Ajker Patrika

মাহমুদউল্লাহ জানেন, মুশফিক ছন্দে ফিরবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৮: ০৭
মাহমুদউল্লাহ জানেন, মুশফিক ছন্দে ফিরবেন

বাংলাদেশের বিশ্বকাপ শুরু হতে বাকি আর একদিন। আগামীকাল মাসকাটে স্কটল্যান্ড ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরুর আগে বাংলাদেশ গা গরমের ম্যাচ খেলেছে তিনটি। এই তিন ম্যাচের দুইটিতেই হার যেমন অশনিসংকেত দিচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে, সঙ্গে দুশ্চিন্তা বাড়াচ্ছে দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ছন্দহীনতা।

প্রথম রাউন্ডের আগে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলেছে ওমান ‘এ’, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। তিন ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি মুশফিকুর রহিমকে। ওমানের সঙ্গে সহজ জয়টা পেলেও হাসেনি ‘মুশি’র ব্যাট। প্রথম বলেই স্কুপ করতে গিয়ে উইকেট বিলিয়ে এসেছেন ওমানের উইকেটরক্ষকের গ্লাভসে ক্যাচ দিয়ে। 

শ্রীলঙ্কা ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েও আবারও ব্যর্থ মুশফিক। সেই ম্যাচে আউট হয়েছেন ১৩ রানে, এলবিডব্লিউ হয়ে। আয়ারল্যান্ড ম্যাচে আউট আরও বাজে ভাবে। বোল্ড হয়েছেন মাত্র ৪ রান করে। বিশ্বকাপের আগে সেরা ব্যাটসম্যানের এমন ফর্ম যেকোনো অধিনায়কের জন্য নিঃসন্দেহে দুশ্চিন্তার কারণ। 

তবে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ স্পষ্টভাবে নিজের সমর্থনটা জানিয়ে দিলেন মুশফিকের পক্ষে। বাংলাদেশ অধিনায়কের আশা নিজের সামর্থ্য আর পরিশ্রম দিয়ে ‘মুশি’ ফিরবেন ঠিক সময়েই, ‘আমরা জানি সে (মুশফিক) কতটা পরিশ্রমী। ওর নিবেদন সম্পর্কে বেশি কিছু বলার নেই। যেভাবে সে অনুশীলন করে তা দারুণ। এটা কেবল সময়ের ব্যাপার। আমরা সবাই তার পাশে আছি। আশা করি সে ঘুরে দাঁড়াবে।’ 

প্রথম পর্বের আগে দুই ম্যাচে হার কোনো সতর্কবার্তা কিনা সেই প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বললেন, ‘না না, কোনো সতর্ক বার্তা না। আমরা জানি যে, কোন জিনিসগুলো অনুশীলন ম্যাচগুলোতে কাজে লাগাতে পারিনি। বেশ কয়েকজন খেলোয়াড়ও দলে ছিল না। কিন্তু আমার মনে হয় প্রস্তুতি ম্যাচ আমাদের মানসিকভাবে প্রভাবিত করবে না। নিজেদের ম্যাচ নিয়ে সবাই বেশ ইতিবাচক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত