Ajker Patrika

দ্বিতীয় টেস্টে খেলোয়াড় বাড়াল পাকিস্তান

দ্বিতীয় টেস্টে খেলোয়াড় বাড়াল পাকিস্তান

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ১০ উইকেটে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে পাকিস্তান। হারের পর তীব্র সমালোচনা সহ্য করতে হচ্ছে শান মাসুদ-বাবর আজমদের। আগামী পরশু থেকে একই ভেন্যুতে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।

সিরিজ হার এড়াতে শেষ টেস্টে জয় ছাড়া কোনো উপায় নেই পাকিস্তানের। সেটি বিবেচনায় নিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে ফিরিয়েছে প্রথম টেস্ট থেকে বাদ পড়া ৩ ক্রিকেটারকে। প্রথম টেস্টে তাদের দল ছিল ১৪ জনের, দ্বিতীয় টেস্টে তিন ক্রিকেটার বেড়ে হলো ১৭ জন।

প্রথম টেস্টে কোনো স্পিনার না খেলানো ভুগিয়েছে পাকিস্তানকে। সেই ভুল শুধরে এবার দলে ডাকা হয়েছে লেগ স্পিনার আবরার আহমেদ ও স্পিন অলরাউন্ডার কামরান গুলামকে। প্রথম টেস্টের দলে শুরুতে ছিলেন তাঁরা। পেস বোলিং সহায়ক উইকেটকে প্রাধান্য নিয়ে পরে তাঁদের ‘এ’ দলে পাঠিয়ে দিয়েছিল স্বাগতিকেরা।

সদ্য বাবা হওয়া শাহিন শাহ আফ্রিদির শুধু প্রথম টেস্ট খেলার কথা ছিল। তবে তাঁকেও দ্বিতীয় টেস্টের জন্যও রেখে দিয়েছেন নির্বাচকেরা। ফিটনেস ইস্যুতে প্রথম টেস্ট থেকে বাদ পড়া পেস বোলিং অলরাউন্ডার আমির জামালকেও দ্বিতীয় টেস্টে রাখা হয়েছে। 

দ্বিতীয় টেস্ট ১৬ সদস্যের পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল, আবরার আহমেদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সায়েম আইয়ুব, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) ও শাহিন শাহ আফ্রিদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত