Ajker Patrika

ওয়েস্ট ইন্ডিজের লিগে পাকিস্তানি ক্রিকেটারকে নিয়ে ‘লঙ্কাকান্ড’

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের জনপ্রিয়তা বাড়ছে পাল্লা দিয়ে। বিশ্বজুড়ে এসব ফ্র্যাঞ্চাইজি লিগে ঝামেলার ঘটনাও কম ঘটে না। প্রায় সময়ই খেলোয়াড়, কোচসহ টিম ম্যানেজমেন্টের মধ্যে লেগে যায় বাকবিতণ্ডা। ক্যারিবীয় প্রিমিয়ার লিগে পাকিস্তানের ইমাদ ওয়াসিমের ‘আউট, নট আউট’ ইস্যুতে ঘটেছে লঙ্কাকান্ড।

ইমাদের ঘটনা ঘটেছে ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে গত রাতে। পাকিস্তানি এই অলরাউন্ডার এবারের সিপিএলে খেলছেন অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের হয়ে। তাঁর বিপক্ষে ইনিংসের দশম ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লিউর আবেদন করেন ত্রিনবাগো নাইট রাইডার্সের সুনীল নারাইন। মাঠের আম্পায়ার নট আউট ঘোষণা করলে নারাইন রিভিউ নিতে বলেন নাইট রাইডার্স অধিনায়ক কায়রন পোলার্ডকে। রিভিউতে দেখা যায়, বল লেগ স্টাম্পে আঘাত করেছে। তৃতীয় আম্পায়ার নাইজেল ডুগুইড আউট ঘোষণা করেন। গোল্ডেন ডাক মেরেই আউট হয়ে যাওয়ার কথা ইমাদের। 

ড্রেসিংরুমে ফেরার পথে ইমাদ সিদ্ধান্ত নিলেন রিভিউর ওপর রিভিউ করার। কারণ পাকিস্তানি অলরাউন্ডারের সন্দেহ যে কোনো না কোনোভাবে এজ হয়েছে। মাঠের আম্পায়ারের সঙ্গে গল্প করতে করতে রিভিউ নিয়েই ফেললেন পাকিস্তানি অলরাউন্ডার। ফ্যালকনসের কোচ স্যার কার্টলি অ্যামব্রোস ডাগআউটে বসে রিপ্লে দেখতে থাকেন। সেখান থেকেই ইমাদের আউটের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ কাজ করতে থাকেন অ্যামব্রোস। দ্রুতই ইমাদের আউট আবার পরিণত হয় নট আউটে। 

ইমাদের ‘আউট, নট আউট বিতর্ক’ নিয়ে মাঠের দুই আম্পায়ার ক্রিস্টোফার টেলর এবং প্যাট্রিক গাস্টার্ড-তাঁদের সঙ্গে তপ্ত বাক্য বিনিময় হয় পোলার্ডের। নাইট রাইডার্স কোচ ফিল সিমন্সও ডাগআউট থেকে কিছু একটা ইঙ্গিত দিতে থাকেন। এই ঘটনায় ১২ মিনিট দেরি হয়েছে। 

উত্তপ্ত ফ্যালকনস-নাইট রাইডার্স ম্যাচে শেষ পর্যন্ত ফ্যালকনস জিতেছে ৬ উইকেটে। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান করেছে নাইট রাইডার্স। রান তাড়া করতে নেমে ১৯ ওভারে ৪ উইকেটে ১৩৫ রান করে ফ্যালকনস। ২৭ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৬ রান করে অপরাজিত থাকেন ইমাদ। ম্যাচ শেষে পোলার্ডকে জিজ্ঞেস করা হয়েছে ইমাদের বিতর্কিত ঘটনা নিয়ে। তখন কৌশলী উত্তর দিয়েছেন নাইট রাইডার্স অধিনায়ক, ‘যদি আমি কিছু বলি, তাহলে বিপদে পড়ব।’

ফ্যালকনসের জয়ে ম্যাচসেরা হয়েছেন জাস্টিন গ্রিভস। ৪৮ বলে ৪ চারে করেছেন ৪৬ রান। ৯ ম্যাচে ৩ জয় ও ৬ পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে ফ্যালকনস। ছয় দলের মধ্যে ছয়েই রয়েছে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। ৮ ম্যাচে কেবল ১ জয়ে দলটির ২ পয়েন্ট। ১০ ও ৮ পয়েন্ট টেবিলের এক ও দুইয়ে বার্বাডোজ রয়্যালস ও নাইট রাইডার্স। দুটি দলই খেলেছে ৬টি করে ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত