Ajker Patrika

নিউজিল্যান্ডের কাছে হেরে জ্যোতিদের স্বপ্নভঙ্গ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ৩৫
Thumbnail image

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের মেয়েদের। জয় নয়, টানা হারের হ্যাটট্রিক করেছেন নিগার সুলতানা জ্যোতিরা। দক্ষিণ আফ্রিকার নিউল্যান্ডসে নিজেদের তৃতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে ৭১ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে সেমিফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। 

আগের দুই ম্যাচে ব্যাটাররা ভালো করতে না পারলেও বোলাররা ছিলেন উজ্জ্বল। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই নখদন্তহীন বাংলাদেশ। 

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৮৯ রানের বিশাল স্কোর পায় নিউজিল্যান্ড। বড় লক্ষ্য তাড়া করার জন্য যেমন ব্যাটিংয়ের প্রয়োজন ছিল, বাংলাদেশের ব্যাটাররা তেমন কিছুই করে দেখাতে পারেননি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৮ করতে পারেন স্বর্না-জ্যোতিরা। 

 ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সর্বোচ্চ ২২ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন স্বর্না আক্তার। দুই ওপেনার মুরশিদা খাতুন ৩৮ বলে ৩০ ও শামিমা সুলতানার ব্যাট থেকে আসে ১৪ রান। এ ছাড়া কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর পর্যন্ত যেতে পারেননি। বাংলাদেশ ১৭ রান পেয়েছে অতিরিক্ত। না হলে স্কোরটা ওই পর্যন্তও হতো না। 

নিউজিল্যান্ডের হয়ে অফ স্পিনার এডেন কারসন ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। 

এর আগে দুই ওপেনার বার্নাডাইন বেজুইডেনহাউট ও বেটস মাত্র ৮.৪ ওভারে ৭৭ রান তুলে নিউজিল্যান্ডে ভালো শুরু এনে দেন। ২৬ বলে ৪৪ বলে রান করে স্বর্নার শিকার হন বার্নাডাইন। বেটস ছিলেন দুর্দান্ত শেষ পর্যন্ত ব্যাটিং করে ৬১ বলে ৮১ রানের ইনিংস খেলে ছিলেন অপরাজিত। শেষ দিকে ২০ বলে ৪৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন গ্রিন। 

বাংলাদেশের বোলারদের মধ্যে লেগ স্পিনার ফাহিমা খাতুন ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন। 

এ জয়ে সেমিফাইনালের স্বপ্ন জিয়ে রাখল নিউজিল্যান্ড। গ্রুপ-১ এ ৩ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা। সমান ম্যাচে জয়হীন বাংলাদেশ আছে সবার নিচে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচটি নিছকই নিয়মরক্ষার ম্যাচ হবে তাদের জন্য। ২০১৪ বিশ্বকাপের পর আর কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। শেষ ম্যাচে সেই জয়ের খোঁজেই হয় তো নামবেন সালমারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত