নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকায় পা রেখে শিরোপা হাতে লিওনেল মেসির সেই বিশ্বকাপ উদ্যাপন আবারও করলেন মাহফুজুর রহমান রাব্বি। চ্যাম্পিয়ন অধিনায়ক চ্যাম্পিয়নদের মতোই উদ্যাপনে মাতবেন, সেটাই নিয়ম। বাংলাদেশ ক্রিকেটে সাফল্য বলতে রাব্বি-আকবার আলীদের সৌজন্যে যুব বিশ্বকাপ ও যুব এশিয়া কাপই তো।
কিন্তু যুব এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিলিয়ান সমর্থক রাব্বিও যেন ভুলে গেলেন আর্জেন্টিনার মেসিকে যে অনুকরণ করছেন তিনি! সেটিও আবার আজ আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ের বছর পূর্তির দিনে।
জয়ের দিন (গতকাল) রাতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাব্বিও এলএম টেনের মতো ট্রফিকে নিয়ে ঘুমিয়েছেন দুবাইয়ে। গতকাল বিকেলে চট্টগ্রাম এসে পৌঁছায় যুব বিশ্বকাপ জয়ীদের বিমান। সন্ধ্যায় সেখান থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারা। বিমান থেকে নেমে বিলাসবহুল বাসে নাচে-গান আর মাঝে মাঝে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সেসব উদ্যাপনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলেন রাব্বিরা।
যুব বিশ্বকাপের পর যুব এশিয়া কাপ। কালেভদ্রে এসব দৃশ্য দেখা যায় বাংলাদেশ ক্রিকেটে, তাও যুবাদের কল্যাণে। অল্প সময়ে বিসিবিও যতটা সম্ভব যুব দলকে বর্ণিল আয়োজনে বরণ করার চেষ্টা করেছে। একাডেমি ভবনের সামনে গোলাপি, সাদা আর লাল গোলাপে মোড়ানো টেবিলের ওপর রাখা হলো হলুদাভ ট্রফিটা। পাশে পোডিয়ামে রাখা অসংখ্য সংবাদমাধ্যমের বুমের সামনে রাব্বি-আশিকুর রহমান শিবলিরা শোনালেন বিজয়ের মাসে আরেকটি বিজয়ের গল্প।
২০১৯ যুব এশিয়া কাপে ফাইনালে উঠেও ভারতের কাছে ৫ রানে হেরে স্বপ্নভঙ্গে হয় বাংলাদেশ যুবাদের। এবার যেন সেরকম কিছু না হয়, এ জন্য পরিকল্পনা করে বাংলাদেশের প্রস্তুতিটা শুরু হয়েছিল আরও আগে থেকেই। রাব্বি বললেন, ‘প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টার করেছি। আমি ধন্যবাদ দিতে চাই টিম ম্যানেজমেন্ট কোচিং স্টাফ ও সতীর্থদের, তারা সমর্থন না করলে এই অর্জন আসত না। একজন খেলোয়াড় হিসেবে আমার ৬ মাসে আগে থেকেই একটা পরিকল্পনা ছিল যে, এশিয়া কাপটা বাংলাদেশে আসেনি, নিয়ে আসতে পারলে বড় একটা প্রাপ্তি হবে।’
শ্রীলঙ্কা ও ভারতের মতো কঠিন দলকে হারিয়ে শিরোপার পথ মসৃণ করেছে বাংলাদেশ। ফাইনালে সংযুক্ত আরব আমিরাত তো পাত্তাই পেল না। ১৯৫ রানে হারিয়ে বাংলাদেশ জিতল প্রথমবারের মতো যুব এশিয়া কাপ। সামনেই আবার ২০২৪ বিশ্বকাপের স্বপ্ন বুনছেন তারা। অধিনায়ক রাব্বি বললেন, ‘সব কিছুর আগে আলহামদুলিল্লাহ, অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রথমবার আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পেরেছি। এটা খুব বড় একটা প্রাপ্তি। আমাদের সামনে যে একটা বিশ্বকাপ আছে, সেটার জন্য আরও দায়িত্ব বেড়ে গিয়েছে (২০২৪ যুব বিশ্বকাপ)। এশিয়া থেকে আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি বিশ্বকাপের জন্য।’
তবে মেসির সেই উদ্যাপন কেন করেছেন সেটিও পরিষ্কার করলেন বাংলাদেশ অধিনায়ক। সেটি নাকি উজ্জীবিত করে তাঁর দলকে, ‘আমি নিজেও ব্রাজিল সমর্থন করি। আসলে মেসির উদ্যাপন করার কারণ হচ্ছে, এই উদ্যাপন আমার দল খুব বেশি উপভোগ করে। এই জন্য এই উদ্যাপন করা। দলের সবাই চাঙা থাকে।’ ট্রফি নিয়ে ঘুমানোর প্রসঙ্গে বললেন, ‘হ্যাঁ অবশ্যই (ঘুমিয়েছি)। এই ট্রফিটা আমার কাছেই ছিল। আমার কাছেই আছে।’
যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পথে আশিকুর রহমান শিবলি ছিলেন দুর্দান্ত। টুর্নামেন্টে দুটি সেঞ্চুরিসহ সর্বোচ্চ ৩৭৮ রান করেছেন বাংলাদেশের এই ব্যাটার। ফাইনালে খেলেছেন ১২৯ রানের অসাধারণ এক ইনিংস। ফাইনাল ম্যাচ ও টুর্নামেন্টের সেরাও হয়েছেন তিনি। শিবলি অবশ্য নিজের জাদুকরি ব্যাটিং নিয়ে তেমন বিশ্লেষণ করলেন না, তবে জয়ের কৃতিত্ব দিয়েছেন পুরো দলের, ‘আমি চেষ্টা করেছি যতক্ষণ ধৈর্য নিয়ে ব্যাটিং করা যায়। টিম বন্ডিংটাই আমাদের শক্তি ছিল।’
বিসিবি সূত্রে জানা গেছে, যুবাদের নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ডিনারে বসবেন। আসতে পারে পুরস্কারের ঘোষণাও।
ঢাকায় পা রেখে শিরোপা হাতে লিওনেল মেসির সেই বিশ্বকাপ উদ্যাপন আবারও করলেন মাহফুজুর রহমান রাব্বি। চ্যাম্পিয়ন অধিনায়ক চ্যাম্পিয়নদের মতোই উদ্যাপনে মাতবেন, সেটাই নিয়ম। বাংলাদেশ ক্রিকেটে সাফল্য বলতে রাব্বি-আকবার আলীদের সৌজন্যে যুব বিশ্বকাপ ও যুব এশিয়া কাপই তো।
কিন্তু যুব এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিলিয়ান সমর্থক রাব্বিও যেন ভুলে গেলেন আর্জেন্টিনার মেসিকে যে অনুকরণ করছেন তিনি! সেটিও আবার আজ আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ের বছর পূর্তির দিনে।
জয়ের দিন (গতকাল) রাতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাব্বিও এলএম টেনের মতো ট্রফিকে নিয়ে ঘুমিয়েছেন দুবাইয়ে। গতকাল বিকেলে চট্টগ্রাম এসে পৌঁছায় যুব বিশ্বকাপ জয়ীদের বিমান। সন্ধ্যায় সেখান থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারা। বিমান থেকে নেমে বিলাসবহুল বাসে নাচে-গান আর মাঝে মাঝে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সেসব উদ্যাপনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলেন রাব্বিরা।
যুব বিশ্বকাপের পর যুব এশিয়া কাপ। কালেভদ্রে এসব দৃশ্য দেখা যায় বাংলাদেশ ক্রিকেটে, তাও যুবাদের কল্যাণে। অল্প সময়ে বিসিবিও যতটা সম্ভব যুব দলকে বর্ণিল আয়োজনে বরণ করার চেষ্টা করেছে। একাডেমি ভবনের সামনে গোলাপি, সাদা আর লাল গোলাপে মোড়ানো টেবিলের ওপর রাখা হলো হলুদাভ ট্রফিটা। পাশে পোডিয়ামে রাখা অসংখ্য সংবাদমাধ্যমের বুমের সামনে রাব্বি-আশিকুর রহমান শিবলিরা শোনালেন বিজয়ের মাসে আরেকটি বিজয়ের গল্প।
২০১৯ যুব এশিয়া কাপে ফাইনালে উঠেও ভারতের কাছে ৫ রানে হেরে স্বপ্নভঙ্গে হয় বাংলাদেশ যুবাদের। এবার যেন সেরকম কিছু না হয়, এ জন্য পরিকল্পনা করে বাংলাদেশের প্রস্তুতিটা শুরু হয়েছিল আরও আগে থেকেই। রাব্বি বললেন, ‘প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টার করেছি। আমি ধন্যবাদ দিতে চাই টিম ম্যানেজমেন্ট কোচিং স্টাফ ও সতীর্থদের, তারা সমর্থন না করলে এই অর্জন আসত না। একজন খেলোয়াড় হিসেবে আমার ৬ মাসে আগে থেকেই একটা পরিকল্পনা ছিল যে, এশিয়া কাপটা বাংলাদেশে আসেনি, নিয়ে আসতে পারলে বড় একটা প্রাপ্তি হবে।’
শ্রীলঙ্কা ও ভারতের মতো কঠিন দলকে হারিয়ে শিরোপার পথ মসৃণ করেছে বাংলাদেশ। ফাইনালে সংযুক্ত আরব আমিরাত তো পাত্তাই পেল না। ১৯৫ রানে হারিয়ে বাংলাদেশ জিতল প্রথমবারের মতো যুব এশিয়া কাপ। সামনেই আবার ২০২৪ বিশ্বকাপের স্বপ্ন বুনছেন তারা। অধিনায়ক রাব্বি বললেন, ‘সব কিছুর আগে আলহামদুলিল্লাহ, অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রথমবার আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পেরেছি। এটা খুব বড় একটা প্রাপ্তি। আমাদের সামনে যে একটা বিশ্বকাপ আছে, সেটার জন্য আরও দায়িত্ব বেড়ে গিয়েছে (২০২৪ যুব বিশ্বকাপ)। এশিয়া থেকে আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি বিশ্বকাপের জন্য।’
তবে মেসির সেই উদ্যাপন কেন করেছেন সেটিও পরিষ্কার করলেন বাংলাদেশ অধিনায়ক। সেটি নাকি উজ্জীবিত করে তাঁর দলকে, ‘আমি নিজেও ব্রাজিল সমর্থন করি। আসলে মেসির উদ্যাপন করার কারণ হচ্ছে, এই উদ্যাপন আমার দল খুব বেশি উপভোগ করে। এই জন্য এই উদ্যাপন করা। দলের সবাই চাঙা থাকে।’ ট্রফি নিয়ে ঘুমানোর প্রসঙ্গে বললেন, ‘হ্যাঁ অবশ্যই (ঘুমিয়েছি)। এই ট্রফিটা আমার কাছেই ছিল। আমার কাছেই আছে।’
যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পথে আশিকুর রহমান শিবলি ছিলেন দুর্দান্ত। টুর্নামেন্টে দুটি সেঞ্চুরিসহ সর্বোচ্চ ৩৭৮ রান করেছেন বাংলাদেশের এই ব্যাটার। ফাইনালে খেলেছেন ১২৯ রানের অসাধারণ এক ইনিংস। ফাইনাল ম্যাচ ও টুর্নামেন্টের সেরাও হয়েছেন তিনি। শিবলি অবশ্য নিজের জাদুকরি ব্যাটিং নিয়ে তেমন বিশ্লেষণ করলেন না, তবে জয়ের কৃতিত্ব দিয়েছেন পুরো দলের, ‘আমি চেষ্টা করেছি যতক্ষণ ধৈর্য নিয়ে ব্যাটিং করা যায়। টিম বন্ডিংটাই আমাদের শক্তি ছিল।’
বিসিবি সূত্রে জানা গেছে, যুবাদের নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ডিনারে বসবেন। আসতে পারে পুরস্কারের ঘোষণাও।
ভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
২ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৩ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৪ ঘণ্টা আগেপ্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
৪ ঘণ্টা আগে