Ajker Patrika

বিকেলে টিম হোটেলে ফিরবেন সোলোজানো

বিকেলে টিম হোটেলে ফিরবেন সোলোজানো

হাসপাতালে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর শঙ্কামুক্ত হয়ে জেরেমি সোলোজানো আজ বিকেলে ওয়েস্ট ইন্ডিজ দলের হোটেলে ফিরবেন। নিশ্চিত করা হয়েছে তিনি আঘাত পেয়েছেন। এখন তার কনকশন সাব হিসেবে শাই হোপকে নামানোর অনুমতি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আইসিসির কনকাশন সাবস্টিটিউশন নিয়ম অনুযায়ী ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে হোপকে নামানোর অনুমতি দিয়েছেন। 

গতকাল গল টেস্টে নিজের অভিষেক টেস্টে মাথায় আঘাত পেয়েছিলেন সোলোজানো। দিনের প্রথম সেশনের ২৪ তম ওভারে শর্ট লেগে ফিল্ডিং করছিলেন সোলোজানো। রোস্টন চেজের করা ওভারের চতুর্থ বলটি ছিল একটু খাটো লেংথের। দিমুথ করুনারত্নের পুল শটে বল সোলোজানো কপালের ঠিক ওপরে হেলমেটে আঘাত লেগেছিল। সঙ্গে সঙ্গে মাটিতে লুটে পড়েছিলেন সোলোজানো। 

মাঠেই প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে  স্ক্যান করাতে অ্যাম্বুলেন্সে করে সোলজানোকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সোলোজানোকে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট গতকাল জানিয়েছিল, পরীক্ষা নিরীক্ষার পর মাথায় জটিল কিছু ধরা পড়েনি। তবু আজ সারা রাত হাসপাতালে পর্যবেক্ষণে থাকবেন তিনি। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ শেষে আজ তিনি টিম হোটেলে ফিরছেন।     

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত