Ajker Patrika

চট্টগ্রাম টেস্টের সুখস্মৃতি ফেরাতে চান আফগান অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম টেস্টের সুখস্মৃতি ফেরাতে চান আফগান অধিনায়ক

টেস্টে বাংলাদেশের সবচেয়ে বিব্রতকর হার কোনটি—এমন প্রশ্নে অনেকেই টেনে আনেন আড়াই বছর আগে রশিদ খানদের বিপক্ষে সাকিব আল হাসানদের বিধ্বস্ত হওয়ার সেই টেস্টটিকে। মাত্র দুই টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ যে একমাত্র টেস্টে হেরেছিল ২২৪ রানের বড় ব্যবধানে। 

যে টেস্টটি বাংলাদেশের জন্য নিয়ে এসেছিল হতাশা ও দুর্দশার মুহূর্ত সেই টেস্টটিই আবার আফগানদের জন্য হয়ে আছে স্মরণীয়। সংস্করণটা ভিন্ন হলেও রশিদ খানরা সেই ‘প্রিয়’ মাঠেই আগামীকাল খেলতে নামছেন আবারও। এবার অবশ্য টেস্ট নয়, ওয়ানডে সিরিজ।

তবুও আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদি ওয়ানডে সিরিজে ভালো করার জন্য পুঁজি মানছেন সেই টেস্টের অভিজ্ঞতাকে। আজ সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক বলেন, ‘আমার সেখান (চট্টগ্রাম) থেকে শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের বেশি ভালো স্মৃতি আছে। আছে বেশ কিছু ইতিবাচক দিক। আগামীকালও আমরা পুনরায় সেভাবে শুরু করতে চাই।’

আফগানিস্তানের বোলিং বিভাগ বলতে গেলে স্পিননির্ভর। রশিদ, মোহাম্মদ নবী ও মুজিবউর রহমান-এই ত্রয়ী বিশ্বের যেকোনো শক্তিশালী ব্যাটিং বিভাগেরই পরীক্ষা নিয়েছেন অতীতে। ঐতিহ্যগতভাবে বাংলাদেশের উইকেটেও অনেকটাই ধীরগতির হয়ে থাকে। 

সেটি কাজে লাগিয়েই দুইয়ে দুইয়ে চার মেলাতে চান হাশমতউল্লাহ, ‘আমাদের ভালো স্পিন বোলিং আক্রমণ আছে। বাংলাদেশেরও উইকেট ভালো স্পিন সহায়ক। আমি তাই খুবই আত্মবিশ্বাসী যে এই উইকেট আমাদের জন্য ভালো সহায়ক হবে।’

একটা সময় বাংলাদেশ দলের কোচিং করানো স্টুয়ার্ট ল এখন রশিদ-নবীদের কোচ। স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল সম্পর্কে বেশ ভালোই জানা এই অস্ট্রেলিয়ানের। সেটিকে কাজে লাগাতে চান আফগান অধিনায়ক। বলেন, তিনি (স্টুয়াট ল) এখানে কোচ ছিলেন। তিনি এখানকার সবকিছু জানেন। উইকেট ও মাঠ সম্পর্কে ভালো ধারনা আছে। তিনি আমাদের সেসব বিষয়ে পরামর্শ দেবেন। আমি সেটি অনুসরণ করব।’

মুজিব উর রহমান, কায়েস আহমেদরা গত কদিনে ব্যস্ত ছিলেন বিপিএলে। তাঁরা আছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলেও। স্বাভাবিকভাবেই বাংলাদেশের উইকেটে গত এক মাস খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবেন তাঁরা। আফগান অধিনায়কও সামনে আনছেন সেটিকে, ‘আমরা সব ধরণের সংস্করণ এখানে খেলেছি। ওয়ানডে তো অবশ্যই। আর আমাদের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের অনেকেই বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে। যেটা আমাদের উইকেট, মাঠ সম্পর্কে জানতে সহায়তা করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত