Ajker Patrika

মহতী উদ্যোগে সবার সমর্থন চান সাকিব

মহতী উদ্যোগে সবার সমর্থন চান সাকিব

ক্যানসার নিয়ে সচেতনতা সৃষ্টি করতে ভালোই কাজ করছেন সাকিব আল হাসান। দেশের মতো বিদেশেও এবার ক্যানসার ফাউন্ডেশন খুললেন তিনি। 

লন্ডনে ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশনের’ আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে গতকাল। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় লন্ডনের আরিয়ানা ব্যাঙ্কুইটিং হলে গালা ডিনারে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাকিব আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা দেন। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন, ‘এই অনুষ্ঠানে আসায় আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেকেই বলছেন, এটা চিরস্থায়ী অংশীদারত্ব। আশা করি, এই জুটি দীর্ঘদিন এগোবে। আমরা সবাই একসঙ্গে কাজ করব। এই মহতী উদ্যোগে সবার সহযোগিতা চাইছি।’ এই ফাউন্ডেশন নিয়ে কথা বলেছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরও। এক ভিডিও বার্তায় ক্যানসারে নিজের বাবা–মা হারানোর কথা উল্লেখ করেন শিশির। 

এর আগে ২৪ মার্চ ঢাকার পাঁচতারকা হোটেলে রেডিসন ব্লুতে সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন উদ্বোধন করেন। নিজের ৩৬ তম জন্মদিনের দিন ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশের এই অলরাউন্ডার। উদ্বোধনী অনুষ্ঠানে অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর সঞ্চালকের ভূমিকায় ছিলেন নাজমুল আবেদীন ফাহিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত