ক্রীড়া ডেস্ক
নিজেদের মাটিতে যেন পরবাসী দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ২০০৯ সালে। এবার সুযোগ ছিল ১৪ বছরের দীর্ঘ খরা কাটানোর। কিন্তু এবারও আশাহত হতে হয়েছে প্রোটিয়াদের।
এক ম্যাচ হাতে রেখেই গতকাল সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে সফরকারী। এ নিয়ে সংক্ষিপ্ত সংস্করণে সর্বশেষ টানা ৪ সিরিজেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকায় হওয়া ৭ সিরিজের মধ্যে প্রথম দুটিতে জয় পায় প্রোটিয়ারা। তৃতীয় সিরিজ হয় ড্র।
সিরিজ জিততে গতকাল সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মিচেল মার্শ। অধিনায়ককে যোগ্য সঙ্গ দিয়েছেন ম্যাথুউ শর্ট। ১৬৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর চড়াও হন এই ওপেনার। দলীয় ৩২ রানের মাথায় ট্রাভিস হেড আউট হলে দ্বিতীয় উইকেট জুটিতে মার্শকে নিয়ে জয়ের কাজটা প্রায় সেরে ফেলেন দ্বিতীয় ম্যাচ খেলতে নামা শর্ট। ৬৬ রানে তাবরেজ শামসির বলে আউট হওয়ার সময় ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন। বাকি কাজটুকু জশ ইংলিশের সঙ্গে সেরে নেন মার্শ।
প্রোটিয়া সফরের প্রথম ম্যাচে দুর্দান্ত ৯২ রানের ইনিংসে ম্যাচ-সেরা হয়েছিলেন মার্শ। দ্বিতীয় ম্যাচে অবশ্য ৩৯ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেও ম্যাচ-সেরা হতে পারেননি তিনি। ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন তাঁর সতীর্থ পেসার শন অ্যাবট।
এর আগে টস হেরে ডারবানে ১৬৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু দুর্দান্ত ছন্দে থাকা মার্শের কাছে পাত্তাই পায়নি তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেছেন অধিনায়ক এইডেন মার্করাম। সিরিজের শেষ ম্যাচ আগামীকাল ডারবানেই।
নিজেদের মাটিতে যেন পরবাসী দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ২০০৯ সালে। এবার সুযোগ ছিল ১৪ বছরের দীর্ঘ খরা কাটানোর। কিন্তু এবারও আশাহত হতে হয়েছে প্রোটিয়াদের।
এক ম্যাচ হাতে রেখেই গতকাল সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে সফরকারী। এ নিয়ে সংক্ষিপ্ত সংস্করণে সর্বশেষ টানা ৪ সিরিজেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকায় হওয়া ৭ সিরিজের মধ্যে প্রথম দুটিতে জয় পায় প্রোটিয়ারা। তৃতীয় সিরিজ হয় ড্র।
সিরিজ জিততে গতকাল সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মিচেল মার্শ। অধিনায়ককে যোগ্য সঙ্গ দিয়েছেন ম্যাথুউ শর্ট। ১৬৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর চড়াও হন এই ওপেনার। দলীয় ৩২ রানের মাথায় ট্রাভিস হেড আউট হলে দ্বিতীয় উইকেট জুটিতে মার্শকে নিয়ে জয়ের কাজটা প্রায় সেরে ফেলেন দ্বিতীয় ম্যাচ খেলতে নামা শর্ট। ৬৬ রানে তাবরেজ শামসির বলে আউট হওয়ার সময় ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন। বাকি কাজটুকু জশ ইংলিশের সঙ্গে সেরে নেন মার্শ।
প্রোটিয়া সফরের প্রথম ম্যাচে দুর্দান্ত ৯২ রানের ইনিংসে ম্যাচ-সেরা হয়েছিলেন মার্শ। দ্বিতীয় ম্যাচে অবশ্য ৩৯ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেও ম্যাচ-সেরা হতে পারেননি তিনি। ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন তাঁর সতীর্থ পেসার শন অ্যাবট।
এর আগে টস হেরে ডারবানে ১৬৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু দুর্দান্ত ছন্দে থাকা মার্শের কাছে পাত্তাই পায়নি তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেছেন অধিনায়ক এইডেন মার্করাম। সিরিজের শেষ ম্যাচ আগামীকাল ডারবানেই।
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
৯ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
১০ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
১১ ঘণ্টা আগে