপিন্ডিতে বৃষ্টির বাগড়া, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শুরু কখন

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১১: ২৬
রাওয়ালপিন্ডিতে বৃষ্টির বাগড়া, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শুরু কখন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে বৃষ্টির বাগড়া যেন পরিচিত দৃশ্য। ইসলামাবাদে চলমান ‘এ’ দলের সিরিজে নিয়মিত হানা দিচ্ছে বৃষ্টি। এবার রাওয়ালপিন্ডিতেও বৃষ্টি হানা দিয়েছে। বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট তাই নির্ধারিত সময়ে শুরু করা যাচ্ছে না।  

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের টস আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় হওয়ার কথা ছিল। তবে মধ্যরাত থেকে পাকিস্তানের শহরটিতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আউটফিল্ডে গর্ত সৃষ্টি হয়েছে। পিচ কাভারে ঢাকা। কিছুক্ষণের জন্য থামলেও আবার ফিরে এসেছে বৃষ্টি। রাওয়ালপিন্ডির আজকের আবহাওয়ার পূর্বাভাসও সুখকর নয়। সারা দিনই বৃষ্টি হতে পারে। এমনকি বজ্রঝড়ের আশঙ্কাও রয়েছে।

বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টে বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই। ঝুম বৃষ্টিতে গতকাল অনুশীলন করা সম্ভব হয়নি। প্রথম দিনে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দ্বিতীয় দিন থেকে আবহাওয়া নিয়ে চিন্তা কমবে। টেস্টের শেষ চার দিন ঝকঝকে আবহাওয়া থাকার কথাই বলছে পূর্বাভাস।

রাওয়ালপিন্ডিতেই সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ড্র করলেই সিরিজ জিতবে। তবে সিরিজ বাঁচাতে পাকিস্তানের শেষ টেস্ট জয়ের কোনো বিকল্প নেই। দ্বিতীয় টেস্টের জন্য গতকাল  ১২ সদস্যের দল দিয়েছে স্বাগতিকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত