ক্রীড়া ডেস্ক
বৃষ্টিবিঘ্নিত হলেও পরতে পরতে রোমাঞ্চ ছড়িয়েছে আয়ারল্যান্ড বনাম আফগানিস্তান সিরিজের শেষ টি-টোয়েন্টি। তাতে শেষ হাসি হাসল আইরিশরা। ডার্ক লুইস পদ্ধতিতে আফগানদের ৭ উইকেটে হারিয়েছে তারা। সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতল আয়ারল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে এটি তাঁদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।
সিরিজের প্রথম দুই ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ নবী-রশিদ খানরা। পরের দুই ম্যাচ জিতে ফিরেছিল সমতায়। সিরিজ নিজেদের করে নিতে শেষ ম্যাচ জিততে হতো তাঁদের। কিন্তু তাতে বড় বাধা হয়ে দাঁড়াল বেলফাস্টের বৃষ্টি। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৫ ওভারে ৯৫ রানে ৫ উইকেট হারায় আফগানিস্তান। এরপর বৃষ্টিতে প্রায় দুই ঘণ্টা থেমে থাকে ম্যাচ। সফরকারীরা আর ব্যাটিংয়ে নামতে পারেনি।
বৃষ্টি আইনে সংক্ষিপ্ত হয়ে আসে ম্যাচটি। আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৫৬ রান। এই রান নিতেই তিন উইকেট হারায় তারা। আফগান স্পিনাররা পরীক্ষায় ফেলেন তাদের। মুজিব উর রহমান দুই ওপেনারকে ফেরালে জমে ওঠে ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত লড়াইয়ে হারতে হলো আফগানিস্তানকে। হ্যারি টেক্টর ও জর্জ ডকরেলের ব্যাটে ৪০ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড।
এই ম্যাচ দিয়ে চতুর্থ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের মাইলফলক ছুঁলেন পল স্টার্লিং। ১০ বলে ১৬ রান করে মুজিবের বলে আউট হন তিনি। এই গ্রীষ্ম মৌসুমে কঠিন সময় কাটানোর পর শেষ হাসি হাসল আয়ারল্যান্ড। ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আফগানদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল অ্যান্ড্রু বালবির্নির দল।
বৃষ্টিবিঘ্নিত হলেও পরতে পরতে রোমাঞ্চ ছড়িয়েছে আয়ারল্যান্ড বনাম আফগানিস্তান সিরিজের শেষ টি-টোয়েন্টি। তাতে শেষ হাসি হাসল আইরিশরা। ডার্ক লুইস পদ্ধতিতে আফগানদের ৭ উইকেটে হারিয়েছে তারা। সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতল আয়ারল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে এটি তাঁদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।
সিরিজের প্রথম দুই ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ নবী-রশিদ খানরা। পরের দুই ম্যাচ জিতে ফিরেছিল সমতায়। সিরিজ নিজেদের করে নিতে শেষ ম্যাচ জিততে হতো তাঁদের। কিন্তু তাতে বড় বাধা হয়ে দাঁড়াল বেলফাস্টের বৃষ্টি। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৫ ওভারে ৯৫ রানে ৫ উইকেট হারায় আফগানিস্তান। এরপর বৃষ্টিতে প্রায় দুই ঘণ্টা থেমে থাকে ম্যাচ। সফরকারীরা আর ব্যাটিংয়ে নামতে পারেনি।
বৃষ্টি আইনে সংক্ষিপ্ত হয়ে আসে ম্যাচটি। আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৫৬ রান। এই রান নিতেই তিন উইকেট হারায় তারা। আফগান স্পিনাররা পরীক্ষায় ফেলেন তাদের। মুজিব উর রহমান দুই ওপেনারকে ফেরালে জমে ওঠে ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত লড়াইয়ে হারতে হলো আফগানিস্তানকে। হ্যারি টেক্টর ও জর্জ ডকরেলের ব্যাটে ৪০ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড।
এই ম্যাচ দিয়ে চতুর্থ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের মাইলফলক ছুঁলেন পল স্টার্লিং। ১০ বলে ১৬ রান করে মুজিবের বলে আউট হন তিনি। এই গ্রীষ্ম মৌসুমে কঠিন সময় কাটানোর পর শেষ হাসি হাসল আয়ারল্যান্ড। ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আফগানদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল অ্যান্ড্রু বালবির্নির দল।
সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৪ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
৭ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
৭ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
৯ ঘণ্টা আগে