Ajker Patrika

রশিদকে গুজরাটের ‘সম্পদ’ মনে করেন হার্দিক

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১২: ৫৫
Thumbnail image

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব মিলিয়ে রশিদ খান যেন এক দারুণ ‘প্যাকেজ’। গতকাল আইপিএলের প্রথম ম্যাচে গুজরাট টাইটানসকে জেতাতে সব বিভাগেই অবদান রেখেছেন রশিদ। আফগানিস্তানের এই লেগ স্পিনারকে গুজরাটের সম্পদ মনে করছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল টস জিতে প্রথম ফিল্ডিং নেন হার্দিক। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন রশিদ। নিজের প্রথম ওভারেই তুলে নেন মঈন আলির উইকেট। এক ওভার পর বোলিংয়ে এসে রশিদ নিলেন ইংল্যান্ডের আরেক ব্যাটার বেন স্টোকসের উইকেট। দুই ইংলিশ ব্যাটারকেই ঋদ্ধিমান সাহার কটবিহাইন্ড করেন আফগান এই লেগ স্পিনার। আর ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩ বলে ১ ছক্কা ও ১ চারে ১০ রান করে অপরাজিত থাকেন রশিদ। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা রশিদকে নিয়ে হার্দিক বলেন, ‘রশিদের মতো খেলোয়াড় বিশাল সম্পদ। সে আপনাকে উইকেট এনে দেবে এবং লেট অর্ডারে তার থেকে রান পাবেন আপনি।’

এবারের আইপিএলে চালু হয়েছে ইমপ্যাক্ট রুল। এই নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় পরিবর্তন করতে পারবে দলগুলো। কোনো ইনিংস, ওভার শেষ হলে, উইকেট পাওয়ার পর, ওভারের মাঝখানে খেলোয়াড় বদল করা যাবে। এই নিয়মকে ঝামেলার মনে করে হার্দিক বলেন, ‘ইমপ্যাক্ট রুলে আমার কাজ কঠিন করে দিয়েছে। আমার হাতে অনেক অপশন আছে। এ কারণে কাউকে কম বোলিং করতে হবে। এই ম্যাচে মনে হয়েছে, হার্ড লেংথে বোলিং করাটা কাজে দেবে। এ কারণে আলজারি জোসেফকে দেরিতে আনা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত