Ajker Patrika

এবারের পিএসএল ইমাদ আর ইসলামাবাদের

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১২: ৩৩
এবারের পিএসএল ইমাদ আর ইসলামাবাদের

এবারের পিএসএলে সর্বোচ্চ রান পেশোয়ার জালমি অধিনায়ক বাবর আজমের (৫৬৯)। আর সর্বোচ্চ উইকেট মুলতান সুলতানের বোলার উসামা মিরের (২৪)। তবে তাঁদের কারও হাতে শিরোপা ওঠেনি। বাবর দুটি এলিমিনেটর খেলার সুযোগ পেলেও দলকে তুলতে পারেননি ফাইনালে আর মির ফাইনাল খেললেও শিরোপা ছুঁতে পারেননি। 

পারবেন কী করে! নবম পিএসএলের প্লে অফ থেকে ফাইনাল—একজনের ঝলকেই যে ম্লান হয়ে গেছেন এই দুজন! সেই একজন ইমাদ ওয়াসিম। গত বছর পাকিস্তান জাতীয় দল থেকে বিদায় নেওয়া ৩৫ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারের ঝলকে তৃতীয়বার পিএসএল জিতেছে ইসলামাবাদ ইউনাইটেড। গত রাতে করাচিতে ফাইনালে মুলতান সুলতানের বিপক্ষে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে ইসলামাবাদ। 

পিএসএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন তারা। নবম আসরেও উঠল শিরোপা। মোট যে তিনবার ফাইনাল খেলেছে, একবারও হারেনি ইসলামাবাদ। আর এবার ফ্র্যাঞ্চাইজিটিকে শিরোপা জেতানোর পথে বড় ভূমিকা রেখেছেন ইমাদ। ইসলামাবাদ অধিনায়ক শাদাব খানের হাতে টুর্নামেন্ট-সেরার পুরস্কার উঠলেও প্লে অফ থেকে ফাইনাল পর্যন্ত ইমাদের পারফরম্যান্সই ছিল সবচেয়ে বেশি চমক জাগানিয়া ও উজ্জ্বল। 

যখনই দলের প্রয়োজন পড়েছে, জ্বলে উঠেছেন ইমাদ। রাউন্ড লিগে ইসলামাবাদের ‘মাস্ট উইন’ ম্যাচে মুলতানের দেওয়া ২২৯ রানের লক্ষ্য তাড়ায় ১৩ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন তিনি। মূলত স্পিন অলরাউন্ডার হলেও মিডল অর্ডারে নিজের সামর্থ্যের প্রমাণ ইমাদ আগেও দেখিয়েছেন। প্লে অফ থেকে ফাইনাল—এই তিন ম্যাচেই ঝলক দেখিয়েছেন। তিনবারই জিতেছেন ম্যাচ-সেরার পুরস্কার। 

প্রথম এলিমিনিটরে রান তাড়া করতে নামা কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ১২ রানে ৩ উইকেট এবং দ্বিতীয় এলিমিনেটরে পেশোয়ারের বিপক্ষে রান তাড়ায় ৪০ বলে অপরাজিত ৫৯ রান করে ইসলামাবাদকে ফাইনালে তোলেন ইমাদ। ফাইনালেও অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন। মুলতান ৯ উইকেটে করেছিল ১৫৯। লক্ষ্য তাড়ায় ১৭ বলে অপরাজিত ১৯ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন ইমাদ। তার আগে ৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ৫ উইকেট। ফাইনালেও ম্যাচসেরা এই অলরাউন্ডারের এবারের পিএসএল কাটল স্বপ্নের মতো। আর এমন অবিশ্বাস্য এক টুর্নামেন্ট কাটানোর পরও ইমাদের কথা, ‘আমার মনে হচ্ছে না, সেরা টুর্নামেন্ট কাটিয়েছি। তবে আমি ইম্প্যাক্ট রাখতে চেয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত