নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্দান্ত ঢাকা থেকে নাম বদলে ২০২৫ বিপিএলে ফ্র্যাঞ্চাইটি খেলেছে ঢাকা ক্যাপিটালস নামে। এবার ঢাকা ক্যাপিটালসের সত্ত্বাধিকারী ছিলেন শাকিব খান। দলের সমর্থনে প্রায়ই মাঠে দেখা গেলেও হতাশ হতে হয়েছে ঢাকাই চলচ্চিত্রের ‘কিং খান’ নামে পরিচিত এই নায়ককে।
২০২৫ বিপিএলে সাত দলের মধ্যে ঢাকা ক্যাপিটালস ছয় নম্বরে থেকে শেষ করে। ফ্র্যাঞ্চাইজিটির ভরাডুবি হলেও তানজিদ হাসান তামিম নজরকাড়া ব্যাটিং করেছেন। মিরপুর, সিলেট, চট্টগ্রাম—যে ভেন্যুতেই খেলা হোক না কেন, তানজিদ বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়েছেন। টুর্নামেন্টে তাঁর ৩৬ ছক্কা গ্যালারিতে আঁছড়ে পড়েছে। টুর্নামেন্টের দেড় মাস পেরিয়ে গেলেও শাকিব মনে রেখেছেন তানজিদ তামিমের বিস্ফোরক ব্যাটিং। ঢাকার পাঁচ তারকা হোটেলে আজ ‘রিমার্ক হারলান অনুষ্ঠানে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়ক বলেন, ‘তানজিদও নায়ক। আমার খুব পছন্দের। আমি যখন দেখতাম আমার দলের খেলায়... যদিও হেরেছি। অসুবিধা নেই। তার ব্যাটিং দেখে চমৎকার লাগত।’
রিমার্ক হারলানের অনুষ্ঠানে শাকিব, তানজিদ তামিমের পাশাপাশি তাসকিন আহমেদও গেছেন এই অনুষ্ঠানে। ক্যামেরার লেন্স ঘিরে ধরেছিল শাকিব, তাসকিন, তানজিদ তামিমদের। শাকিব খানের সামনেই তাঁকে (শাকিব) দেশের এক নম্বর তারকা বলেছেন তানজিদ তামিম। একই সঙ্গে রিমার্ক হারলান যেন বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই শুভকামনা জানিয়েছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।
২০২৫ বিপিএলে ২৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েন তাসকিন। ২৯ বছর বয়সী পেসার গতিতে বৈচিত্র্য এনে ব্যাটারদের ভড়কে দিয়েছেন। বিপিএলে তাসকিনের বোলিং নিয়ে শাকিব বলেন, ‘তাসকিনকে এক খেলায় দেখে মনে হয়েছে, ভাই তুই বলটা একটু স্লো কর। পারলে তো টিভিটাই স্লো করে দিই আমি। তাসকিনও অনেক চমৎকার। এখন এ+ ক্যাটেগরিতে চলে এসেছে।’
এ বছরের জানুয়ারিতে দুর্বার রাজশাহীর হয়ে বিপিএলে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন তাসকিন। রেকর্ড গড়া এই বোলিং তিনি করেছিলেন শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। রিমার্ক হারলানের অনুষ্ঠানে আজ তাসকিনের এই কীর্তির কথাও উল্লেখ করা হয়েছে।
৫১১ রান করে ২০২৫ বিপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলেন খুলনা টাইগার্সের নাঈম শেখ। দুইয়ে থাকা ঢাকা ক্যাপিটালসের তানজিদ তামিম করেছিলেন ৪৮৫ রান। ১ সেঞ্চুরি ও ৪ ফিফটি করেছিলেন। গড় ও স্ট্রাইকরেট ছিল ৪৪.০৯ ও ১৪১.৩৯।
দুর্দান্ত ঢাকা থেকে নাম বদলে ২০২৫ বিপিএলে ফ্র্যাঞ্চাইটি খেলেছে ঢাকা ক্যাপিটালস নামে। এবার ঢাকা ক্যাপিটালসের সত্ত্বাধিকারী ছিলেন শাকিব খান। দলের সমর্থনে প্রায়ই মাঠে দেখা গেলেও হতাশ হতে হয়েছে ঢাকাই চলচ্চিত্রের ‘কিং খান’ নামে পরিচিত এই নায়ককে।
২০২৫ বিপিএলে সাত দলের মধ্যে ঢাকা ক্যাপিটালস ছয় নম্বরে থেকে শেষ করে। ফ্র্যাঞ্চাইজিটির ভরাডুবি হলেও তানজিদ হাসান তামিম নজরকাড়া ব্যাটিং করেছেন। মিরপুর, সিলেট, চট্টগ্রাম—যে ভেন্যুতেই খেলা হোক না কেন, তানজিদ বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়েছেন। টুর্নামেন্টে তাঁর ৩৬ ছক্কা গ্যালারিতে আঁছড়ে পড়েছে। টুর্নামেন্টের দেড় মাস পেরিয়ে গেলেও শাকিব মনে রেখেছেন তানজিদ তামিমের বিস্ফোরক ব্যাটিং। ঢাকার পাঁচ তারকা হোটেলে আজ ‘রিমার্ক হারলান অনুষ্ঠানে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়ক বলেন, ‘তানজিদও নায়ক। আমার খুব পছন্দের। আমি যখন দেখতাম আমার দলের খেলায়... যদিও হেরেছি। অসুবিধা নেই। তার ব্যাটিং দেখে চমৎকার লাগত।’
রিমার্ক হারলানের অনুষ্ঠানে শাকিব, তানজিদ তামিমের পাশাপাশি তাসকিন আহমেদও গেছেন এই অনুষ্ঠানে। ক্যামেরার লেন্স ঘিরে ধরেছিল শাকিব, তাসকিন, তানজিদ তামিমদের। শাকিব খানের সামনেই তাঁকে (শাকিব) দেশের এক নম্বর তারকা বলেছেন তানজিদ তামিম। একই সঙ্গে রিমার্ক হারলান যেন বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই শুভকামনা জানিয়েছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।
২০২৫ বিপিএলে ২৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েন তাসকিন। ২৯ বছর বয়সী পেসার গতিতে বৈচিত্র্য এনে ব্যাটারদের ভড়কে দিয়েছেন। বিপিএলে তাসকিনের বোলিং নিয়ে শাকিব বলেন, ‘তাসকিনকে এক খেলায় দেখে মনে হয়েছে, ভাই তুই বলটা একটু স্লো কর। পারলে তো টিভিটাই স্লো করে দিই আমি। তাসকিনও অনেক চমৎকার। এখন এ+ ক্যাটেগরিতে চলে এসেছে।’
এ বছরের জানুয়ারিতে দুর্বার রাজশাহীর হয়ে বিপিএলে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন তাসকিন। রেকর্ড গড়া এই বোলিং তিনি করেছিলেন শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। রিমার্ক হারলানের অনুষ্ঠানে আজ তাসকিনের এই কীর্তির কথাও উল্লেখ করা হয়েছে।
৫১১ রান করে ২০২৫ বিপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলেন খুলনা টাইগার্সের নাঈম শেখ। দুইয়ে থাকা ঢাকা ক্যাপিটালসের তানজিদ তামিম করেছিলেন ৪৮৫ রান। ১ সেঞ্চুরি ও ৪ ফিফটি করেছিলেন। গড় ও স্ট্রাইকরেট ছিল ৪৪.০৯ ও ১৪১.৩৯।
‘আমার ভালো লাগছে আপনারা সবাই এসেছেন, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ’—গ্রামের মানুষের অভিবাদনের জবাব এভাবেই দিলেন হামজা দেওয়ান চৌধুরী। তাঁকে একপলক দেখতে বাড়ির পাশে অস্থায়ী মঞ্চে হাজির হয়েছিল হাজারো মানুষ। হামজা তাদের নিরাশ করেননি। ওই দুই লাইনের কথাতেই মন ভরিয়ে দিয়েছেন।
৩ ঘণ্টা আগেএবারের চ্যাম্পিয়নস ট্রফিটা পাকিস্তানের জন্য ছিল ভুলে যাওযার মতোই। নিউজিল্যান্ড, ভারতের কাছে বাজেভাবে হেরে গ্রুপ পর্বেই বিদায় নেয় মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্ষতি হয়েছে ৩৫০ কোটির বেশি টাকা।
৬ ঘণ্টা আগেনিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা পাকিস্তানের হয়েছে বেশ বাজে। ৯২ রানের লক্ষ্য তাড়া করে ক্রাইস্টচার্চে গতকাল প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ড ৫৯ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে। বাজে হারের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কড়া শাস্তি পেলেন পাকিস্তানি এক ক্রিকেটার।
৭ ঘণ্টা আগেসুদূর ইংল্যান্ড থেকে গত রাতেই বাংলাদেশের বিমান ধরেন হামজা চৌধুরী। আজ যখন তিনি সিলেটের ওসমানী বিমানবন্দরে নামলেন, তখন আনন্দ-উৎসব বহুগুণে বেড়ে গেল। সিলেটের বিমানবন্দরে হামজার জন্যই ফুটবলপ্রেমীরা অপেক্ষা করেন সকাল থেকে। বিমানবন্দরে নামা মাত্রই তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে