Ajker Patrika

বাংলা টাইগার্সে বাংলাদেশের শুধু সাইফউদ্দিন

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৪: ২৪
বাংলা টাইগার্সে বাংলাদেশের শুধু সাইফউদ্দিন

বাংলাদেশি মালিকানাধীন ফ্র‍্যাঞ্চাইজি বাংলা টাইগার্স প্লেয়ার্স ড্রাফট থেকে দলে নিয়েছে শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমিরের মতো তারকাদের। এবার তাঁদের সঙ্গে ফ্র‍্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। একমাত্র বাংলাদেশি হিসেবে এবারের টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন সাইফউদ্দিন। 

প্রথমবারের মতো আবুধাবি টি-টেন লিগে দল পেলেন সাইফউদ্দিন। সামনে বাংলাদেশের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে জাতীয় দলের তারকা খেলোয়াড়দের স্কোয়াডে রাখা সম্ভব হয়নি বলে আগেই জানিয়েছিল ফ্র‍্যাঞ্চাইজিটি। গতকাল টি-টেন লিগের পঞ্চম পর্বের জন্য সাইফউদ্দিনের সঙ্গে আফ্রিদি আর আমিরকেও নিয়েছে বাংলা টাইগার্স। 

আগে থেকেই বাংলা টাইগার্সের ‘আইকন’ হিসেবে আছেন সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ফ্র‍্যাঞ্চাইজিটির নেতৃত্বেও থাকছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া এই অভিজ্ঞ ব্যাটার। এ ছাড়া বাংলা টাইগার্স স্কোয়াডে আছেন আফগান ব্যাটার হযরতউল্লাহ জাজাই, অস্ট্রেলিয়ান পেসার জেমস ফকনার, ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল, অভিজ্ঞ ব্যাটার অ্যাডাম লিথ, লঙ্কান তরুণ পেসার মাথিসা পাথিরানা। 

গত মৌসুমে স্কোয়াডে থাকা ইসুরু উদানা, আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, কায়েস আহমেদ ও চিরাগ সুরিকে ‘রিটেইন’ খেলোয়াড় হিসেবে দলে রেখেছে বাংলা টাইগার্স। টি-টেনের এবারের পর্ব শুরু হবে আগামী ১৯ নভেম্বর। আর পর্দা নামবে ৪ ডিসেম্বর। 

বাংলা টাইগার্স দল: 
ফাফ ডু প্লেসিস (আইকন, অধিনায়ক), শহীদ আফ্রিদি, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ আমির, বেনি হাওয়েল, আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, ইসুরু উদানা, কায়েস আহমেদ, চিরাগ সুরি, জেমস ফকনার, অ্যাডাম লিথ, উইল জ্যাকস, উইল স্মেড, হাসান খালিদ ও সাবির রাও। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত