নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
টেস্টে বাংলাদেশের সবচেয়ে বিব্রতকর হার কোনটি—এমন প্রশ্নে অনেকেই টেনে আনেন আড়াই বছর আগে রশিদ খানদের বিপক্ষে সাকিব আল হাসানদের বিধ্বস্ত হওয়ার সেই টেস্টটিকে। মাত্র দুই টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ যে একমাত্র টেস্টে হেরেছিল ২২৪ রানের বড় ব্যবধানে।
যে টেস্টটি বাংলাদেশের জন্য নিয়ে এসেছিল হতাশা ও দুর্দশার মুহূর্ত সেই টেস্টটিই আবার আফগানদের জন্য হয়ে আছে স্মরণীয়। সংস্করণটা ভিন্ন হলেও রশিদ খানরা সেই ‘প্রিয়’ মাঠেই আগামীকাল খেলতে নামছেন আবারও। এবার অবশ্য টেস্ট নয়, ওয়ানডে সিরিজ।
তবুও আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদি ওয়ানডে সিরিজে ভালো করার জন্য পুঁজি মানছেন সেই টেস্টের অভিজ্ঞতাকে। আজ সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক বলেন, ‘আমার সেখান (চট্টগ্রাম) থেকে শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের বেশি ভালো স্মৃতি আছে। আছে বেশ কিছু ইতিবাচক দিক। আগামীকালও আমরা পুনরায় সেভাবে শুরু করতে চাই।’
আফগানিস্তানের বোলিং বিভাগ বলতে গেলে স্পিননির্ভর। রশিদ, মোহাম্মদ নবী ও মুজিবউর রহমান-এই ত্রয়ী বিশ্বের যেকোনো শক্তিশালী ব্যাটিং বিভাগেরই পরীক্ষা নিয়েছেন অতীতে। ঐতিহ্যগতভাবে বাংলাদেশের উইকেটেও অনেকটাই ধীরগতির হয়ে থাকে।
সেটি কাজে লাগিয়েই দুইয়ে দুইয়ে চার মেলাতে চান হাশমতউল্লাহ, ‘আমাদের ভালো স্পিন বোলিং আক্রমণ আছে। বাংলাদেশেরও উইকেট ভালো স্পিন সহায়ক। আমি তাই খুবই আত্মবিশ্বাসী যে এই উইকেট আমাদের জন্য ভালো সহায়ক হবে।’
একটা সময় বাংলাদেশ দলের কোচিং করানো স্টুয়ার্ট ল এখন রশিদ-নবীদের কোচ। স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল সম্পর্কে বেশ ভালোই জানা এই অস্ট্রেলিয়ানের। সেটিকে কাজে লাগাতে চান আফগান অধিনায়ক। বলেন, তিনি (স্টুয়াট ল) এখানে কোচ ছিলেন। তিনি এখানকার সবকিছু জানেন। উইকেট ও মাঠ সম্পর্কে ভালো ধারনা আছে। তিনি আমাদের সেসব বিষয়ে পরামর্শ দেবেন। আমি সেটি অনুসরণ করব।’
মুজিব উর রহমান, কায়েস আহমেদরা গত কদিনে ব্যস্ত ছিলেন বিপিএলে। তাঁরা আছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলেও। স্বাভাবিকভাবেই বাংলাদেশের উইকেটে গত এক মাস খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবেন তাঁরা। আফগান অধিনায়কও সামনে আনছেন সেটিকে, ‘আমরা সব ধরণের সংস্করণ এখানে খেলেছি। ওয়ানডে তো অবশ্যই। আর আমাদের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের অনেকেই বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে। যেটা আমাদের উইকেট, মাঠ সম্পর্কে জানতে সহায়তা করবে।’
টেস্টে বাংলাদেশের সবচেয়ে বিব্রতকর হার কোনটি—এমন প্রশ্নে অনেকেই টেনে আনেন আড়াই বছর আগে রশিদ খানদের বিপক্ষে সাকিব আল হাসানদের বিধ্বস্ত হওয়ার সেই টেস্টটিকে। মাত্র দুই টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ যে একমাত্র টেস্টে হেরেছিল ২২৪ রানের বড় ব্যবধানে।
যে টেস্টটি বাংলাদেশের জন্য নিয়ে এসেছিল হতাশা ও দুর্দশার মুহূর্ত সেই টেস্টটিই আবার আফগানদের জন্য হয়ে আছে স্মরণীয়। সংস্করণটা ভিন্ন হলেও রশিদ খানরা সেই ‘প্রিয়’ মাঠেই আগামীকাল খেলতে নামছেন আবারও। এবার অবশ্য টেস্ট নয়, ওয়ানডে সিরিজ।
তবুও আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদি ওয়ানডে সিরিজে ভালো করার জন্য পুঁজি মানছেন সেই টেস্টের অভিজ্ঞতাকে। আজ সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক বলেন, ‘আমার সেখান (চট্টগ্রাম) থেকে শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের বেশি ভালো স্মৃতি আছে। আছে বেশ কিছু ইতিবাচক দিক। আগামীকালও আমরা পুনরায় সেভাবে শুরু করতে চাই।’
আফগানিস্তানের বোলিং বিভাগ বলতে গেলে স্পিননির্ভর। রশিদ, মোহাম্মদ নবী ও মুজিবউর রহমান-এই ত্রয়ী বিশ্বের যেকোনো শক্তিশালী ব্যাটিং বিভাগেরই পরীক্ষা নিয়েছেন অতীতে। ঐতিহ্যগতভাবে বাংলাদেশের উইকেটেও অনেকটাই ধীরগতির হয়ে থাকে।
সেটি কাজে লাগিয়েই দুইয়ে দুইয়ে চার মেলাতে চান হাশমতউল্লাহ, ‘আমাদের ভালো স্পিন বোলিং আক্রমণ আছে। বাংলাদেশেরও উইকেট ভালো স্পিন সহায়ক। আমি তাই খুবই আত্মবিশ্বাসী যে এই উইকেট আমাদের জন্য ভালো সহায়ক হবে।’
একটা সময় বাংলাদেশ দলের কোচিং করানো স্টুয়ার্ট ল এখন রশিদ-নবীদের কোচ। স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল সম্পর্কে বেশ ভালোই জানা এই অস্ট্রেলিয়ানের। সেটিকে কাজে লাগাতে চান আফগান অধিনায়ক। বলেন, তিনি (স্টুয়াট ল) এখানে কোচ ছিলেন। তিনি এখানকার সবকিছু জানেন। উইকেট ও মাঠ সম্পর্কে ভালো ধারনা আছে। তিনি আমাদের সেসব বিষয়ে পরামর্শ দেবেন। আমি সেটি অনুসরণ করব।’
মুজিব উর রহমান, কায়েস আহমেদরা গত কদিনে ব্যস্ত ছিলেন বিপিএলে। তাঁরা আছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলেও। স্বাভাবিকভাবেই বাংলাদেশের উইকেটে গত এক মাস খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবেন তাঁরা। আফগান অধিনায়কও সামনে আনছেন সেটিকে, ‘আমরা সব ধরণের সংস্করণ এখানে খেলেছি। ওয়ানডে তো অবশ্যই। আর আমাদের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের অনেকেই বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে। যেটা আমাদের উইকেট, মাঠ সম্পর্কে জানতে সহায়তা করবে।’
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৩ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৫ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
৫ ঘণ্টা আগে