Ajker Patrika

১০ উইকেটে হারল বাংলাদেশের মেয়েরা 

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১৫: ১৮
১০ উইকেটে হারল বাংলাদেশের মেয়েরা 

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও লড়াই হলো একতরফা। সেই লড়াইয়ে ১০ উইকেটে জিতল অস্ট্রেলিয়া। বাংলাদেশের মেয়েদের দেওয়া ১২৭ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেল ৪২ বল হাতে রেখে। 

প্রথমবার বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজে নিগার সুলতানা জ্যোতিদের হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। সেই তিন ম্যাচের একটিতেও দলীয় শতক পেরোতে পারেনি বাংলাদেশ। তবে মিরপুরে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়ক জ্যোতির ফিফটিতে সেই শতকের দেখা পেল স্বাগতিকেরা। ৪ উইকেট হারিয়ে করল ১২৬ রান। 

তবে বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে এই লক্ষ্য যে কিছুই নয়, সেটি প্রমাণিত হতে বেশিক্ষণ সময় লাগেনি। লক্ষ্য তাড়ায় দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনির অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। বিনা উইকেটে করে ১২৭ রান। অধিনায়ক-উইকেটরক্ষক হিলির ৪২ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংসে ছিল ৯ চার ও ১ ছয়। আর মুনি অপরাজিত ছিলেন ৩৬ বলে ৫৫ রানে। তাঁর ইনিংসে ছিল ৯ চার। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার দিলারা আকতারকে গোল্ডেন ডাক উপহার দেন সোফি মোলিনু। স্কোরবোর্ডে ২ রান জমা পড়তেই ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে সোবহানা মোস্তারিকে (০) বোল্ড করেন টায়লা ভ্লায়েমিংক। দলকে এই বিপর্যয় থেকে টেনে তোলেন জ্যোতি। ওপেনার মুরশিদা খাতুনের (২০) সঙ্গে তৃতীয় উইকেটে ৫৭ বলে ৫৭ রানের জুটি গড়েন তিনি। 

মুরশিদা ফিরলেও চতুর্থ উইকেটে ফাহিমা খাতুনের (২৭) সঙ্গে ৬০ বলের জুটি গড়ে বাংলাদেশকে ১২৬ রান এনে দেন জ্যোতি। ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে মোলিনুর দ্বিতীয় শিকার হয়ে ফেরেন ফাহিমা। জ্যোতি ৬৪ বলে অপরাজিত ছিলেন ৬৩ রানে। বাংলাদেশ উইকেটরক্ষক-অধিনায়কের ইনিংসে ছিল ৭ চার। স্বর্ণা আক্তার অপরাজিত ছিলেন ১ রানে। 

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২ এপ্রিল, মিরপুরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত