Ajker Patrika

হারলেও যে কারণে খুশি মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হারলেও যে কারণে খুশি মাহমুদউল্লাহ

শেষটা রঙিন হলো না বাংলাদেশের। নিউজিল্যান্ডের দেওয়া ১৬১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১৩৪ রানেই শেষ থেমেছে মাহমুদউল্লাহর দল। ২৭ রানে হারের পরেও অবশ্য বাংলাদেশ অধিনায়ক অখুশি নন। হারলেও সিরিজটা যে বাংলাদেশের। 

সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জিতে সিরিজ নিশ্চিতের পর মাহমুদউল্লাহ জানিয়েছিলেন শেষটিও তারা জিততে চান। একাদশে চার পরিবর্তন নিয়ে আজ নির্ভার হয়ে নামলেও তাই জিততেই চেয়েছিলেন মাহমুদউল্লাহ। ম্যাচ হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও বলেছেন একই কথা, ‘আজ জিতলে ভালো লাগত। কিন্তু আমার মনে হয় নিউজিল্যান্ড সত্যিই ভালো ব্যাটিং করেছে, আমরা ভালো তাড়া করতে পারিনি। কিন্তু সিরিজ জিতে খুশি।’

১০ টি–টোয়েন্টি পরেই মিরপুরে কোনো দল ১৫০ রানের গণ্ডি পেরোল। এরপরও মাহমুদউল্লাহ মনে করেন তাঁর বোলাররা ভালো বোলিং করেছেন। অবশ্য ব্যাটিং সহায়ক উইকেটে বোলারদের এর চেয়ে বেশি কিছু করার সুযোগও ছিল না। মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমি মনে করি বোলাররা বেশ ভালো করেছে। কিন্তু শেষ পর্যন্ত ভালোভাবে শেষ করতে পারেনি। স্পিনাররা সত্যিই ভালো বোলিং করেছে। শরীফুল প্রথম দুটি উইকেট পেয়ে আমাদের গতি এনে দিয়েছিল।’  

রান তাড়া করতে নেমে আবারও বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি টপ অর্ডাররা। ৩৯ রানেই ফিরেছেন লিটন, সৌম্য আর নাঈম। ৪৬ রানের মধ্যে মুশফিকুর রহিমও ফিরে গেলে ম্যাচ বলতে সেখানেই হেরে বসে বাংলাদেশ। মাহমুদউল্লাহও বলেছেন সে কথা, ‘লক্ষ্য তাড়া করতে নেমে আমরা ভালো শুরু করতে পারিনি। তবে আফিফ এবং আমি একটি পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছিলাম। তবে তাদের বোলাররা সত্যিই ভালো করেছে।’ 

শেষ ম্যাচে হারলেও মাহমুদউল্লাহ টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য অনুপ্রেরণা খুঁজে নিচ্ছেন সিরিজ জয় থেকে। মাহমুদউল্লাহ মনে করেন বেশ ভালো ক্রিকেট খেলেই শেষ তিনটি সিরিজ জিতেছে তাঁর দল, ‘শেষ তিনটি সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি এবং সবার বিপক্ষেই জিতেছে। এটি বড় উৎসাহ। আশা করি যখন আমরা বিশ্বকাপে যাব, আবারও দলবদ্ধ হয়ে সেখানে ম্যাচ জিততে শুরু করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত