নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্দান্ত ঢাকা থেকে নাম বদলে ২০২৫ বিপিএলে ফ্র্যাঞ্চাইটি খেলেছে ঢাকা ক্যাপিটালস নামে। এবার ঢাকা ক্যাপিটালসের সত্ত্বাধিকারী ছিলেন শাকিব খান। দলের সমর্থনে প্রায়ই মাঠে দেখা গেলেও হতাশ হতে হয়েছে ঢাকাই চলচ্চিত্রের ‘কিং খান’ নামে পরিচিত এই নায়ককে।
২০২৫ বিপিএলে সাত দলের মধ্যে ঢাকা ক্যাপিটালস ছয় নম্বরে থেকে শেষ করে। ফ্র্যাঞ্চাইজিটির ভরাডুবি হলেও তানজিদ হাসান তামিম নজরকাড়া ব্যাটিং করেছেন। মিরপুর, সিলেট, চট্টগ্রাম—যে ভেন্যুতেই খেলা হোক না কেন, তানজিদ বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়েছেন। টুর্নামেন্টে তাঁর ৩৬ ছক্কা গ্যালারিতে আঁছড়ে পড়েছে। টুর্নামেন্টের দেড় মাস পেরিয়ে গেলেও শাকিব মনে রেখেছেন তানজিদ তামিমের বিস্ফোরক ব্যাটিং। ঢাকার পাঁচ তারকা হোটেলে আজ ‘রিমার্ক হারলান অনুষ্ঠানে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়ক বলেন, ‘তানজিদও নায়ক। আমার খুব পছন্দের। আমি যখন দেখতাম আমার দলের খেলায়... যদিও হেরেছি। অসুবিধা নেই। তার ব্যাটিং দেখে চমৎকার লাগত।’
রিমার্ক হারলানের অনুষ্ঠানে শাকিব, তানজিদ তামিমের পাশাপাশি তাসকিন আহমেদও গেছেন এই অনুষ্ঠানে। ক্যামেরার লেন্স ঘিরে ধরেছিল শাকিব, তাসকিন, তানজিদ তামিমদের। শাকিব খানের সামনেই তাঁকে (শাকিব) দেশের এক নম্বর তারকা বলেছেন তানজিদ তামিম। একই সঙ্গে রিমার্ক হারলান যেন বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই শুভকামনা জানিয়েছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।
২০২৫ বিপিএলে ২৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েন তাসকিন। ২৯ বছর বয়সী পেসার গতিতে বৈচিত্র্য এনে ব্যাটারদের ভড়কে দিয়েছেন। বিপিএলে তাসকিনের বোলিং নিয়ে শাকিব বলেন, ‘তাসকিনকে এক খেলায় দেখে মনে হয়েছে, ভাই তুই বলটা একটু স্লো কর। পারলে তো টিভিটাই স্লো করে দিই আমি। তাসকিনও অনেক চমৎকার। এখন এ+ ক্যাটেগরিতে চলে এসেছে।’
এ বছরের জানুয়ারিতে দুর্বার রাজশাহীর হয়ে বিপিএলে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন তাসকিন। রেকর্ড গড়া এই বোলিং তিনি করেছিলেন শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। রিমার্ক হারলানের অনুষ্ঠানে আজ তাসকিনের এই কীর্তির কথাও উল্লেখ করা হয়েছে।
৫১১ রান করে ২০২৫ বিপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলেন খুলনা টাইগার্সের নাঈম শেখ। দুইয়ে থাকা ঢাকা ক্যাপিটালসের তানজিদ তামিম করেছিলেন ৪৮৫ রান। ১ সেঞ্চুরি ও ৪ ফিফটি করেছিলেন। গড় ও স্ট্রাইকরেট ছিল ৪৪.০৯ ও ১৪১.৩৯।
দুর্দান্ত ঢাকা থেকে নাম বদলে ২০২৫ বিপিএলে ফ্র্যাঞ্চাইটি খেলেছে ঢাকা ক্যাপিটালস নামে। এবার ঢাকা ক্যাপিটালসের সত্ত্বাধিকারী ছিলেন শাকিব খান। দলের সমর্থনে প্রায়ই মাঠে দেখা গেলেও হতাশ হতে হয়েছে ঢাকাই চলচ্চিত্রের ‘কিং খান’ নামে পরিচিত এই নায়ককে।
২০২৫ বিপিএলে সাত দলের মধ্যে ঢাকা ক্যাপিটালস ছয় নম্বরে থেকে শেষ করে। ফ্র্যাঞ্চাইজিটির ভরাডুবি হলেও তানজিদ হাসান তামিম নজরকাড়া ব্যাটিং করেছেন। মিরপুর, সিলেট, চট্টগ্রাম—যে ভেন্যুতেই খেলা হোক না কেন, তানজিদ বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়েছেন। টুর্নামেন্টে তাঁর ৩৬ ছক্কা গ্যালারিতে আঁছড়ে পড়েছে। টুর্নামেন্টের দেড় মাস পেরিয়ে গেলেও শাকিব মনে রেখেছেন তানজিদ তামিমের বিস্ফোরক ব্যাটিং। ঢাকার পাঁচ তারকা হোটেলে আজ ‘রিমার্ক হারলান অনুষ্ঠানে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়ক বলেন, ‘তানজিদও নায়ক। আমার খুব পছন্দের। আমি যখন দেখতাম আমার দলের খেলায়... যদিও হেরেছি। অসুবিধা নেই। তার ব্যাটিং দেখে চমৎকার লাগত।’
রিমার্ক হারলানের অনুষ্ঠানে শাকিব, তানজিদ তামিমের পাশাপাশি তাসকিন আহমেদও গেছেন এই অনুষ্ঠানে। ক্যামেরার লেন্স ঘিরে ধরেছিল শাকিব, তাসকিন, তানজিদ তামিমদের। শাকিব খানের সামনেই তাঁকে (শাকিব) দেশের এক নম্বর তারকা বলেছেন তানজিদ তামিম। একই সঙ্গে রিমার্ক হারলান যেন বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই শুভকামনা জানিয়েছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।
২০২৫ বিপিএলে ২৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েন তাসকিন। ২৯ বছর বয়সী পেসার গতিতে বৈচিত্র্য এনে ব্যাটারদের ভড়কে দিয়েছেন। বিপিএলে তাসকিনের বোলিং নিয়ে শাকিব বলেন, ‘তাসকিনকে এক খেলায় দেখে মনে হয়েছে, ভাই তুই বলটা একটু স্লো কর। পারলে তো টিভিটাই স্লো করে দিই আমি। তাসকিনও অনেক চমৎকার। এখন এ+ ক্যাটেগরিতে চলে এসেছে।’
এ বছরের জানুয়ারিতে দুর্বার রাজশাহীর হয়ে বিপিএলে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন তাসকিন। রেকর্ড গড়া এই বোলিং তিনি করেছিলেন শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। রিমার্ক হারলানের অনুষ্ঠানে আজ তাসকিনের এই কীর্তির কথাও উল্লেখ করা হয়েছে।
৫১১ রান করে ২০২৫ বিপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলেন খুলনা টাইগার্সের নাঈম শেখ। দুইয়ে থাকা ঢাকা ক্যাপিটালসের তানজিদ তামিম করেছিলেন ৪৮৫ রান। ১ সেঞ্চুরি ও ৪ ফিফটি করেছিলেন। গড় ও স্ট্রাইকরেট ছিল ৪৪.০৯ ও ১৪১.৩৯।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
১ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৪ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৫ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৬ ঘণ্টা আগে