ক্রীড়া ডেস্ক
জাতীয় দলে প্রত্যাবর্তনের পর দুর্দান্ত ছন্দে আছেন সাইফ হাসান। এশিয়া কাপের পর সবশেষ আফগানিস্তান সিরিজেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। আফগানদের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন সাইফ। তাতেই ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সেরা বিশে জায়গা করে নিয়েছেন এই ডানহাতি।
আজ টি–টোয়েন্টির ব্যক্তিগত র্যাঙ্কিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যেখানে ১৭ ধাপ উন্নতি করেছেন সাইফ। ১৮ নম্বরে উঠে এসেছেন তিনি। শেষ টি–টোয়েন্টিতে ৬ উইকেটে হারিয়ে আফগানিস্তানকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। শারজাতে অনুষ্ঠিত সে ম্যাচে জাকের আলীর দলের জয়ের নায়ক ছিলেন সাইফ। অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেন তিনি। ৩৮ বলে ২ চার ও সাতটি ছয় মারেন এই ব্যাটার। দুর্দান্ত ব্যাটিংয়ে জেতেন ম্যাচসেরার পুরস্কার।
এর আগে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতেও দারুণ শুরু করেছিলেন সাইফ। কিন্তু ব্যক্তিগত ১৮ রানে বিদায় নেন। তবে শেষ ম্যাচে ঠিকই ইনিংস বড় করেন সাইফ। সেটার প্রভাবই পড়েছে টি–টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে। আইসিসি প্রকাশিত সবশেষ টি–টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সাইফ ছাড়া সেরা বিশে নেই আর কোনো বাংলাদেশি।
সাইফের মতো বাংলাদেশি ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। ৬ ধাপ উন্নতি করা তামিম আছেন ৩৭ নম্বরে। ১৮ ধাপ এগিয়ে ৫৩–তে অবস্থান করছেন ইমন। ব্যাট হাতে অফফর্ম অব্যাহত আছেন জাকেরের। আফগানিস্তানের বিপক্ষেও হতাশ করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৩ ধাপ পিছিয়ে ৬২ নম্বরে আছেন জাকের। আফগানিস্তান সিরিজে ছিলেন না লিটন দাস ও তাওহীদ হৃদয়। সমান ২ ধাপ করে পিছিয়েছেন তাঁরা। বর্তমানে আছেন যথাক্রমে ৪৩ ও ৪৮ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন নাসুম আহমেদ। ৮৭ ধাপ উন্নতি করে ৪৪ নম্বরে উঠে এসেছেন এই বাঁ হাতি স্পিনার। ৯ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে আছেন তানজিম হাসান সাকিব। যথারীতি ১২ নম্বরেই আছেন মোস্তাফিজুর রহমান।
জাতীয় দলে প্রত্যাবর্তনের পর দুর্দান্ত ছন্দে আছেন সাইফ হাসান। এশিয়া কাপের পর সবশেষ আফগানিস্তান সিরিজেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। আফগানদের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন সাইফ। তাতেই ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সেরা বিশে জায়গা করে নিয়েছেন এই ডানহাতি।
আজ টি–টোয়েন্টির ব্যক্তিগত র্যাঙ্কিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যেখানে ১৭ ধাপ উন্নতি করেছেন সাইফ। ১৮ নম্বরে উঠে এসেছেন তিনি। শেষ টি–টোয়েন্টিতে ৬ উইকেটে হারিয়ে আফগানিস্তানকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। শারজাতে অনুষ্ঠিত সে ম্যাচে জাকের আলীর দলের জয়ের নায়ক ছিলেন সাইফ। অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেন তিনি। ৩৮ বলে ২ চার ও সাতটি ছয় মারেন এই ব্যাটার। দুর্দান্ত ব্যাটিংয়ে জেতেন ম্যাচসেরার পুরস্কার।
এর আগে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতেও দারুণ শুরু করেছিলেন সাইফ। কিন্তু ব্যক্তিগত ১৮ রানে বিদায় নেন। তবে শেষ ম্যাচে ঠিকই ইনিংস বড় করেন সাইফ। সেটার প্রভাবই পড়েছে টি–টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে। আইসিসি প্রকাশিত সবশেষ টি–টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সাইফ ছাড়া সেরা বিশে নেই আর কোনো বাংলাদেশি।
সাইফের মতো বাংলাদেশি ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। ৬ ধাপ উন্নতি করা তামিম আছেন ৩৭ নম্বরে। ১৮ ধাপ এগিয়ে ৫৩–তে অবস্থান করছেন ইমন। ব্যাট হাতে অফফর্ম অব্যাহত আছেন জাকেরের। আফগানিস্তানের বিপক্ষেও হতাশ করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৩ ধাপ পিছিয়ে ৬২ নম্বরে আছেন জাকের। আফগানিস্তান সিরিজে ছিলেন না লিটন দাস ও তাওহীদ হৃদয়। সমান ২ ধাপ করে পিছিয়েছেন তাঁরা। বর্তমানে আছেন যথাক্রমে ৪৩ ও ৪৮ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন নাসুম আহমেদ। ৮৭ ধাপ উন্নতি করে ৪৪ নম্বরে উঠে এসেছেন এই বাঁ হাতি স্পিনার। ৯ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে আছেন তানজিম হাসান সাকিব। যথারীতি ১২ নম্বরেই আছেন মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের সেই স্বর্ণালী যুগ এখন আর নেই। ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতেই কদিন আগে ক্যারিবীয়রা সিরিজ খুইয়েছে নেপালের কাছে। ক্রিকেটের অপর দুই সংস্করণ ওয়ানডে ও টেস্টে শুধু হতাশা আর হতাশা। হারিয়ে খুঁজতে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলকে অনুপ্রেরণা দিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
২৭ মিনিট আগেরেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছুটে চলেছেন আপন গতিতে। আল নাসর, পর্তুগালের জার্সিতে গোল করে চলছেন তিনি। তবে রোনালদোর রেকর্ড গড়ার রাতেও যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারল না পর্তুগিজরা।
১ ঘণ্টা আগেএবারের নারী ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে পাকিস্তান। কিন্তু এখনো জয়ের দেখা পায়নি। আজ তারা নামবে টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে। কলম্বোতে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান।
১ ঘণ্টা আগেবেশি দিন আগের ঘটনা নয়। ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আফগানিস্তানের পেসার বিলাল সামি লিখেছিলেন, ‘গট ম্যারিড’। কিন্তু সামি কি তখনো জানতেন, বিয়ের দুই সপ্তাহের মধ্যেই এমন কিছু করে ফেলবেন, যা নিয়ে আলাপ-আলোচনা হবে।
২ ঘণ্টা আগে