নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথম শিরোপা জয়ের উচ্ছ্বাস যেমন হয়, ঠিক সে রকম উদ্যাপন করেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে আবাহনীর পেসার তানজিম হাসান সাকিবকে নুরুল হাসান সোহান চার মেরে জয় নিশ্চিত হতেই ডাগআউট থেকে শিরোপা জয়ের উচ্ছ্বাসে ফেটে পড়েন শেখ জামাল খেলোয়াড়েরা। সুপার লিগে এক ম্যাচ হাতে রেখে এবারের ডিপিএল শিরোপা ঘরে তুলল শেখ জামাল। আবাহনীকে তারা হারিয়েছে ৪ উইকেটে।
জিতলেই শিরোপা এমন সমীকরণ নিয়ে আজ মিরপুরে আবাহনীর বিপক্ষে খেলতে নেমেছিল শেখ জামাল। শিরোপা জয় উদ্যাপনের প্রস্তুতি নিয়েই মাঠে এসেছিল দলটি। ম্যাচজুড়ে গ্যালারিতে শেখ জামালের হয়ে গলা ফাটিয়েছে একঝাঁক খুদে ক্রিকেটার। আবাহনীকে ২২৯ রানের মধ্যে বেঁধে রেখে শিরোপা জয়ের পথে প্রথম ভাগের কাজটা সেরে রেখেছিলেন বোলাররা। বাকি কাজটা সারেন ব্যাটাররা।
অবশ্য আবাহনীর লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ভালো অবস্থায় ছিল না শেখ জামাল। ৩২ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার সৈকত আলী (১৭) আর সাইফ হাসান (১৫)। দলকে বেশি দূর টানতে পারেননি দুই অভিজ্ঞ ব্যাটার ইমরুল কায়েস আর মুশফিকুর রহিম। অধিনায়ক ইমরুল করেন ১৫, মুশফিকের ব্যাট থেকে আসে ১৭ রান।
৭২ রানের মধ্যে ৪ উইকেট হারানো শেখ জামালের দায়িত্ব আরেকবার নিজের কাঁধে তুলে নেন নুরুল হাসান সোহান। প্রথমে পারভেজ রাসুলের সঙ্গে ৭২ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। ৩৩ রান করে রাসুল আউট হয়ে গেলে জিয়াউর রহমানকে নিয়ে বাকি কাজটা সারেন সোহান। ৮ চার ও ১ ছক্কায় ৮১ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন সোহান। ৪ চার আর ২ ছক্কায় ২৬ বলে ৩৯ রান আসে সোহানের ব্যাট থেকে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ব্যাটিংয়ে ভালো করতে পারেনি আবাহনীও। তবু মোহাম্মদ সাইফউদ্দিনের অপরাজিত ৪৪ রানের ইনিংসে লড়ার মতো পুঁজি পায় তারা। যদিও শেষ পর্যন্ত ম্যাচটা হারতে হয়েছে আবাহনীকে।
প্রথম শিরোপা জয়ের উচ্ছ্বাস যেমন হয়, ঠিক সে রকম উদ্যাপন করেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে আবাহনীর পেসার তানজিম হাসান সাকিবকে নুরুল হাসান সোহান চার মেরে জয় নিশ্চিত হতেই ডাগআউট থেকে শিরোপা জয়ের উচ্ছ্বাসে ফেটে পড়েন শেখ জামাল খেলোয়াড়েরা। সুপার লিগে এক ম্যাচ হাতে রেখে এবারের ডিপিএল শিরোপা ঘরে তুলল শেখ জামাল। আবাহনীকে তারা হারিয়েছে ৪ উইকেটে।
জিতলেই শিরোপা এমন সমীকরণ নিয়ে আজ মিরপুরে আবাহনীর বিপক্ষে খেলতে নেমেছিল শেখ জামাল। শিরোপা জয় উদ্যাপনের প্রস্তুতি নিয়েই মাঠে এসেছিল দলটি। ম্যাচজুড়ে গ্যালারিতে শেখ জামালের হয়ে গলা ফাটিয়েছে একঝাঁক খুদে ক্রিকেটার। আবাহনীকে ২২৯ রানের মধ্যে বেঁধে রেখে শিরোপা জয়ের পথে প্রথম ভাগের কাজটা সেরে রেখেছিলেন বোলাররা। বাকি কাজটা সারেন ব্যাটাররা।
অবশ্য আবাহনীর লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ভালো অবস্থায় ছিল না শেখ জামাল। ৩২ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার সৈকত আলী (১৭) আর সাইফ হাসান (১৫)। দলকে বেশি দূর টানতে পারেননি দুই অভিজ্ঞ ব্যাটার ইমরুল কায়েস আর মুশফিকুর রহিম। অধিনায়ক ইমরুল করেন ১৫, মুশফিকের ব্যাট থেকে আসে ১৭ রান।
৭২ রানের মধ্যে ৪ উইকেট হারানো শেখ জামালের দায়িত্ব আরেকবার নিজের কাঁধে তুলে নেন নুরুল হাসান সোহান। প্রথমে পারভেজ রাসুলের সঙ্গে ৭২ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। ৩৩ রান করে রাসুল আউট হয়ে গেলে জিয়াউর রহমানকে নিয়ে বাকি কাজটা সারেন সোহান। ৮ চার ও ১ ছক্কায় ৮১ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন সোহান। ৪ চার আর ২ ছক্কায় ২৬ বলে ৩৯ রান আসে সোহানের ব্যাট থেকে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ব্যাটিংয়ে ভালো করতে পারেনি আবাহনীও। তবু মোহাম্মদ সাইফউদ্দিনের অপরাজিত ৪৪ রানের ইনিংসে লড়ার মতো পুঁজি পায় তারা। যদিও শেষ পর্যন্ত ম্যাচটা হারতে হয়েছে আবাহনীকে।
সিলেটে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশ যেখানে রানের জন্য হাঁসফাঁস করেছে, যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ে ব্যাটিং করেছে স্বচ্ছন্দে। সফরকারীরা ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। অবশেষে সেই জুটি ভাঙল দ্বিতীয় দিনের সকালে।
৮ মিনিট আগেদ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধান কোচ হয়ে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে দুই বছরের চুক্তিতে এলেও সেটা পূর্ণ হওয়ার আগেই তাঁকে চাকরিচ্যুত করা হয়। ছয় মাস আগের সেই ঘটনা নিয়ে হাথুরু এবার যা বললেন, তা পিলে চমকে দেওয়ার মতো।
১ ঘণ্টা আগেবাংলাদেশ থেকে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ হয়েছে ছয় মাসেরও বেশি সময় আগে। তাঁর জায়গায় বাংলাদেশের প্রধান কোচের চেয়ারে বসেছেন ফিল সিমন্স। বাংলাদেশ দল যখন ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ খেলতে ব্যস্ত, তখনই বোমা ফাটালেন হাথুরুসিংহে।
২ ঘণ্টা আগেআইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১৩ ঘণ্টা আগে