নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
চট্টগ্রামের আকাশে আজও রোদের তীব্রতা। তবে গত দিনের চেয়ে কিছুটা কমই বলা চলে। মেঘের কারণে ঢেকে যাচ্ছে সূর্য। মাঝে মাঝেই কমে যাচ্ছে আলো। সিলেটের পুনরাবৃত্তি এড়াতে চট্টগ্রাম টেস্ট নিয়ে বিশেষভাবে সতর্ক বাংলাদেশ দল। যদিও উইকেটের আচরণ নিয়ে কিছু আলোচনা হয়েছে, তবে টিম ম্যানেজমেন্টের মূল মনোযোগ ছিল ব্যাটিং নিয়ে বিশেষ করে ভালো শুরুর দিকেই।
সিলেট টেস্টে হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশের একাদশে পরিবর্তনের আভাস ছিল। দ্বিতীয় টেস্টে ঠিক তাই হলো। চট্টগ্রামে আজ শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে একাদশে তিন পরিবর্তন এনেছে স্বাগতিকেরা। মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে একাদশে ফিরেছেন এনামুল হক বিজয়। তিন বছর পর টেস্ট খেলতে যাচ্ছেন বিজয়। একই সঙ্গে পেসার খালেদ আহমেদের পরিবর্তে এসেছেন নাঈম হাসান। আর সাদা বলের ক্রিকেটে আলো ছড়ানো তানজিম হাসান সাকিবের আজ অভিষেক হয়েছে টেস্টে।
নাঈম হাসানের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। মিরাজ স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে দারুণ কার্যকরী। ব্যাটিং লাইনআপে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে দুই অভিজ্ঞ মুমিনুল হক ও মুশফিকুর রহিম থাকছেন। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন জাকের আলী অনিক। পেস আক্রমণে তানজিম সাকিবের সঙ্গে থাকছেন হাসান মাহমুদ।
চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। সফরকারীরা তাদের একাদশে দুইটি পরিবর্তন এনেছে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নামছেন ভিনসেন্ট মাসেকেসা। দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার তাফাদজওয়া সিগা। বাদ পড়েছেন ভিক্টর নিয়াউচি ও নিয়াশা মায়াভো।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাঈম হাসান
জিম্বাবুয়ে একাদশ
শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারেন, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, তাফাদজোয়া সিগা (উইকেটরক্ষক), ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিনসেন্ট মাসেকেসা, নিকোলাস ওয়েলচ
চট্টগ্রামের আকাশে আজও রোদের তীব্রতা। তবে গত দিনের চেয়ে কিছুটা কমই বলা চলে। মেঘের কারণে ঢেকে যাচ্ছে সূর্য। মাঝে মাঝেই কমে যাচ্ছে আলো। সিলেটের পুনরাবৃত্তি এড়াতে চট্টগ্রাম টেস্ট নিয়ে বিশেষভাবে সতর্ক বাংলাদেশ দল। যদিও উইকেটের আচরণ নিয়ে কিছু আলোচনা হয়েছে, তবে টিম ম্যানেজমেন্টের মূল মনোযোগ ছিল ব্যাটিং নিয়ে বিশেষ করে ভালো শুরুর দিকেই।
সিলেট টেস্টে হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশের একাদশে পরিবর্তনের আভাস ছিল। দ্বিতীয় টেস্টে ঠিক তাই হলো। চট্টগ্রামে আজ শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে একাদশে তিন পরিবর্তন এনেছে স্বাগতিকেরা। মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে একাদশে ফিরেছেন এনামুল হক বিজয়। তিন বছর পর টেস্ট খেলতে যাচ্ছেন বিজয়। একই সঙ্গে পেসার খালেদ আহমেদের পরিবর্তে এসেছেন নাঈম হাসান। আর সাদা বলের ক্রিকেটে আলো ছড়ানো তানজিম হাসান সাকিবের আজ অভিষেক হয়েছে টেস্টে।
নাঈম হাসানের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। মিরাজ স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে দারুণ কার্যকরী। ব্যাটিং লাইনআপে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে দুই অভিজ্ঞ মুমিনুল হক ও মুশফিকুর রহিম থাকছেন। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন জাকের আলী অনিক। পেস আক্রমণে তানজিম সাকিবের সঙ্গে থাকছেন হাসান মাহমুদ।
চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। সফরকারীরা তাদের একাদশে দুইটি পরিবর্তন এনেছে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নামছেন ভিনসেন্ট মাসেকেসা। দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার তাফাদজওয়া সিগা। বাদ পড়েছেন ভিক্টর নিয়াউচি ও নিয়াশা মায়াভো।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাঈম হাসান
জিম্বাবুয়ে একাদশ
শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারেন, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, তাফাদজোয়া সিগা (উইকেটরক্ষক), ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিনসেন্ট মাসেকেসা, নিকোলাস ওয়েলচ
ব্যাপক চেষ্টার পর এডনাল্ডো রদ্রিগেজের গুরুত্বপূর্ণ ভূমিকাই কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়েছে ব্রাজিল। সেই সুখবরের সপ্তাহ না পেরোতেই দুঃসংবাদ। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনাল্ডোসহ বর্তমান বোর্ডকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও দে জেনেইরোর একটি আদালত।
২ ঘণ্টা আগেচোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৪ ঘণ্টা আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৫ ঘণ্টা আগে