Ajker Patrika

অধিনায়ক বাবরের আরেক রেকর্ড

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৫: ৫৭
অধিনায়ক বাবরের আরেক রেকর্ড

অনেক দিন ধরেই টি-টোয়েন্টি সংস্করণে বাবর আজমের ব্যাটিং নিয়ে সমালোচনা হচ্ছে। সংক্ষিপ্ত সংস্করণে তিনি ভালো রান করলেও তাঁর ব্যাটিং স্টাইল নিয়ে সমালোচনা করা বাদ দেননি পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। এবারের এশিয়া কাপে তাঁর বাজে পারফরম্যান্সের কারণে সেই সমালোচনা আরও জোরালো হয়। সমালোচনা এতটাই তীব্র হয়েছিল যে, তাঁকে ব্যক্তিগত আক্রমণও করেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে বিশ্বকাপজয়ী এই পেসারকে মুখে কড়া জবাবও দেন বাবর। এবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করে ব্যাটেও জবাব দিলেন তিনি।

সমালোচনাকারীদের ব্যাটে জবাব দেওয়ার দিন একটি রেকর্ডও গড়েছেন পাকিস্তানের এই ব্যাটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় অধিনায়ক হিসেবে জোড়া সেঞ্চুরির রেকর্ড গড়ছেন তিনি। পাকিস্তানের অধিনায়কের আগে জোড়া সেঞ্চুরির রেকর্ড গড়েছেন আরও দুজন। প্রথম অধিনায়ক হিসেবে রেকর্ড গড়েছেন ভারতের রোহিত শর্মা। আর তালিকার দ্বিতীয় অধিনায়ক ছিলেন সুইজারল্যান্ডের ফাহিম নাজির।

সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬৬ বলে ১১০ রানে অপরাজিত ছিলেন বাবর। ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে পাকিস্তানকে ১০ উইকেটের জয় এনে দিয়েছেন তিনি। ৫১ বলে ৮৮ রান করে অপরাজিত ছিলেন উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ান। এই জয়ে সিরিজ ১-১-এ সমতায় রয়েছে। আজ রাতে করাচি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামবে দল দুটি।

বাবরের রেকর্ডের দিনে পাকিস্তান দলেরও একটি রেকর্ড হয়েছে। টি-টোয়েন্টিতে বিনা উইকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে পাকিস্তান। এর আগের রেকর্ডটি ছিল পাকিস্তানের বিপক্ষেই নিউজিল্যান্ডের। দুই ওপেনার মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন ১৬৯ রান তাড়া করে ১০ উইকেটে জিতিয়েছিল কিউই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত