ক্রীড়া ডেস্ক
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব মিলিয়ে রশিদ খান যেন এক দারুণ ‘প্যাকেজ’। গতকাল আইপিএলের প্রথম ম্যাচে গুজরাট টাইটানসকে জেতাতে সব বিভাগেই অবদান রেখেছেন রশিদ। আফগানিস্তানের এই লেগ স্পিনারকে গুজরাটের সম্পদ মনে করছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল টস জিতে প্রথম ফিল্ডিং নেন হার্দিক। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন রশিদ। নিজের প্রথম ওভারেই তুলে নেন মঈন আলির উইকেট। এক ওভার পর বোলিংয়ে এসে রশিদ নিলেন ইংল্যান্ডের আরেক ব্যাটার বেন স্টোকসের উইকেট। দুই ইংলিশ ব্যাটারকেই ঋদ্ধিমান সাহার কটবিহাইন্ড করেন আফগান এই লেগ স্পিনার। আর ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩ বলে ১ ছক্কা ও ১ চারে ১০ রান করে অপরাজিত থাকেন রশিদ। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা রশিদকে নিয়ে হার্দিক বলেন, ‘রশিদের মতো খেলোয়াড় বিশাল সম্পদ। সে আপনাকে উইকেট এনে দেবে এবং লেট অর্ডারে তার থেকে রান পাবেন আপনি।’
এবারের আইপিএলে চালু হয়েছে ইমপ্যাক্ট রুল। এই নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় পরিবর্তন করতে পারবে দলগুলো। কোনো ইনিংস, ওভার শেষ হলে, উইকেট পাওয়ার পর, ওভারের মাঝখানে খেলোয়াড় বদল করা যাবে। এই নিয়মকে ঝামেলার মনে করে হার্দিক বলেন, ‘ইমপ্যাক্ট রুলে আমার কাজ কঠিন করে দিয়েছে। আমার হাতে অনেক অপশন আছে। এ কারণে কাউকে কম বোলিং করতে হবে। এই ম্যাচে মনে হয়েছে, হার্ড লেংথে বোলিং করাটা কাজে দেবে। এ কারণে আলজারি জোসেফকে দেরিতে আনা হয়েছে।’
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব মিলিয়ে রশিদ খান যেন এক দারুণ ‘প্যাকেজ’। গতকাল আইপিএলের প্রথম ম্যাচে গুজরাট টাইটানসকে জেতাতে সব বিভাগেই অবদান রেখেছেন রশিদ। আফগানিস্তানের এই লেগ স্পিনারকে গুজরাটের সম্পদ মনে করছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল টস জিতে প্রথম ফিল্ডিং নেন হার্দিক। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন রশিদ। নিজের প্রথম ওভারেই তুলে নেন মঈন আলির উইকেট। এক ওভার পর বোলিংয়ে এসে রশিদ নিলেন ইংল্যান্ডের আরেক ব্যাটার বেন স্টোকসের উইকেট। দুই ইংলিশ ব্যাটারকেই ঋদ্ধিমান সাহার কটবিহাইন্ড করেন আফগান এই লেগ স্পিনার। আর ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩ বলে ১ ছক্কা ও ১ চারে ১০ রান করে অপরাজিত থাকেন রশিদ। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা রশিদকে নিয়ে হার্দিক বলেন, ‘রশিদের মতো খেলোয়াড় বিশাল সম্পদ। সে আপনাকে উইকেট এনে দেবে এবং লেট অর্ডারে তার থেকে রান পাবেন আপনি।’
এবারের আইপিএলে চালু হয়েছে ইমপ্যাক্ট রুল। এই নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় পরিবর্তন করতে পারবে দলগুলো। কোনো ইনিংস, ওভার শেষ হলে, উইকেট পাওয়ার পর, ওভারের মাঝখানে খেলোয়াড় বদল করা যাবে। এই নিয়মকে ঝামেলার মনে করে হার্দিক বলেন, ‘ইমপ্যাক্ট রুলে আমার কাজ কঠিন করে দিয়েছে। আমার হাতে অনেক অপশন আছে। এ কারণে কাউকে কম বোলিং করতে হবে। এই ম্যাচে মনে হয়েছে, হার্ড লেংথে বোলিং করাটা কাজে দেবে। এ কারণে আলজারি জোসেফকে দেরিতে আনা হয়েছে।’
পারফরম্যান্সে অবদানের স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরস্কার ‘অ্যালান বোর্ডার’ মেডেল জিতেছেন ট্রাভিস হেড। মেয়েদের বিভাগে বর্ষসেরা ‘বেলিন্ডা ক্লার্ক’ পুরস্কার জিতেছেন অ্যানাবেল সাদারল্যান্ড। দুজনই প্রথমবারের মতো এ পুরস্কার জিতেছেন।
৩৫ মিনিট আগেমিরপুরের উইকেটে সব সময়ই স্পিনাররা মোটামুটি সহায়তা পেয়ে থাকেন। নাসুম আহমেদের জন্যও বিশেষ কিছু মিরপুর শেরেবাংলার উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই মাঠে ১৪ ম্যাচে ২০ উইকেট শিকার করেছেন এরই মধ্যে। বিপিএলেও এ মাঠে...
৩ ঘণ্টা আগেগুঞ্জনই সত্যি হলো শেষ পর্যন্ত। ৯ বছর পর আবারও জাতীয় হকি দলের ডেরায় ফিরলেন আ ন ম মামুন উর রশীদ। আসন্ন এএইচএফ কাপে হেড কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি। যেখানে তার সহকারী হিসেবে মশিউর রহমান বিপ্লব ও ট্রেইনার হিসেবে থাকছেন আলমগীর ইসলাম।
৩ ঘণ্টা আগেসিরিজ শেষ হয়ে গেছে, কিন্তু ‘কনকাশন বদলি’ বিতর্ক এখনো শেষ হয়নি! এ নিয়ে এবার মুখ খুলেছেন সুনীল গাভাস্কার। ভারতের এই সাবেক অধিনায়ক ধুয়ে দিয়েছেন ভারতের টিম ম্যানেজমেন্টকে। ব্যাটিং অলরাউন্ডার শিবম দুবের বদলি হিসেবে পেসার হর্ষিত রানাকে নেওয়াটা অন্যায় বলেও মনে করেন গাভাস্কার।
৪ ঘণ্টা আগে