ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব মিলিয়ে রশিদ খান যেন এক দারুণ ‘প্যাকেজ’। গতকাল আইপিএলের প্রথম ম্যাচে গুজরাট টাইটানসকে জেতাতে সব বিভাগেই অবদান রেখেছেন রশিদ। আফগানিস্তানের এই লেগ স্পিনারকে গুজরাটের সম্পদ মনে করছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল টস জিতে প্রথম ফিল্ডিং নেন হার্দিক। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন রশিদ। নিজের প্রথম ওভারেই তুলে নেন মঈন আলির উইকেট। এক ওভার পর বোলিংয়ে এসে রশিদ নিলেন ইংল্যান্ডের আরেক ব্যাটার বেন স্টোকসের উইকেট। দুই ইংলিশ ব্যাটারকেই ঋদ্ধিমান সাহার কটবিহাইন্ড করেন আফগান এই লেগ স্পিনার। আর ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩ বলে ১ ছক্কা ও ১ চারে ১০ রান করে অপরাজিত থাকেন রশিদ। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা রশিদকে নিয়ে হার্দিক বলেন, ‘রশিদের মতো খেলোয়াড় বিশাল সম্পদ। সে আপনাকে উইকেট এনে দেবে এবং লেট অর্ডারে তার থেকে রান পাবেন আপনি।’
এবারের আইপিএলে চালু হয়েছে ইমপ্যাক্ট রুল। এই নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় পরিবর্তন করতে পারবে দলগুলো। কোনো ইনিংস, ওভার শেষ হলে, উইকেট পাওয়ার পর, ওভারের মাঝখানে খেলোয়াড় বদল করা যাবে। এই নিয়মকে ঝামেলার মনে করে হার্দিক বলেন, ‘ইমপ্যাক্ট রুলে আমার কাজ কঠিন করে দিয়েছে। আমার হাতে অনেক অপশন আছে। এ কারণে কাউকে কম বোলিং করতে হবে। এই ম্যাচে মনে হয়েছে, হার্ড লেংথে বোলিং করাটা কাজে দেবে। এ কারণে আলজারি জোসেফকে দেরিতে আনা হয়েছে।’
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব মিলিয়ে রশিদ খান যেন এক দারুণ ‘প্যাকেজ’। গতকাল আইপিএলের প্রথম ম্যাচে গুজরাট টাইটানসকে জেতাতে সব বিভাগেই অবদান রেখেছেন রশিদ। আফগানিস্তানের এই লেগ স্পিনারকে গুজরাটের সম্পদ মনে করছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল টস জিতে প্রথম ফিল্ডিং নেন হার্দিক। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন রশিদ। নিজের প্রথম ওভারেই তুলে নেন মঈন আলির উইকেট। এক ওভার পর বোলিংয়ে এসে রশিদ নিলেন ইংল্যান্ডের আরেক ব্যাটার বেন স্টোকসের উইকেট। দুই ইংলিশ ব্যাটারকেই ঋদ্ধিমান সাহার কটবিহাইন্ড করেন আফগান এই লেগ স্পিনার। আর ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩ বলে ১ ছক্কা ও ১ চারে ১০ রান করে অপরাজিত থাকেন রশিদ। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা রশিদকে নিয়ে হার্দিক বলেন, ‘রশিদের মতো খেলোয়াড় বিশাল সম্পদ। সে আপনাকে উইকেট এনে দেবে এবং লেট অর্ডারে তার থেকে রান পাবেন আপনি।’
এবারের আইপিএলে চালু হয়েছে ইমপ্যাক্ট রুল। এই নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় পরিবর্তন করতে পারবে দলগুলো। কোনো ইনিংস, ওভার শেষ হলে, উইকেট পাওয়ার পর, ওভারের মাঝখানে খেলোয়াড় বদল করা যাবে। এই নিয়মকে ঝামেলার মনে করে হার্দিক বলেন, ‘ইমপ্যাক্ট রুলে আমার কাজ কঠিন করে দিয়েছে। আমার হাতে অনেক অপশন আছে। এ কারণে কাউকে কম বোলিং করতে হবে। এই ম্যাচে মনে হয়েছে, হার্ড লেংথে বোলিং করাটা কাজে দেবে। এ কারণে আলজারি জোসেফকে দেরিতে আনা হয়েছে।’
বিরাট কোহলির বিদায়ের করুণ সুর কি তবে বাজতে শুরু করল? টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে তো আগেই বিদায় বলেছেন। ভারতের জার্সিতে খেলছেন শুধু ওয়ানডে। এই সংস্করণে কত দিন খেলবেন, সেটা এখনো নিশ্চিত নয়। তবে অস্ট্রেলিয়া সিরিজ যখন দরজায় কড়া নাড়ছে, সেই মুহূর্তে কোহলির এক পোস্টে রহস্য ঘনীভূত হচ্ছে।
৬ মিনিট আগেলিওনেল মেসির কাছে ‘অপূর্ণতা’ নামে কোনো শব্দ হয়তো নেই। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল-সব জায়গাতেই তিনি জিতেছেন একের পর এক শিরোপা। যার মধ্যে ২০২২ কাতার বিশ্বকাপ জিতে নিজের আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন। অজস্র রেকর্ড গড়ে পেয়েছেন ‘রেকর্ডের বরপুত্র’ উপাধি।
৪৪ মিনিট আগেবাংলাদেশের জার্সিতে সবশেষ সাকিব আল হাসান খেলেছেন গত বছরের অক্টোবরে। কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন নন তিনি। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি, টি-টেন লিগে খেলেছেন তিনি। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবার ভারতের লিগসহ একই দিনে নাম লিখিয়েছেন তিন লিগে।
১ ঘণ্টা আগে২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দুরন্ত গতিতে ছুটছে আর্জেন্টিনা। নকআউট পর্বের একের পর এক বাধা পেরিয়ে এবার তারা উঠল ফাইনালে। যেখানে সেমিফাইনালে আলবিসেলেস্তেরা জয় পেয়েছে কলম্বিয়ার বিপক্ষে।
২ ঘণ্টা আগে