সেমিফাইনালে উঠতে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিকেই যে ‘পাখির চোখ’ ছিল অস্ট্রেলিয়ার। শেষ পর্যন্ত আফগানরা জেতায় অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হয় সুপার এইটে। ডেভিড ওয়ার্নারের আন্তর্জাতিক ক্রিকেটের পথচলাও থেমে গেছে এখানেই।
আফগানিস্তানের কাছে পরশু সেন্ট ভিনসেন্টে ২১ রানে হেরে যাওয়ায় সেমিফাইনালে ওঠার পথে অনেক বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া। অ্যান্টিগায় গতকাল যদি ভারতকে হারাত অস্ট্রেলিয়া, তা–ও নিশ্চিত হওয়া যেত না (অস্ট্রেলিয়ার সেমিফাইনালে ওঠা)। শেষ পর্যন্ত ভারতের কাছে অজিরা হেরে যায় ২৪ রানে। সেন্ট ভিনসেন্টে আজ বৃষ্টি আইনে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে সেমির টিকিট কাটে আফগানরা। অস্ট্রেলিয়ার সেমিতে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে ওয়ার্নারের আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ হয়ে যায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়ার্নারের পরিসংখ্যানের ছবি দিয়ে নিজেদের ফেসবুক পেজে অস্ট্রেলিয়া ছেলেদের ক্রিকেট দল লিখেছে, ‘সর্বকালের গ্রেটদের একজন। আপনাতে আমরা মিস করব।’
ভারত ম্যাচ শেষেই গতকাল ওয়ার্নারের অস্ট্রেলিয়ার জার্সিতে শেষ ইনিংস খেলার ইঙ্গিত পাওয়া গেছে। বিরাট কোহলির সঙ্গে কথা বলতে দেখা গেছে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারকে। হ্যাজলউড তখন জানিয়েছিলেন, ওয়ার্নারের বিদায়ের ব্যাপারটা নিশ্চিত হওয়া যাবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পর। শেষ পর্যন্ত ওয়ার্নারের অবসরের ব্যাপার নিশ্চিত হলে হ্যাজলউড বলেন, ‘যখন আপনি একজন ক্রিকেটারকে লম্বা সময়ের জন্য হারাবেন, সেটা সব সময়ই ভিন্ন কিছু। তবে আমাদের এগিয়ে যেতে হবে।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে যে অবসর নিচ্ছেন, সেটার পরিকল্পনা আগে থেকেই ছিল ওয়ার্নারের। ভারতের বিপক্ষে গতকাল ৬ বলে ৬ রান করেন তিনি। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলে খেলেন ৩৮৩ ম্যাচ। যার মধ্যে রয়েছে ১১২ টেস্ট, ১৬১ ওয়ানডে ও ১১০ টি-টোয়েন্টি। ৪২.৩৯ গড়ে আন্তর্জাতিক ক্রিকেটে করেন ১৮৯৯৫ রান। সেঞ্চুরি করেছেন ৪৯টি, যেখানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তিন অঙ্ক ছুঁয়েছেন ২৬, ২২ ও ১ ম্যাচে। তবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রয়োজনে ওয়ার্নার খেলতে পারেন বলে জানা যায় এ বছরের শুরুতেই।
সেমিফাইনালে উঠতে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিকেই যে ‘পাখির চোখ’ ছিল অস্ট্রেলিয়ার। শেষ পর্যন্ত আফগানরা জেতায় অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হয় সুপার এইটে। ডেভিড ওয়ার্নারের আন্তর্জাতিক ক্রিকেটের পথচলাও থেমে গেছে এখানেই।
আফগানিস্তানের কাছে পরশু সেন্ট ভিনসেন্টে ২১ রানে হেরে যাওয়ায় সেমিফাইনালে ওঠার পথে অনেক বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া। অ্যান্টিগায় গতকাল যদি ভারতকে হারাত অস্ট্রেলিয়া, তা–ও নিশ্চিত হওয়া যেত না (অস্ট্রেলিয়ার সেমিফাইনালে ওঠা)। শেষ পর্যন্ত ভারতের কাছে অজিরা হেরে যায় ২৪ রানে। সেন্ট ভিনসেন্টে আজ বৃষ্টি আইনে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে সেমির টিকিট কাটে আফগানরা। অস্ট্রেলিয়ার সেমিতে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে ওয়ার্নারের আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ হয়ে যায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়ার্নারের পরিসংখ্যানের ছবি দিয়ে নিজেদের ফেসবুক পেজে অস্ট্রেলিয়া ছেলেদের ক্রিকেট দল লিখেছে, ‘সর্বকালের গ্রেটদের একজন। আপনাতে আমরা মিস করব।’
ভারত ম্যাচ শেষেই গতকাল ওয়ার্নারের অস্ট্রেলিয়ার জার্সিতে শেষ ইনিংস খেলার ইঙ্গিত পাওয়া গেছে। বিরাট কোহলির সঙ্গে কথা বলতে দেখা গেছে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারকে। হ্যাজলউড তখন জানিয়েছিলেন, ওয়ার্নারের বিদায়ের ব্যাপারটা নিশ্চিত হওয়া যাবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পর। শেষ পর্যন্ত ওয়ার্নারের অবসরের ব্যাপার নিশ্চিত হলে হ্যাজলউড বলেন, ‘যখন আপনি একজন ক্রিকেটারকে লম্বা সময়ের জন্য হারাবেন, সেটা সব সময়ই ভিন্ন কিছু। তবে আমাদের এগিয়ে যেতে হবে।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে যে অবসর নিচ্ছেন, সেটার পরিকল্পনা আগে থেকেই ছিল ওয়ার্নারের। ভারতের বিপক্ষে গতকাল ৬ বলে ৬ রান করেন তিনি। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলে খেলেন ৩৮৩ ম্যাচ। যার মধ্যে রয়েছে ১১২ টেস্ট, ১৬১ ওয়ানডে ও ১১০ টি-টোয়েন্টি। ৪২.৩৯ গড়ে আন্তর্জাতিক ক্রিকেটে করেন ১৮৯৯৫ রান। সেঞ্চুরি করেছেন ৪৯টি, যেখানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তিন অঙ্ক ছুঁয়েছেন ২৬, ২২ ও ১ ম্যাচে। তবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রয়োজনে ওয়ার্নার খেলতে পারেন বলে জানা যায় এ বছরের শুরুতেই।
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
৩ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
৪ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
৫ ঘণ্টা আগে