Ajker Patrika

সেই হাথুরুসিংহে এবার মুমিনুলকে কী বললেন 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৪: ৩০
সেই হাথুরুসিংহে এবার মুমিনুলকে কী বললেন 

মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে চোখ ছিল চাণ্ডিকা হাথুরুসিংহেরও। বাংলাদেশ দলের সাবেক এই লঙ্কান কোচ মুমিনুল হককে নিয়ে আজ এক মজার টুইট করেছেন।

৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতার মুমিনুলের সামনে দাঁড়ানো ৬ ফুট ৬ ইঞ্চির কাইল জেমিনসনের একটি ছবি ভাইরাল হয় টেস্ট চলার সময়েই। ছবিতে দেখা যায় মুমিনুল তাকিয়ে আছেন জেমিসনের দিকে। কিউই পেসার তাকিয়ে অন্য দিকে। এই ছবি আজ আবার পোস্ট করে হাথুরুসিংহে রসিকতার সুরে লিখেছেন, ‘এই মিনি (মুমিনুলের সংক্ষেপ নাম), তোমাকে কি সে উপেক্ষা করছে? আর করবে না।’

বাংলাদেশ দলের এমন দাপুটে পারফরম্যান্সের পর মুমিনুল ও তাঁর দলকে উপেক্ষা করার সুযোগও নেই কিউইদের। মজাটা হচ্ছে, মুমিনুলকে নিয়ে হাথুরুসিংহে এমন কথা লিখলেও তিনি নিজেই কিন্তু বাংলাদেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটারকে যথেষ্ট উপেক্ষা করেছিলেন। বাংলাদেশের কোচ থাকার সময় নিজেই মুমিনুলকে দল থেকে বাদ দিয়েছিলেন। ২০১৭ সালে পি সারা ওভালে শততম টেস্টে মুমিনুলকে বাদ দিয়েছিলেন একাদশ থেকে। সেই টেস্ট জিতে বাংলাদেশ যখন কলম্বোয় উদ্‌যাপন করছে, মুমিনুল তখন একবুক হতাশা নিয়ে দেশে ফিরেছেন।

ওই সময় অফ স্পিনের বিপক্ষে মুমিনুলের ব্যাপক ‘দুর্বলতা’ খুঁজে পাওয়ার কথা বলেছিলেন হাথুরু। ২০১৭ সালের আগস্টেই দেশের মাঠে অস্ট্রেলিয়া সিরিজেও মিনিকে বাদ দিতে চেয়েছিলেন। কিন্তু এ নিয়ে হইচই আর তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত দলে রাখতে বাধ্য হয়েছিলেন হাথুরু।

বাংলাদেশের কোচ থাকার এমন আরও অনেক ঘটনায় বিতর্কিত হাথুরাসিংহের অবশ্য অর্জনও কম নয়। দেশের মাঠে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়, ২০১৫ বিশ্বকাপ ও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সাফল্য তাঁর হাত ধরেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত