২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান ম্যাচটি ছিল দুই দলের জন্যই সেমির পথে একধাপ এগিয়ে যাওয়ার। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে শেষ হাসি হেসেছে পাকিস্তান। দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি মাঠে ভারতকে ৮ উইকেটে উড়িয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে পাকিস্তান।
২৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের উদ্বোধনী জুটি ভেঙে গিয়েছিল ২৮ রানে। পঞ্চম ওভারের পঞ্চম বলে ওপেনার শামিল হুসেইনের উইকেট নেন ভারতীয় স্পিনার মুরুগান অভিষেক। ১৫ বলে ১ চারে ৮ রান করেন শামিল। ৪.৫ ওভারে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ২৮ রান হওয়ার পর ব্যাটিংয়ে আসেন আজান আওয়াইস। আরেক ওপেনার শাহজিব খানকে নিয়ে আওয়াইস ধীরেসুস্থে ব্যাটিং করতে থাকেন। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৪৮ রান করেছে পাকিস্তান। শাহজিব, আওয়াইস দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। দ্বিতীয় উইকেটে ১৪০ বলে ১১০ রানের জুটি গড়েন পাকিস্তানি এই দুই ব্যাটার। শাহজিবকে ফিরিয়ে এই জুটি ভাঙেন অভিষেক। ৮৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করেন শাহজিব।
প্রথম দুই উইকেট অভিষেক তুলে নিলে পাকিস্তানের স্কোর হয়ে যায় ২৭.৫ ওভারে ২ উইকেটে ১৩৮ রান। শাহজিবের বিদায়ের পর উইকেটে আসেন পাকিস্তান অধিনায়ক সাদ বাইগ। আওয়াইজ-বাইগের তৃতীয় উইকেটে ১১৫ বলে ১২৫ রানের অবিচ্ছেদ্য জুটিতেই পাকিস্তান ৩ ওভার বাকি রেখে ৮ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে। ১৩০ বলে ১০ চারে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন আওয়াইস। পাকিস্তান অধিনায়ক বাইগ ৫১ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৮ রান করে অপরাজিত থাকেন। ‘এ’ গ্রুপের অপর দল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পরশু দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি মাঠে খেলবে পাকিস্তান।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাইগ। প্রথমে ব্যাটিং পাওয়া ভারত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে করেছে ২৫৯ রান। ইনিংস সর্বোচ্চ ৬৫ রান করেন ভারতীয় ওপেনার আদর্শ সিং। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন দলটির অধিনায়ক উদয় সাহারান। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মোহাম্মদ জিসান।
২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান ম্যাচটি ছিল দুই দলের জন্যই সেমির পথে একধাপ এগিয়ে যাওয়ার। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে শেষ হাসি হেসেছে পাকিস্তান। দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি মাঠে ভারতকে ৮ উইকেটে উড়িয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে পাকিস্তান।
২৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের উদ্বোধনী জুটি ভেঙে গিয়েছিল ২৮ রানে। পঞ্চম ওভারের পঞ্চম বলে ওপেনার শামিল হুসেইনের উইকেট নেন ভারতীয় স্পিনার মুরুগান অভিষেক। ১৫ বলে ১ চারে ৮ রান করেন শামিল। ৪.৫ ওভারে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ২৮ রান হওয়ার পর ব্যাটিংয়ে আসেন আজান আওয়াইস। আরেক ওপেনার শাহজিব খানকে নিয়ে আওয়াইস ধীরেসুস্থে ব্যাটিং করতে থাকেন। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৪৮ রান করেছে পাকিস্তান। শাহজিব, আওয়াইস দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। দ্বিতীয় উইকেটে ১৪০ বলে ১১০ রানের জুটি গড়েন পাকিস্তানি এই দুই ব্যাটার। শাহজিবকে ফিরিয়ে এই জুটি ভাঙেন অভিষেক। ৮৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করেন শাহজিব।
প্রথম দুই উইকেট অভিষেক তুলে নিলে পাকিস্তানের স্কোর হয়ে যায় ২৭.৫ ওভারে ২ উইকেটে ১৩৮ রান। শাহজিবের বিদায়ের পর উইকেটে আসেন পাকিস্তান অধিনায়ক সাদ বাইগ। আওয়াইজ-বাইগের তৃতীয় উইকেটে ১১৫ বলে ১২৫ রানের অবিচ্ছেদ্য জুটিতেই পাকিস্তান ৩ ওভার বাকি রেখে ৮ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে। ১৩০ বলে ১০ চারে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন আওয়াইস। পাকিস্তান অধিনায়ক বাইগ ৫১ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৮ রান করে অপরাজিত থাকেন। ‘এ’ গ্রুপের অপর দল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পরশু দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি মাঠে খেলবে পাকিস্তান।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাইগ। প্রথমে ব্যাটিং পাওয়া ভারত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে করেছে ২৫৯ রান। ইনিংস সর্বোচ্চ ৬৫ রান করেন ভারতীয় ওপেনার আদর্শ সিং। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন দলটির অধিনায়ক উদয় সাহারান। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মোহাম্মদ জিসান।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইপিএলের বেশ কিছু জার্সি চুরি হয়েছে বলে জানা গেছে।
৩ মিনিট আগেকলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর। কলকাতা তাঁর অধীনে ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সবশেষ মৌসুমে অবশ্য ভালো যায়নি দলটির। ৮ নম্বরে থেকে মৌসুম শেষ করে তারা।
৩২ মিনিট আগেএশিয়ান কাপে প্রথমবার খেলার সুযোগ পেয়ে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। নবাগত দলটিকে সামলাতে হবে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে। তবে ভয় পাচ্ছেন না বাংলাদেশ কোচ পিটার বাটলার। বরং দেখছেন শেখার মঞ্চ হিসেবে।
৩৩ মিনিট আগেঅস্ট্রেলিয়ার পর ইংল্যান্ড সফরেও সুবিধা করতে পারছে না ভারত। ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে স্বাগতিকেরা। ভারতের দায়িত্ব নেওয়ার পর কোচ গৌতম গম্ভীরের অধীনে টেস্টে সেভাবে সুফল পাচ্ছে না ভারত। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্নভঙ্গ হয় তাদের। নতুন চক্রে প্রথম সিরিজে
২ ঘণ্টা আগে