একাই লড়াই করে যাচ্ছিলেন অভিষিক্ত তাকুদজোয়ানশি কাইতানো। উইকেটের পেছনে তাঁকে লিটন দাশের ক্যাচ বানিয়ে লড়াইটা থামালেন মেহেদী হাসান মিরাজ। থামল জিম্বাবুয়ের প্রতিরোধও। মিরাজ-সাকিব আল হাসানের বোলিংয়ে স্বাগতিকেরা অলআউট ২৭৬ রানে। দিন শেষে বাংলাদেশ এগিয়ে ২৩৭ রানে।
মিরাজ-সাকিব মিলে সাজঘরে ফিরিয়েছেন জিম্বাবুয়ের নয় ব্যাটসম্যানকে। ৮২ রানে ৫ উইকেট নিয়েছেন মিরাজ। স্বাগতিকদের টপ অর্ডার-মিডলঅর্ডারে ধস নামিয়ে সাকিবের শিকার ৮২ রানে ৪ উইকেট। বাকি উইকেটটি গেছে তাসকিন আহমেদের পকেটে।
হারারেতে তৃতীয় দিনের প্রথম সেশনটাতে বাংলাদেশের বোলারদের ভালোই ভুগিয়েছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান কাইতানো ও অভিজ্ঞ ব্রেন্ডন টেলর। ধীর গতির কাইতানোর সঙ্গে অপর প্রান্তে অধিনায়ক টেলর ছিলেন আক্রমণাত্মক মেজাজেই। টেস্ট ক্রিকেটে ৯২ বলে ৮৮.০৪ স্ট্রাইকরেটে ৮১ রান তোলা টেলরের সামনে যখন সেঞ্চুরির হাতছানি তখনই মিরাজের আঘাত। ডানহাতি স্পিনারের ফুল লেন্থ বলটাকে স্কয়ার লেগ দিয়ে মারতে গিয়ে ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে বসেন বাংলাদেশের পুরোনো ‘শত্রু’। প্রথম সেশনে বাংলাদেশের সাফল্য বলতে এই।
কাইতানোকে সঙ্গ দিয়ে দ্বিতীয় সেশনে বাংলাদেশকে ভালোই যন্ত্রণা দিচ্ছিলেন আরেক অভিষিক্ত ডিওন মায়ার্স। ৬৫ বলে ২৭ রান করে ডানহাতি ব্যাটসম্যান সাকিবকে সুইপ খেলতে গিয়ে মিরাজের হাতে ধরা পড়েন ফাইন লেগে।
বাকি ব্যাটসম্যানরা খুব বেশি না ভোগালেও বাংলাদেশের গলার কাঁটা হয়ে যেন আটকে ছিলেন কাইতানো। গড়েছেন জিম্বাবুয়ের হয়ে অভিষেকে কোনো ওপেনারের সর্বোচ্চ রানের রেকর্ড। ১৯৯২ সালে গ্র্যান্ট ফ্লাওয়ারের অভিষেকে ৮২ রানের রেকর্ড টপকে যখন সেঞ্চুরির হাতছানি, তখন ভুল করলেন কাইতানো। লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে বের হওয়া বলকে ফ্লিক করতে গিয়ে ধরা পড়েন লিটনের গ্লাভসে। ৩১১ বলে কাইতানোর ৮৭ রানের ইনিংসটি থামতেই ভেঙে পড়ে জিম্বাবুয়ের ইনিংস।
কাইতানোর উইকেটসহ টেস্ট ক্যারিয়ারে অষ্টমবারের মতো ৫ উইকেট নিয়েছেন মিরাজ। সম্ভাবনা ছিল সাকিবেরও। শেষ পর্যন্ত ৪ উইকেট নিয়ে খুশি থাকতে হয়েছে বাঁহাতি তারকা অলরাউন্ডারকে। দ্বিতীয় ইনিংসে দিন শেষে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশ করেছে ৪৫ রান। সাদমান ইসলাম ২২ ও সাইফ হাসান চতুর্থ দিন শুরু করবেন ২০রানে।
একাই লড়াই করে যাচ্ছিলেন অভিষিক্ত তাকুদজোয়ানশি কাইতানো। উইকেটের পেছনে তাঁকে লিটন দাশের ক্যাচ বানিয়ে লড়াইটা থামালেন মেহেদী হাসান মিরাজ। থামল জিম্বাবুয়ের প্রতিরোধও। মিরাজ-সাকিব আল হাসানের বোলিংয়ে স্বাগতিকেরা অলআউট ২৭৬ রানে। দিন শেষে বাংলাদেশ এগিয়ে ২৩৭ রানে।
মিরাজ-সাকিব মিলে সাজঘরে ফিরিয়েছেন জিম্বাবুয়ের নয় ব্যাটসম্যানকে। ৮২ রানে ৫ উইকেট নিয়েছেন মিরাজ। স্বাগতিকদের টপ অর্ডার-মিডলঅর্ডারে ধস নামিয়ে সাকিবের শিকার ৮২ রানে ৪ উইকেট। বাকি উইকেটটি গেছে তাসকিন আহমেদের পকেটে।
হারারেতে তৃতীয় দিনের প্রথম সেশনটাতে বাংলাদেশের বোলারদের ভালোই ভুগিয়েছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান কাইতানো ও অভিজ্ঞ ব্রেন্ডন টেলর। ধীর গতির কাইতানোর সঙ্গে অপর প্রান্তে অধিনায়ক টেলর ছিলেন আক্রমণাত্মক মেজাজেই। টেস্ট ক্রিকেটে ৯২ বলে ৮৮.০৪ স্ট্রাইকরেটে ৮১ রান তোলা টেলরের সামনে যখন সেঞ্চুরির হাতছানি তখনই মিরাজের আঘাত। ডানহাতি স্পিনারের ফুল লেন্থ বলটাকে স্কয়ার লেগ দিয়ে মারতে গিয়ে ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে বসেন বাংলাদেশের পুরোনো ‘শত্রু’। প্রথম সেশনে বাংলাদেশের সাফল্য বলতে এই।
কাইতানোকে সঙ্গ দিয়ে দ্বিতীয় সেশনে বাংলাদেশকে ভালোই যন্ত্রণা দিচ্ছিলেন আরেক অভিষিক্ত ডিওন মায়ার্স। ৬৫ বলে ২৭ রান করে ডানহাতি ব্যাটসম্যান সাকিবকে সুইপ খেলতে গিয়ে মিরাজের হাতে ধরা পড়েন ফাইন লেগে।
বাকি ব্যাটসম্যানরা খুব বেশি না ভোগালেও বাংলাদেশের গলার কাঁটা হয়ে যেন আটকে ছিলেন কাইতানো। গড়েছেন জিম্বাবুয়ের হয়ে অভিষেকে কোনো ওপেনারের সর্বোচ্চ রানের রেকর্ড। ১৯৯২ সালে গ্র্যান্ট ফ্লাওয়ারের অভিষেকে ৮২ রানের রেকর্ড টপকে যখন সেঞ্চুরির হাতছানি, তখন ভুল করলেন কাইতানো। লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে বের হওয়া বলকে ফ্লিক করতে গিয়ে ধরা পড়েন লিটনের গ্লাভসে। ৩১১ বলে কাইতানোর ৮৭ রানের ইনিংসটি থামতেই ভেঙে পড়ে জিম্বাবুয়ের ইনিংস।
কাইতানোর উইকেটসহ টেস্ট ক্যারিয়ারে অষ্টমবারের মতো ৫ উইকেট নিয়েছেন মিরাজ। সম্ভাবনা ছিল সাকিবেরও। শেষ পর্যন্ত ৪ উইকেট নিয়ে খুশি থাকতে হয়েছে বাঁহাতি তারকা অলরাউন্ডারকে। দ্বিতীয় ইনিংসে দিন শেষে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশ করেছে ৪৫ রান। সাদমান ইসলাম ২২ ও সাইফ হাসান চতুর্থ দিন শুরু করবেন ২০রানে।
বাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
২ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
২ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচ ভ্যালিরিউ তিতাকে বিদায় করে তারা। আগামী মৌসুমে দলটির ডাগআউটে কে দাঁড়াবেন, সেটি ছিল দেখার অপেক্ষা। অবশেষে আজ নতুন কোচের নামও ঘোষণা করল বসুন্ধরা কিংস। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে...
২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। কাল সিডনির বিখ্যাত টাউন হলে হবে টুর্নামেন্টের ড্র। যেখানে নির্ধারণ হবে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে। কিন্তু ড্রয়ের সময় উপস্থিত থাকবে না বাফুফের কোনো প্রতিনিধি।
২ ঘণ্টা আগে