Ajker Patrika

বর্ণবাদবিরোধী আন্দোলন সমর্থন না করায় কি হুমকির মুখে ডি ককের ক্যারিয়ার

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৮: ০৭
বর্ণবাদবিরোধী আন্দোলন সমর্থন না করায় কি হুমকির মুখে ডি ককের ক্যারিয়ার

সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার একাদশে নেই কুইন্টন ডি কক। শোনা যাচ্ছে, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা গতকাল নিয়ম করেছে, বর্ণবাদ বিরোধী আন্দোলন ‘ব্ল্যাক লাইভস ম্যাটারের’ অংশ হিসেবে সবাইকে হাঁটু গেড়ে বসতে হবে। আর ডি কক সেটি সমর্থন করছেন না বলেই নিজেকে সরিয়ে নিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা অবশ্য জানিয়েছে, ব্যক্তিগত কারণে এই ম্যাচে খেলছেন না কুইন্টন ডি কক। তবে ডি ককের ব্যক্তিগত কারণ যদি 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনকে সমর্থন না দেওয়া হয় তবে সেটি তাঁর ক্যারিয়ার জন্য হুমকিও হতে পারে। ডি ককের ক্যারিয়ার নিয়ে ইতিমধ্যে আশঙ্কা প্রকাশকারীদের তালিকায় আছে হার্সা ভোগলের নামও। 

হার্সা মনে করেন ডি ককের এই সিদ্ধান্তের জন্য তাঁকে চড়া মূল্য দিতে হতে পারে। এমনকি প্রোটিয়া দলে তাঁকে আর কখনো নাও দেখা যেতে পারে। প্রখ্যাত ভারতীয় এই ধারাভাষ্যকার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমি শঙ্কিত ডি কক হয়তো এরই মধ্যে তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। আমি অবাক হব না যদি দেখি দক্ষিণ আফ্রিকার জার্সিতে তাঁকে আর কখনো খেলতে না দেখা যায়।’ 

গতকাল দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে প্রোটিয়া ক্রিকেটাররা একেকজন একেকভাবে প্রতিবাদ করেছেন। এ সময় কেউ হাঁটু গেড়ে, কেউ বুকে হাত দিয়ে আবার কেউ মুষ্টি উঁচিয়ে বর্ণবাদের প্রতীকী প্রতিবাদ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত