Ajker Patrika

পান্ডিয়া একাদশে থাকা মানে ১২ জন নিয়ে খেলা, বললেন আর্থার

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৫: ৩১
পান্ডিয়া একাদশে থাকা মানে ১২ জন নিয়ে খেলা, বললেন আর্থার

এশিয়া কাপ শুরুর আগেই ভারত-পাকিস্তান ম্যাচের পার্থক্য কোথায় তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। বিশ্বকাপজয়ী পেসার স্পষ্ট করে জানিয়েছিলেন, দুই দলের লড়াইয়ে বড় পার্থক্য গড়ে দেবে হার্দিক পান্ডিয়া। আকিবের করা ভবিষ্যদ্বাণীর প্রমাণ মিলেছে ম্যাচে। ভারতকে ৫ উইকেটে জেতানো ম্যাচে এই অলরাউন্ডার অপরাজিত ৩৩ রানের সঙ্গে নিয়েছেন ২৫ রানে ৩ উইকেটও। 

ম্যাচে দুর্দান্ত অবদানের জন্য সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন পান্ডিয়া। আর মাঠের বাইরে ভাসছেন প্রশংসায়। পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থার তাঁর খেলায় ভীষণ মুগ্ধ হয়েছেন। গতকালের পারফরমেন্সে এতটাই মুগ্ধ হয়েছেন যে, তার একাদশে থাকা মানে ১২ জন ক্রিকেটার নিয়ে খেলার মতো বলেছেন আর্থার। 

২০১৭ সালে পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি জেতানো আর্থার পান্ডিয়াকে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাক ক্যালিসের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, ‘পান্ডিয়া একাদশে থাকা মানে ভারতীয় দল অনেকটা ১২ জন ক্রিকেটার নিয়ে খেলার মতো। যা আমাকে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার সময়কে মনে করে দিচ্ছে। যখন আমাদের দলে ক্যালিস ছিল। আপনার কাছে এমন একজন ক্রিকেটার আছে যে কিনা চারজন পেসারের একজন হতে পারে। আবার সেরা পাঁচের মধ্যে ব্যাট করতে পারে।’ 

পান্ডিয়ার পরিপক্বতা নিয়েও কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার আর্থার। গত কয়েক মাসে ২৮ বছর বয়সী ভারতীয় অলরাউন্ডারের পরিপক্বতার প্রমাণ পাওয়া গেছে। আর্থার উদাহরণ হিসেবে আইপিএলে তার নেতৃত্ব ও পারফরমেন্সকে তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘শেষ আইপিএলের সংস্করণে তার পরিপক্বতা দেখেছি। তার নেতৃত্ব ছিল অসাধারণ। সে দলকে সুন্দরভাবে পরিচালনা করেছে এবং কঠিন সময় দুর্দান্ত খেলেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত