Ajker Patrika

শেষ ম্যাচে বেঞ্চের শক্তি বাজিয়ে দেখবে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুলাই ২০২২, ১১: ৫২
শেষ ম্যাচে বেঞ্চের শক্তি বাজিয়ে দেখবে বাংলাদেশ 

এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। গত রাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। শেষ ওয়ানডেতে তাই বেঞ্চের শক্তি বাজিয়ে দেখতে চাওয়ার কথা জানিয়েছেন তামিম ইকবাল। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ ওয়ানডে সুপার লিগের অংশ নয়। পয়েন্টের হিসাব-নিকাশ তাই মাথায় রাখতে হচ্ছে না জানিয়ে বাংলাদেশ অধিনায়ক তামিম বলেন, ‘আমার মনে হয় এখন সময় এসেছে বেঞ্চের শক্তি দেখার। সাধারণত যখন পয়েন্টের খেলা হয়, তখন সুযোগ থাকে না। কিন্তু এরকম একটা সিরিজে যখন আপনি ২-০তে জিতে যান, তখন যারা খেলেনি বা লম্বা সময় ধরে আমরা যাদের নিয়ে ঘুরছি, তাদের সুযোগ দেওয়া উচিত।’

এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, তাইজুল ইসলামের সঙ্গে ওয়ানডে স্কোয়াডে আছেন ইবাদত হোসেন। এর মধ্যে তাসকিন প্রথম ওয়ানডের একাদশে ছিলেন। আলোচনায় আছেন বিজয়ের সুযোগ না পাওয়া নিয়ে। ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ডসংখ্যক রান করে এবার দলে জায়গা পেয়েছিলেন এই ওপেনার। 

বেঞ্চের শক্তি বাজিয়ে দেখতে দরকার হলে তামিম নিজেও বসতে রাজি। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটার (সুযোগ দেওয়ার) জন্য যদি আমাকে এক ম্যাচ মিস করতে হয়, তবু ঠিক আছে। এই জায়গায় যদি আমরা বেঞ্চের শক্তিগুলো না দেখি, তাহলে কখন দেখব? মূল একাদশের একজন যদি চোটে পড়ে, তখন বেঞ্চ থেকে হঠাৎ করে কেউ যদি খেলে, সেটা তার জন্য কঠিন। পরের ম্যাচে হয়তোবা এ রকম দেখতে পারেন যে, যারা খেলেনি তারা খেলবে।’ 

তামিমের সঙ্গে একমত রাসেল ডমিঙ্গোও। ব্রডকাস্টিংয়ের সঙ্গে আলোচনায় বাংলাদেশ কোচ বলেন, ‘এখন তো সব ওয়ানডে সুপার লিগের অংশ, আমরা এরকম ম্যাচ খেলার সুযোগ পাই না খুব একটা। এখানে (খেলোয়াড়দের) না দেখলে কোথায় দেখব?'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত