Ajker Patrika

ডমিঙ্গো-আমলার সঙ্গে কাজ করবেন ডোনাল্ড 

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১৮: ০০
ডমিঙ্গো-আমলার সঙ্গে কাজ করবেন ডোনাল্ড 

রাসেল ডমিঙ্গো, অ্যালান ডোনাল্ড-দুই দক্ষিণ আফ্রিকান বাংলাদেশের কোচিং প্যানেলে ছিলেন গত বছর। ডমিঙ্গো ছিলেন প্রধান কোচ আর পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন ডোনাল্ড। আবারও একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে দুই প্রোটিয়াকে। 

২০২৩ বিশ্বকাপ দিয়েই বাংলাদেশের সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় ডোনাল্ডের। যেখানে গত ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপের শেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরপর দুই সপ্তাহ পেরোনোর আগেই নতুন দল ডিপি ওয়ার্ল্ড লায়নসের কোচিং প্যানেলে যোগ দিয়েছেন ডোনাল্ড। ডিপি ওয়ার্ল্ড তাদের ইনস্টাগ্রামে এক বিবৃতিতে লিখেছেন, ‘প্রোটিয়া কিংবদন্তি অ্যালান ডোনাল্ড ডিপি ওয়ার্ল্ড লায়নসের কোচিং স্টাফে যোগ দিয়েছেন। আপনাকে স্বাগত অ্যালান।’ ডিপি ওয়ার্ল্ড লায়নসের প্রধান কোচের দায়িত্বে আছেন ডমিঙ্গো। এই দলের ব্যাটিং কোচ হচ্ছেন হাশিম আমলা। ২০১৯ এর আগস্ট থেকে ২০২২ এর ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ ছিলেন ডমিঙ্গো। আর আমলা ২০১৯ বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ম্যাচ খেলেছেন। 

২০২২-এর ১ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে দেড় বছরেরও বেশি সময়ের পথচলা ছিল ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার আসার পরই যেন বদলে যেতে থাকে বাংলাদেশের পেস বোলিং ইউনিট। শরীফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদদের মতো তরুণ পেস বোলাররা উঠে এসেছেন। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানরাও নিজেদের হারানো ছন্দ খুঁজে পেয়েছেন। যেখানে গত ২০ মাসে (২০২২-এর ১ মার্চ থেকে ২০২৩-এর ১১ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশের পেসারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ ৪০ উইকেট পেয়েছেন। ডোনাল্ড পরে আর চুক্তি নবায়ন করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত