Ajker Patrika

উইলিয়ামসের টানা সেঞ্চুরিতে ওমানকেও চ্যালেঞ্জ ছুড়ল জিম্বাবুয়ে 

উইলিয়ামসের টানা সেঞ্চুরিতে ওমানকেও চ্যালেঞ্জ ছুড়ল জিম্বাবুয়ে 

২০২৩ বিশ্বকাপ বাছাইপর্বে রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন শন উইলিয়ামস। টানা দুই ম্যাচেই সেঞ্চুরি তুলে নিলেন জিম্বাবুয়ের এই বাঁহাতি ব্যাটার। সুপার সিক্সে আজ বুলাওয়ের কুইনস স্পোর্টস ক্লাবে ওমানকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল জিম্বাবুয়ে। 

বুলাওয়েতে টস হেরে ব্যাটিং পায় জিম্বাবুয়ে। দুই ওপেনার ক্রেগ আরভিন ও জয়লর্ড গাম্বি দুজনই ৩০ করার আগে বিদায় নিয়েছেন। তিনে ব্যাটিং করতে নামা উইলিয়ামস আজও আক্রমণাত্মক ব্যাটিং করেন। ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১০৩ বলে ১৪ চার ও ৩ ছক্কায় করেন ১৪২ রান। তাঁর বিধ্বংসী সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩২ রান করেছে জিম্বাবুয়ে। 

এর আগে হারারেতে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় ইনিংসের রেকর্ড গড়ে জিম্বাবুয়ে। ২৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ৪০৮ রান করে জিম্বাবুয়ে। ওয়ানডেতে ৪০০ এর বেশি দলীয় ইনিংসের এটা ২৩ তম ঘটনা। সপ্তম দল হিসেবে ওয়ানডেতে এই রেকর্ড গড়ল জিম্বাবুইয়ানরা। এই ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৪ রানের ইনিংস খেলেন উইলিয়ামস। এবারের বিশ্বকাপ বাছাইয়ে ৫ ম্যাচে ১৩৩ গড় ও ১৪৮.৬০ স্ট্রাইক রেটে করেছেন ৫৩২ রান। ৩ সেঞ্চুরি ও ১ ফিফটি করেছেন। 

গ্রুপ পর্বে চার ম্যাচের চারটিতে জিতে সুপার সিক্সে উঠেছে জিম্বাবুয়ে। আর ৪ পয়েন্ট হাতে নিয়ে জিম্বাবুয়ে আজ ওমানের বিপক্ষে সুপার সিক্স শুরু করল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত