ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব মিলিয়ে রশিদ খান যেন এক দারুণ ‘প্যাকেজ’। গতকাল আইপিএলের প্রথম ম্যাচে গুজরাট টাইটানসকে জেতাতে সব বিভাগেই অবদান রেখেছেন রশিদ। আফগানিস্তানের এই লেগ স্পিনারকে গুজরাটের সম্পদ মনে করছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল টস জিতে প্রথম ফিল্ডিং নেন হার্দিক। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন রশিদ। নিজের প্রথম ওভারেই তুলে নেন মঈন আলির উইকেট। এক ওভার পর বোলিংয়ে এসে রশিদ নিলেন ইংল্যান্ডের আরেক ব্যাটার বেন স্টোকসের উইকেট। দুই ইংলিশ ব্যাটারকেই ঋদ্ধিমান সাহার কটবিহাইন্ড করেন আফগান এই লেগ স্পিনার। আর ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩ বলে ১ ছক্কা ও ১ চারে ১০ রান করে অপরাজিত থাকেন রশিদ। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা রশিদকে নিয়ে হার্দিক বলেন, ‘রশিদের মতো খেলোয়াড় বিশাল সম্পদ। সে আপনাকে উইকেট এনে দেবে এবং লেট অর্ডারে তার থেকে রান পাবেন আপনি।’
এবারের আইপিএলে চালু হয়েছে ইমপ্যাক্ট রুল। এই নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় পরিবর্তন করতে পারবে দলগুলো। কোনো ইনিংস, ওভার শেষ হলে, উইকেট পাওয়ার পর, ওভারের মাঝখানে খেলোয়াড় বদল করা যাবে। এই নিয়মকে ঝামেলার মনে করে হার্দিক বলেন, ‘ইমপ্যাক্ট রুলে আমার কাজ কঠিন করে দিয়েছে। আমার হাতে অনেক অপশন আছে। এ কারণে কাউকে কম বোলিং করতে হবে। এই ম্যাচে মনে হয়েছে, হার্ড লেংথে বোলিং করাটা কাজে দেবে। এ কারণে আলজারি জোসেফকে দেরিতে আনা হয়েছে।’
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব মিলিয়ে রশিদ খান যেন এক দারুণ ‘প্যাকেজ’। গতকাল আইপিএলের প্রথম ম্যাচে গুজরাট টাইটানসকে জেতাতে সব বিভাগেই অবদান রেখেছেন রশিদ। আফগানিস্তানের এই লেগ স্পিনারকে গুজরাটের সম্পদ মনে করছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল টস জিতে প্রথম ফিল্ডিং নেন হার্দিক। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন রশিদ। নিজের প্রথম ওভারেই তুলে নেন মঈন আলির উইকেট। এক ওভার পর বোলিংয়ে এসে রশিদ নিলেন ইংল্যান্ডের আরেক ব্যাটার বেন স্টোকসের উইকেট। দুই ইংলিশ ব্যাটারকেই ঋদ্ধিমান সাহার কটবিহাইন্ড করেন আফগান এই লেগ স্পিনার। আর ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩ বলে ১ ছক্কা ও ১ চারে ১০ রান করে অপরাজিত থাকেন রশিদ। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা রশিদকে নিয়ে হার্দিক বলেন, ‘রশিদের মতো খেলোয়াড় বিশাল সম্পদ। সে আপনাকে উইকেট এনে দেবে এবং লেট অর্ডারে তার থেকে রান পাবেন আপনি।’
এবারের আইপিএলে চালু হয়েছে ইমপ্যাক্ট রুল। এই নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় পরিবর্তন করতে পারবে দলগুলো। কোনো ইনিংস, ওভার শেষ হলে, উইকেট পাওয়ার পর, ওভারের মাঝখানে খেলোয়াড় বদল করা যাবে। এই নিয়মকে ঝামেলার মনে করে হার্দিক বলেন, ‘ইমপ্যাক্ট রুলে আমার কাজ কঠিন করে দিয়েছে। আমার হাতে অনেক অপশন আছে। এ কারণে কাউকে কম বোলিং করতে হবে। এই ম্যাচে মনে হয়েছে, হার্ড লেংথে বোলিং করাটা কাজে দেবে। এ কারণে আলজারি জোসেফকে দেরিতে আনা হয়েছে।’
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
১১ ঘণ্টা আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
১৩ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
১৩ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
১৪ ঘণ্টা আগে